Practice Set

Current Affairs Mock Test: July 2022 Part-1

যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য অনুশীলন দরকার। প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। একটা মাসে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। পড়তেও হয় অনেক। সারা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে খুঁটিয়ে পড়ার পরও অনেক সময় পরীক্ষায় কমন পাওয়া যায় না, এটাই বাস্তব। তাই যেটুকু রপ্ত হয়েছে পরীক্ষা হলে কোনোভাবেই সেই পার্ট এ যাতে নেগেটিভ মার্কস না আসে তার জন্যই মক টেস্ট। এই প্রতিবেদনের শেষে Current Affairs Mock Test: July 2022 Part-1 এর লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে মক টেস্ট দেওয়া যাবে।

গুরুত্বপূর্ণ তথ্য

মক টেস্ট দেওয়ার আগে নিজে থেকে নিশ্চিত হয়ে নিন আপনি জুলাই, ২০২২ এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিয়েছেন। যদি এখনও না পড়ে থাকেন তাহলে আগে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে রপ্ত করে নিন। আপনি সরাসরি পড়তে পারেন বা পি ডি এফ ডাউনলোড করতে পারেন।

আরও পড়ুন – current affairs preparation:কমন নিশ্চিত

জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স – Read Now

জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF – Download Now

কীভাবে মক টেস্ট দেবেন

১) প্রথমে মক টেস্টের লিঙ্কে ক্লিক করুন

২) মোবাইল / ডেস্কটপ / ল্যাপটপ এ Gmail খোলা না থাকলে জি মেল ওপেন করতে বলবে। আপনার জি মেল আর পাসওয়ার্ড দিন। এটি সম্পূর্ণ সুরক্ষিত, কারণ এই মক টেস্টের ফর্ম গুগল এর নিজস্ব প্রোডাক্ট। যদি আপনার জি মেল খোলা থাকে তাহলে সরাসরি মক টেস্ট এর প্রশ্নপত্র পেয়ে যাবেন।

৩) শুরুতে আপনার নাম, ই মেল আর মোবাইল নম্বর দিতে হবে । এবার পরীক্ষাপর্ব শুরু। পরপর ৩০ টি প্রশ্ন দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের ৪ টি করে অপশন আছে। সব উত্তর করা হয়ে গেলে সাবমিট করুন

৪) মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর না দিলে মক টেস্ট সাবমিট করতে পারবেন না।

৫) সাবমিট হয়ে গেলে স্কোর বাটনে ক্লিক করে আপনার স্কোর আপনি নিজেই দেখতে পাবেন।

আরও পড়ুন – WBCS prelims previous year question papers

মক টেস্টের লিঙ্ক

এখনই মক টেস্ট দিন – Start Exam

আগে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে রপ্ত করে নিই, তারপর মক টেস্ট দেব ভাবছেন ? তাহলে আপনার জন্য তিনটি ধাপ –

১) জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ডাউনলোড করুন – Download Now

২) ভালো করে রপ্ত করুন

৩) এবার পি ডি এফ বন্ধ করে পরীক্ষা দিন এই লিঙ্কে- Start Exam

For ultimate preparation you should practice current Affairs mock test July 2022 part 1. Check you score to know your preparation.

Search Terms – Mock Test, Current Affairs Mock Test, Santu Sir, Monthly Current Affairs, July, 2022 Current Affairs, WBCS preparation, Best Mock test for WBCS Exams, Best Mock Test for Current Affairs

লাইক ও শেয়ার করুন -

2 thoughts on “Current Affairs Mock Test: July 2022 Part-1

  • Anantaa Sarkar

    Good class

    Reply
  • Anantaa Sarkar

    Successful in life

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!