Study Materials

Census of India: facts on Population, Sex ratio, Literacy rate

WBCS, PSC, SSC CGL ও MTS, Bank, Rail, Court, Technical পরীক্ষা  সহ অন্যান্য চাকরির পরীক্ষায় ভারতীয় অর্থনীতি থেকে প্রশ্ন থাকে। ভারতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভারতীয় জনগণনা (Census of India)। Census of India র এই প্রতিবেদনে রয়েছে history of Census, Importance of Census, facts on Population, Sex ratio, Literacy rate, List of censuses conducted in India before independence and after independence, year of great divide, Constitutional backing of Census এবং census of India 2001, 2011 and 2021 data।

আরও পড়ুন – current affairs preparation:কমন নিশ্চিত

জনগননার গুরুত্ব (Importance of Census of India)

১) তথ্যের উৎস – একটি দেশের সামগ্রিক অবস্থান অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, শিল্প সহ  বিভিন্ন ক্ষেত্রের তথ্যের প্রধান উৎস জনগণনা।

২) দেশ পরিচালনা – প্রশাসন ঠিকঠাকভাবে পরিচালনা করতে গেলে বিভিন্ন প্রকল্প ও নীতিগত সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে জনগণনাই হয় দেশ পরিচালনার অন্যতম হাতিয়ার।

আরও পড়ুন – জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF – Download Now

৩) এলাকা নির্ধারণ (Demarcation) – পার্লামেন্ট, রাজ্য বিধানসভা/ বিধানপরিষদ ও পঞ্চায়েত এবং পৌরসভাগুলির সদস্য দের এলাকা নির্ধারণ করার জন্য জনগননার তথ্য দরকার হয়।

৪) অনুদান – জনগননার তথ্য অনুযায়ী কোন রাজ্য কত অনুদান পাবে তা নির্ধারণ করে ফিনান্স কমিশন

সাংবিধানিক দিক (Legal/Constitutional Backing )

ভারতে জনগণনা করা হয় Census Act, 1948 অনুযায়ী। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লবভাই প্যাটেল এর উদ্যোগে এই আইন বিল হিসেবে সংসদে উত্থাপন হয়েছিল।

আরও পড়ুন – WBCS prelims previous year question papers

ভারতীয় সংবিধান এর ২৪৬ নম্বর ধারা অনুযায়ী, জনগণনা কেন্দ্রীয় তালিকার (Union subject) অন্তর্ভুক্ত।

সংবিধানের সপ্তম তপসিলির (seventh schedule of the constitution) ৬৯ নম্বর সিরিয়ালে জনগণনা তালিকাভুক্তি করা হয়েছে।

জনগননার ইতিহাস (History of Census of India)

প্রাচীন যুগ –

ঋগ্বেদ – ৮০০ থেকে ৬০০ খ্রিস্ট পূর্বাব্দে এক ধরনের জনগণনা করা হত, এমনটা উল্লেখ রয়েছে ঋগ্বেদে।

অর্থশাস্ত্র – দেশের ট্যাক্স পলিসি কি হবে তা নির্ধারণ করার জন্য জনগণনা করা হত, এমন তথ্য রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রে।

আইন- ই- আকবরি – মোঘল সম্রাট আকবরের শাসনকালে একধরনের জনগণনা করা হত শাসনকার্যের সুবিধের জন্য, এমনটা জানা যায় আইন- ই- আকবরি গ্রন্থ থেকে।

আরও পড়ুনঃ রামসার সাইটের সম্পূর্ণ তালিকা

ভারত স্বাধীন হওয়ার আগে

১৮০০ সালে ইংল্যান্ডে জনগণনা শুরু হয়। তার ঠিক কয়েক বছর পর ১৮২৪ সালে এলাহাবাদ এবং ১৮২৭-২৮ সালে বেনারসে জেমস প্রিন্সেপ এর তত্ত্বাবধানে জনগণনা হয়।  

হেনরি ওয়াল্টার এর এর তত্ত্বাবধানে ভারতের কোনও একটি শহরে প্রথম পূর্ণ জনগণনা হয় ১৮৩০ সালে পূর্বতন দাক্কা (বর্তমানে ঢাকা) শহরে। এরপর ১৮৩৬-৩৭ এ ফর্ট সেন্ট জর্জ এর আমলে হয় দ্বিতীয় জনগণনা। ১৮৪৯ সালে প্রতিটি আঞ্চলিক সরকারকে জনগণনা করার নির্দেশ দেওয়া হয় তৎকালীন ভারত সরকারের পক্ষ থেকে।

তবে ১৮৭২ সালে গভর্নর জেনারেল লর্ড মেয়োর আমলে সারা ভারতে প্রথম জনগণনা (First Non-synchronous Census অর্থাৎ সারা দেশে একসঙ্গে নয়) –  হয়।  

তারপর সারাদেশে একই সঙ্গে (First synchronous Census) জনগণনা হয় – সেনসাস কমিশনার W.C. Plowden এর তত্ত্বাবধানে ১৮৮১ সালে । এরপর থেকে প্রতি ১০ বছর অন্তর ভারতে জনগণনা হচ্ছে।

