Secret Tips on SubjectSuccess Strategy

current affairs preparation:কমন নিশ্চিত

সরকারি চাকরির পরীক্ষার্থীদের সাফল্যের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের (current affairs) পার্টে ভালো নম্বর তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের না আছে সঠিক সিলেবাস, এমনকি পাওয়া যায় না সঠিক গাইডলাইন। তাই Current Affairs Preparation নিয়ে পরীক্ষার্থীদের একটা ভীতি রয়েছে।

তাই অনেকেই বাধ্য হয়ে ইয়ারবুক (yearbook) বা স্টাডি নোটস (study material of Current Affairs) পড়ে পরীক্ষা দিতে যান। আর এর ফলে পরীক্ষা হল থেকে বেরিয়ে অনেকেই প্রশ্ন কমন না পাওয়ার অভিযোগ করেন।  এমনও বলতে শোনা যায় কোত্থেকে যে প্রশ্ন করেছে?

অনেকে আবার প্রায় সবকটি প্রশ্নই কমন পান। এবার প্রশ্ন হল একজন কমন পায় আরেকজন কেন কমন পায় না?

আরও পড়ুনঃ Ramsar Sites: All you need to know

আচ্ছা দেখুন তো Current Affairs Preparation Strategy তে নীচের সবকটি প্রশ্নের উত্তর কি আপনার জানা আছে?

১) কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা কমপ্লিট করবো? (How to prepare current affairs in competitive exams?)  

২) নিউজ  আর কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্থক্য কি? (difference between news and current affairs)

৩) জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পার্থক্য কি? (difference between current affairs and GK)

৪) কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জি কে (current affairs based GK) আবার কি ?  

আর এই সবের মধ্যে কমন পার্ট হল- কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব (source of current affairs) আর কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব?  

অর্থাৎ বেশিরভাগ পরীক্ষার্থীর কাছে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি নিলে (Current Affairs Preparation) প্রশ্ন কমন পাওয়ায় সম্ভাবনা বেশি – এই প্রশ্নই ঘোরাফেরা করে।

এই প্রতিবেদনে কারেন্ট অ্যাফেয়ার্সের সামগ্রিক প্রস্তুতি (Current Affairs Preparation) এবং পরীক্ষার্থীদের মনের মধ্যে থাকা সবকটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। How to prepare current affairs in competitive exams? Know the strategy to getting high score in current affairs।

নিউজ  আর কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্থক্য (difference between news and current affairs)

নিউজ আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পার্থক্য রয়েছে। যে কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনা হল কারেন্ট অ্যাফেয়ার্স। অপরদিকে নতুন ও পুরনো ঘটনার সংমিশ্রণ হল নিউজ। ধরা যাক, ২০০১ সালে কোনও ঘটনা ঘটেছে, সেই নিয়ে এই বছর নিউজ আর্টিকেল (news article) করা যায়, কিন্তু তাকে কারেন্ট অ্যাফেয়ার্স বলা যায় না। তাই এমনটা বলা যেতেই পারে যে, সব কারেন্ট অ্যাফেয়ার্সই নিউজ কিন্তু সব নিউজই কারেন্ট অ্যাফেয়ার্স নয়।

জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পার্থক্য (GK & current affairs preparation)

জি কে মানে জেনারেল নলেজ (general knowledge) অর্থাৎ সাধারন জ্ঞান। তা সে যে কোনও সময়ের যে কোনও বিষয় নিয়েই হতে পারে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স (current affairs) হল একটি নির্দিষ্ট সময়ের ঘটনা প্রবাহ। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে জিকে থাকতেই পারে কিন্তু সব জিকে র মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এমন কোনও ব্যাপার নেই।

কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জি কে (what is current affairs based GK ? )

কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্যগুলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জি কে হিসেবে ধরা হয়।

যেমন সুন্দরবন এ বাঘ লোকালয়ে বেরোনো নিয়ে কিছুদিনের মধ্যেই বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছে। এক্ষেত্রে এই ঘটনা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স তেমনই নীচের ৩ টি প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জি কে (current affairs based GK) হিসেবে ধরা যেতে পারে –

1) When Sundarban declared as World Heritage site ?

2) When Sundarban declared as Ramsar site?

3) Who demarcated the boundary line of Sundarban?

