Preamble: Constitution of India
যে কোনও বইয়ের বিষয়বস্তু কি আছে বা যিনি বইটি লিখেছেন তিনি কোন আঙ্গিকে বইটি লিখেছেন তা বইয়ের মুখবন্ধে দেওয়া থাকে। ঠিক একইভাবে ভারতীয় সংবিধানকে যদি একটি বই হিসেবে ধরা হয় তাহলে প্রস্তাবনা বা Preamble হল ভারতীয় সংবিধানের মুখবন্ধ।
তোমরা একটা জিনিস জানলে বেশ অবাক হবে – প্রস্তাবনা সংবিধানের শুরুতে থাকলেও এটি তৈরি হয়েছিল কিন্তু সংবিধানের খসড়া তৈরির শেষ ধাপে। তারপর গণপরিষদ এই প্রস্তাবনা কে সংবিধানের শুরুতে নিয়ে আসে।
আরও পড়ুন – কারেন্ট অ্যাফেয়ার্স এ ১০০% কমন পাওয়ার উপায়
১৯৪৬ সালে গণপরিষদ এর অধিবেশনে জহরলাল নেহেরু ‘objective resolution’ নামে একটি প্রস্তাব পেশ করেছিলেন। এই প্রস্তাবটিকে সংবিধান এর দিক নির্দেশিকা বলা যেতে পারে।
মূলত এই প্রস্তাবেরই নবতম রূপ হল বর্তমান সংবিধানের প্রস্তাবনা।
বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে জেনে নেওয়া যাক প্রস্তাবনার বর্তমান রূপ –
Preamble to the Constitution of India at present form
Preamble to the Constitution of India in English at Present form –
WE, THE PEOPLE OF INDIA,
having solemnly resolved to constitute India
into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC
REPUBLIC and to secure to all its citizens:
JUSTICE, social, economic and political;
LIBERTY of thought, expression, belief, faith and worship;
EQUALITY of status and of opportunity;
and to promote among them all
FRATERNITY assuring the dignity of the individual and
the unity and integrity of the Nation;
IN OUR CONSTITUENT ASSEMBLY this 26th day of
November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE
TO OURSELVES THIS CONSTITUTION
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা (বাংলায়) – SEE PDF FILE
প্রস্তাবনা সংবিধানের মূল কার্যকরী অংশ নয়, এমনকি আদালতে বলবতযোগ্য ও নয়। কিন্তু প্রস্তাবনার দার্শনিক ভিত্তি সরকারি নীতির মূল চালিকাশক্তি হিসেবে পরিগণিত হয়।
প্রস্তাবনা মূলত নীচের ৪ টি বিষয় আমাদের জানায়-
What Preamble tells us
১) সংবিধানের উৎস (Source and authority of the Constitution): প্রস্তাবনা শুরু হয়েছে ‘WE THE PEOPLE OF INDIA’ বলে এবং শেষ হয়েছে ‘GIVE TO OURSELVES THIS CONSTITUTION’ বলে। অর্থাৎ, ভারতের জনগণই সংবিধানের উৎস।
তবে জেনে রাখা দরকার প্রস্তাবনার এই আইডিয়া নেওয়া হয়েছিল আমেরিকার সংবিধান থেকে। অবশ্য আমেরিকাই প্রথম সংবিধানে একটি প্রস্তাবনা অন্তর্ভুক্ত করেছিল। প্রস্তাবনায় থাকা ‘JUSTICE, social, economic and political’ শব্দ এবং তার অন্তর্নিহিত অর্থের আইডিয়া নেওয়া হয়েছিল রুশ বিপ্লব থেকে। এর পাশাপাশি Liberty, equality and Fraternity শব্দ এবং তার অন্তর্নিহিত অর্থের আইডিয়া নেওয়া হয়েছিল ফরাসি বিপ্লব থেকে।
২) ভারতের প্রকৃতি (Nature of Indian State) : সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র।
৩) উদ্দেশ্য (Objectives to be attained) : Justice, Liberty, Equality & Fraternity
৪) সংবিধান গ্রহণের তারিখ (Date of adoption) : ২৬ নভেম্বর, ১৯৪৯
Whether Preamble is part of Constitution or not ?
প্রস্তাবনা সংবিধানের অংশ না অংশ নয় ?
প্রস্তাবনা সংবিধানের অংশ কিনা এই প্রশ্ন বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। এমনকি প্রস্তাবনা সংবিধানের অংশ কিনা এই প্রশ্ন আদালত পর্যন্ত গড়িয়েছে। তাই এই বিষয়টিতে পরিস্কার ধারণা থাকা দরকার।
এই ক্ষেত্রে আমরা দেখে নেব আদালতের কি রায় ! মহামান্য সুপ্রিম কোর্ট ১৯৬০ সালে এক রায়ে (Berubari Union v. exchange of enclaves case) জানায়, প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। আবার এই রায় খারিজ করে ১৯৭৩ সালে অন্য একটি মামলায় (Kesavananda Bharati v. State of Kerala case) জানায়- প্রস্তাবনা সংবিধানের অংশ।
১৯৯৫ সালে অন্য একটি মামলায় (Union Government v. LIC of India) মহামান্য সুপ্রিম কোর্ট রায় দেন যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ।
Can Preamble be amended or not ?
প্রস্তাবনা কি সংশোধন করা যায়?
এই প্রশ্নটি যে কোনও পরীক্ষার একদম কমন প্রশ্ন। এমনকি ইন্টারভিউ তেও এই প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে পরীক্ষার্থীদের। ১৯৭৩ সালে একটি মামলার [Kesavananda Bharati v. State of Kerala, 1973[xiv] রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট জানায় – প্রস্তাবনা সংশোধন করা যাবে, তবে সংবিধানের মূল কাঠামো অক্ষুণ্ণ রাখতে হবে। অর্থাৎ সংবিধানের মূল কাঠামোর কোনও পরিবর্তন করা যাবে না।
কিন্তু মুশকিল হল মূল কাঠামো অর্থাৎ ‘basic structure’ এর বিষয়বস্তু কি এই বিষয়ে সংবিধানে লিখিত ভাবে কিছু নেই। তাই এক্ষেত্রে বিভিন্ন সময় আদালতের রায় কে আমরা ‘basic structure’ হিসেবে মেনে চলব।
বিভিন্ন রায় থেকে যেগুলোকে সংবিধানের ‘basic structure’ হিসেবে ধরা হয় সেগুলি হল – Supremacy of Constitution, independence of judiciary, republican and democratic form of Government, federal character of Constitution, secularism, ideal of welfare state ইত্যাদি।
Search Terms – Preamble to the Constitution of India, Preamble of Indian Constitution, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, প্রস্তাবনা কি ? প্রস্তাবনা কি সংশোধন করা যায় ? প্রস্তাবনা সংবিধানের অংশ না অংশ নয় ? Can Preamble be amended or not ? Whether Preamble is part of Constitution or not ? What Preamble tells us ? Preamble to the Constitution of India at present form,ভারতীয় সংবিধানের প্রস্তাবনা (বাংলায়), Preamble in PDF