জনগননার ক্রমপর্যায় (List of census)

List of censuses conducted in India before independence:

১) 1872 Census of India

২) 1881 Census of India

৩) 1891 Census of India

৪) 1901 Census of India

৫) 1911 Census of India

৬) 1921 Census of India

৭) 1931 Census of India

৮)  1941 Census of India

List of censuses conducted in India after independence:

৯) 1951 Census of India

১০) 1961 Census of India

১১) 1971 Census of India

১২) 1981 Census of India

১৩) 1991 Census of India

১৪) 2001 Census of India

১৫) 2011 Census of India

১৬) 2021 Census of India

অর্থাৎ ওপরের তালিকা থেকে বোঝা গেল স্বাধীনতার আগে ভারতের শেষ জনগণনা হয়েছিল ১৯৪১ সালে। স্বাধীনতার পর প্রথম জনগণনা হয়েছিল ১৯৫১ সালে। প্রথম জনগণনা হয়েছিল ১৮৭২ সালে এবং ১০ বছর অন্তর জনগণনা শুরু হয়েছে ১৮৮১ সালে। ভারতের জনগননার ইতিহাসে ২০১১ জনগণনা হল ভারতের পঞ্চদশ জনগণনা এবং ২০২১ হল ভারতের ষোড়শ জনগণনা। পাশাপাশি, ভারত স্বাধীন হওয়ার পর ২০১১ জনগণনা হল ভারতের সপ্তম জনগণনা এবং ২০২১ হল ভারতের অষ্টম জনগণনা।

The Year of Great Divide –  Fifth Census

পঞ্চম জনগননা অর্থাৎ ১৯২১ এর আগের জনগণনা এবং পরের জনগণনায় জনসংখ্যার বিপুল পার্থক্যের কারণে পঞ্চম জনগননার সালকে Year of the Great Divide,” বলা হয়।  

১৯১১ থেকে ১৯২১ এ জনগননায় জনসংখ্যা হ্রাস পায় ০.৩৯%। সেখানে ১৯২১ থেকে ১৯৩১ এর জনগননায় জনসংখ্যা বৃদ্ধি পায় ১১.১%। এই বৃদ্ধি আগের ৩০ বছরের মধ্যে সর্বাধিক। বস্তুত, ১৯২১ এর পর থেকে ভারতে ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

Highlights of 2011 Census of India

২০১১ জনগণনা – গুরুত্বপূর্ণ তথ্য

১) ২০১১ জনগণনা হল ভারতের ১৫ তম জনগণনা এবং স্বাধীন ভারতের সপ্তম জনগণনা।

২) তৎকালীন স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই এবং রেজিস্টার্ড জেনারেল সি চন্দ্রমউলি ২০১১র ৩১ মার্চ জনগণনা তথ্য প্রকাশ করেন।

৩) বর্তমান (২০/০৯/২০২২ অনুযায়ী) রেজিস্টার্ড জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার হলেন – শ্রী বিবেক যোশি।

৪) এই প্রথম সামাজিক ও কাস্ট সেনসাস ( Socio-Economic and Caste Census – SECC) হয়েছে ২০১১ সালে।

৫) ২০১১ জনগণনার স্লোগান – ‘Our Census, Our future’.

৬) ২০১০ এর ১ এপ্রিল ২০১১ জনগণনা শুরু হয় ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি ও তারপর উপরাষ্ট্রপতির জনগণনা দিয়ে।

census of India -2011

মোট জনসংখ্যা – ১,২১০,৮৫৪,৯৭৭ (পুরুষ – ৬২,৩৭,২৪,২৪৮ মহিলা –  ৫৮,৬৪,৬৯,১৭৪)

জনঘনত্ব – ৩৮২ প্রতিবর্গ কিমি।  ২০০১ এ ছিল ৩২৫ প্রতিবর্গ কিমি

লিঙ্গ অনুপাত –প্রতি ১০০০ পুরুষের মধ্যে মহিলা রয়েছেন ৯৪৩ জন। ২০০১ এ  প্রতি ১০০০ পুরুষের মধ্যে মহিলা রয়েছেন ৯৩৩ জন।

শিশু লিঙ্গ অনুপাত – প্রতি ১০০০ পুরুষের মধ্যে মহিলা রয়েছেন ৯১৪ জন। ২০০১ এ প্রতি ১০০০ পুরুষের মধ্যে মহিলা রয়েছেন ৯২৭ জন।

শিক্ষার হার – ৭৪% (পুরুষ -৮২.১% মহিলা – ৬৫.৫%)