আরও পড়ুনঃ কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জি কে নিয়ে চিন্তা আর নয়, সহজেই পাওয়া যায় কমন প্রশ্ন

কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব (How many months’ current affairs should be covered for competitive exams)

যেদিন পরীক্ষা হবে তার ১৫ দিন আগে থেকে ১ বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে।

কিন্তু মুশকিল এখানেই যে ১৫ দিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে কিন্তু ১ বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ! তাহলে তো অনেক বড় সিলেবাস ! কত পড়ব ? কি পড়ব ?  কোথা থেকেই বা পড়ব ? এই প্রশ্ন বেশিরভাগ পরীক্ষার্থীর কাছে কমন। এই সবকটি প্রশ্নের উত্তর এবার দেওয়া হল-

তাহলে  এবার জেনে নেওয়া যাক কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি (Current Affairs Preparation) নিলে যে কোনও চাকরির পরীক্ষায় কমন পাওয়া যেতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি – ১ (Current Affairs Strategy -1)

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর খাতায় লিখে রাখতে হবে। এ ক্ষেত্রে সোর্স হতে পারে- যে কোনও দৈনিক খবরের কাগজ (daily news paper), ওয়েবসাইট (website) বা নিউজ অ্যাপ (news app)। আপনার সুবিধে মত  বাংলা বা ইংরেজি যে কোনও দৈনিক খবরের কাগজ বাড়িতে নিতে পারেন। এমন কোনও ব্যপার নেই যে এই খবরের কাগজ পড়লেই সব প্রশ্ন কমন পাওয়া যায়।

এই সমস্ত ক্যাটেগরির খবর (Topics of Current Affairs) খাতায় লেখা দরকার – news of National and International importance, sports news, science and technology, awards and honours, appointment, obituary, economic and banking related news, days and dates, Social issues, Government scheme and policy, Report, survey and index, International treaties and agreements, Environmental news, Art and Culture, Defence news, Judgments, Bill & Acts, Author and Books, Person in news, Places in news, Organization in news, Summit and conference

কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি – ২ (Current Affairs Strategy – 2)

প্রতিদিনকার গুরুত্বপূর্ণ খবরের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জি কে ও সংশ্লিষ্ট খবরের সঙ্গে লিখে রাখতে হবে। ধরা যাক ২০১৭ সাল বা ২০১৮ সালে আপনার কোনও পরীক্ষা রয়েছে। আপনি ২০১৭ সালের কারেন্ট অ্যাফেয়ার্স খাতায় লিখে রাখছেন। ওই বছর কন্যাশ্রি প্রকল্প জাতিপুঞ্জ থেকে পাবলিক সার্ভিসে সেরা পুরস্কার পেয়েছে।

তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জি কে হিসেবে আপনাকে লিখে রাখতে হবে এই সমস্ত প্রশ্নের তথ্য –

১) What is kanyashree Scheme ?

2) What is the amount of Kanyasree Prakalpa ?

3) When was Kanyashree Prakalpa introduced ?

4) What are the objectives of kanyashree Prakalpa ?

5) Which day is celebrated as Kanyashree Divas?

6) Who are eligible for Kanyashree?

7) Who is the eligible for annual scholarship scheme ? – Kanyashree

8) Is kanyashree only for girls?

9) What is the family income ceiling for Kanyashree Scheme?

10) Who is eligible for one time greant in Kanyashree Scheme ?

11) What is annual Scholarship of Kanyashree scheme ?

12) What is one time grant of Kanyashree Scheme ?

13) What are the forms k1 and k2 of kanyashree scheme ?

14) Who awarded Kanyashree Prakalpa ?

15) Kanyashree Prakalpa gets how many awards

কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি – ৩ (Current Affairs Strategy – 3)

খাতায় লিখে রাখা নোটস মাঝে মধ্যে যখনই সময় পাবেন একবার করে চোখ বুলিয়ে নেবেন। আর অনুশীলন করার জন্য কুইজ বা মক টেস্ট দিতে পারেন।

ওপরে বলা সমস্ত স্ট্র্যাটেজি ঠিকঠাক মেনে চললে যে কোনও সরকারি চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি আর ৫ জনের থেকে যে ভালো হবে তা নিশ্চিত। কেউ কখনও বলতে পারে না এইভাবে পড়লে ১০০% কমন পাওয়া যায়। তবে হ্যাঁ, স্ট্র্যাটেজি মেনে পড়াশুনো করলে একাধারে যেমন কনফিডেন্স পাওয়া যায় তেমনি পরীক্ষায় ছোটোখাটো ভুল (silly mistake) হয় না – আর এটাই আপনার সাফল্যকে ত্বরান্বিত করে।

To get best guidance in any competitive exams you should follow our Facebook Page and join our Facebook Group.

লাইক ও শেয়ার করুন -

5 thoughts on “current affairs preparation:কমন নিশ্চিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!