১) সর্বাধিক জনঘনত্ব – বিহার

২) সর্বনিম্ন  জনঘনত্ব –অরুণাচল প্রদেশ

৩) কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক জনঘনত্ব – দিল্লি

৪) কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব – লাক্ষাদ্বীপ

৫) সর্বাধিক জনসংখ্যা – উত্তরপ্রদেশ

৬) সর্বনিম্ন জনসংখ্যা – সিকিম

৭) সর্বাধিক লিঙ্গ অনুপাত – কেরল

৮) সর্বনিম্ন লিঙ্গ অনুপাত – হরিয়ানা

৯) সর্বাধিক শিক্ষিত জনসংখ্যা – কেরল

১০) সর্বনিম্ন শিক্ষিত জনসংখ্যা – বিহার

West Bengal as per 2011 Census

মোট জনসংখ্যা – ৯.১৩ কোটি  (পুরুষ – ৯১,২৭৬,১১৫ মহিলা –  ৮০,১৭৬,১৯৭)। ২০০১ এ জনসংখ্যা ছিল ৮.০২ কোটি।

জনঘনত্ব – ১০২৮ প্রতিবর্গ কিমি

লিঙ্গ অনুপাত –প্রতি ১০০০ পুরুষের মধ্যে মহিলা রয়েছেন ৯৫০ জন। ২০০১ এ লিঙ্গ অনুপাত ছিল ৯৩৪।

শিশু লিঙ্গ অনুপাত – প্রতি ১০০০ পুরুষের মধ্যে মহিলা রয়েছেন ৯৫৬ জন। ২০০১ এ শিশু লিঙ্গ অনুপাত ছিল ৯৬০ জন।

শিক্ষার হার – ৭৬.২৬% (পুরুষ -৮১.৬৯% মহিলা – ৭০.৫৪%)। ২০০১ এ শিক্ষার হার ছিল – ৬৮.৬৪% (পুরুষ -৭৭.০২% মহিলা – ৫৯.৬১%)।

২০০১ এর সঙ্গে ২০১১ এর মূল পরিবর্তন

(main changes of Household Schedule of 2011 census as compared to 2001 Census)

১) সেক্স কলামে ‘Other’ হিসেবে সেপারেট কোড রাখা হয়েছে ২০১১ র জনগননায়। যেটা ২০০১ এ ছিল না।

২) ডিভোর্স এবং সেপারেট – দুটো আলাদা কোড রাখা হয়েছে  ২০১১ র জনগননায়। ২০০১ এ একটি কলাম ছিল।

৩) ২০০১ এ কেবলমাত্র বয়স উল্লেখ করা হয়েছিল। ২০১১ তে সম্পূর্ণ জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

Census 2011 data on Population by Religious Communities

২০১৫ সালের ২৫ আগস্ট রেজিস্টার্ড জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার অফ ইন্ডিয়া ধর্মীয় সম্প্রদায়ের তথ্য প্রকাশ করেন। এই তথ্যের মধ্যে ৬ টি প্রধান ধর্মীয় সম্প্রদায়এর তথ্য ছাড়াও ছিল – “Other Religions and Persuasions” and “Religion not stated” এর তথ্য।

ধর্মীয় সম্প্রদায়ের জনগণনা অনুযায়ী ১২১ কোটি ভারতীয়র মধ্যে হিন্দু ৯৬.৬৩ কোটি (৭৯.৮%), মুসলিম ১৭.২২ কোটি (১৪.২%), খ্রিস্টান ২.৭৮ কোটি (২.৩%), শিখ ২.০৮ কোটি (১.৭%), বৌদ্ধ ০.৮৪ কোটি (০.৭%), জৈন ০.৪৫ কোটি (০.৪%), “Other Religions and Persuasions” – ০.৭৯ কোটি (০.৭%) এবং “Religion not stated” ০.২৯ কোটি (০.২%) রয়েছে।

 

Census of India 2021

করোনা মহামারীর কারণে ২০২১ এর জনগণনা আপাতত স্থগিত রয়েছে। এই জনগণনা শুরু হলে এখানেই বিস্তারিত তথ্য দেওয়া হবে।

পরীক্ষা সম্পর্কিত তথ্য, স্টাডি ম্যাট ও নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমার ফেসবুক পেজ – https://www.facebook.com/santusirofficial এবং যোগ দিন ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/wbcsforum এ।

Census of India: know the facts on total population, sex ratio, literacy rate, history of census, census 2001, 2011 and 2021 Data

Search term : History of Census, Census of India 2011, 2001, 2021, Census of India in Bengali, Indian Economy, Census 2011 data on Population by Religious Communities, main changes of Household Schedule of 2011 census as compared to 2001 Census, West Bengal as per 2011 Census, The Year of Great Divide, Legal/Constitutional Backing of census, List of censuses conducted in India before independence, List of censuses conducted in India after independence, what is census, Socio Economic and Caste Census, Important facts about census , latest census of India, When was last census in India? What is the current Census of India? Who is the father of census? Who conducted first census in India? List of states with Population, Sex Ratio and Literacy Census, Population ratio of India 2011 census, Sex ration of India 2011 census, Population ratio of West Bengal 2011 census, Sex ration of West Bengal2011 census, ভারতের জনগণনা, ভারতের জনগণনার ইতিহাস, জনগণনা, ভারতের জনগণনা ২০১১, ভারতের জনগণনা ২০২১, পশ্চিমবঙ্গের জনগণনা, Santu Sir

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!