GKStudy Materials

Commonwealth Games 2022: Full list of India’s Medal

মোট ১২ দিন ধরে চলা কমনওয়েলথ গেমস ২০২২ (Commonwealth Games 2022, Birmingham) এ ২২ টি সোনা সহ মোট ৬১ টি পদক জিতে ভারত চতুর্থ স্থান দখল করল। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের (WBCS, Schools Service, PSC, SSC, UPSC, Rail, Bank, Defence, Police, Army etc.) লিখিত বা ইন্টারভিউ – দুটি ক্ষেত্রেই কমনওয়েলথ গেমস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এই প্রতিবেদনে কি কি রয়েছে –

১) কোন ইভেন্টে ভারতের কে কোন পদক জিতেছে তার সম্পূর্ণ তালিকা

২) কমনওয়েলথ নিয়ে ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য

৩) এর আগে এবং এর পর কোথায় খেলা হবে তার তথ্য

৪) মোট কতগুলি খেলা হয়েছে

৫) ভারত কোন কোন খেলায় পুরস্কার পেয়েছে

৬) র‍্যাঙ্ক অনুযায়ী ভারত সহ প্রথম ৫ টি দেশের পদক তালিকা

SL NoMedallistSport & Events
1মীরাবাঈ চানু
Mirabai Chanu
ওয়েটলিফটিং
Weightlifting Women’s 49 kg
2জেরেমি লালরিনুনগা
Jeremy Lalrinnunga
ওয়েটলিফটিং
Weightlifting Men’s 67 kg
3অঞ্চিতা শিউলি
Anchita Sheuli
ওয়েটলিফটিং
Weightlifting Men’s 37 kg
4লন বল  মহিলা টিম
India’s Lawn Bowls women’s Team
লন বল
Lawn Bowls Women’s Fours Team
5পুরুষ টেবিল টেনিস টিম
Men’s Table Tennis Team
টেবিল টেনিস
Table Tennis Men’s Team
6সুধীর
Sudhir
প্যারা পাওয়ার লিফটিং
Para Powerlifting Men’s heavyweight
7বজরং পুনিয়া
Bajrang Punia
কুস্তি
Wrestling Men’s 65 Kg category
8সাক্ষী মালিক
Sakshi Malik
কুস্তি
Wrestling Women’s 62 kg category
9দীপক পুনিয়া
Deepak Punia
কুস্তি
Wrestling Men’s 86 kg category
10ভিনেশ ফোগট
Vinesh Phogat
কুস্তি
Wrestling Women’s 53 kg category
11নবীন  
Naveen
কুস্তি
Wrestling men’s freestyle 74 kg category
12ভাভিনা প্যাটেল
Bhavina Patel
টেবিল টেনিস
Table Tennis  women’s singles class 
13রবি কুমার দাহিয়া
Ravi Kumar Dahiya
কুস্তি
Wrestling Men’s 57 kg freestyle
14নিতু ঘাঙ্গাস  
Nitu Ghanghas
বক্সিং
Boxing women’s 48 kg category
15এলডোজ পাল
Eldhose Paul
অ্যাথলেটিক্স
Athletics men’s triple jump 
16আমিত পাঙ্গাল
Amit Panghal
বক্সিং
Boxing men’s 51 kg category
17নিখাত জারিন
Nikhat Zareen
বক্সিং
Boxing  women’s 50 kg category 
18টেবিল টেনিস মিক্সড টিম
Table Tennis Mixed Team
টেবিল টেনিস
Table tennis mixed doubles 
19পি ভি সিন্ধু  
PV Sindhu
ব্যাডমিন্টন
Badminton Women’s Singles
20লক্ষ সেন  
Lakshya Sen
ব্যাডমিন্টন
Badminton Men’s Singles
21শরথ কমল
Sharath Kamal
টেবিল টেনিস
Table Tennis Men’s Singles
22পুরুষ ডবল ব্যাডমিন্টন
 Men’s Double Badminton
ব্যাডমিন্টন
Badminton Men’s Double 

২২ টি সোনা সহ মোট ৬১ টি পদক জিতে ভারত এই গেমসের চতুর্থ স্থানে রয়েছে। প্রথম তিনে রয়েছে – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডা। তালিকার আকারে সম্পূর্ণ তালিকা (India medals at Commonwealth Games 2022) এখানে দেওয়া হল –

আরও পড়ুন – Current Affairs:কমন পাওয়ার সঠিক গাইডলাইন

NoAthlete/Team
বাংলা / English
Medal, Event & Sports
1সংকেত সাগর     Sanket SargarSilver in Men’s 55kg Weightlifting
2গুরুরাজা পূজারী Gururaja PoojaryBronze in Men’s 61kg Weightlifting
3মীরাবাঈ চানু    Mirabai ChanbuGold in Women’s 49kg Weightlifting
4বিন্দারানি দেবী Bindyarani DeviSilver in Women’s 55kg Weightlifting
5জেরেমি লালরিনুঙ্গা Jeremy LalrinnungaGold in Men’s 67kg Weightlifting
6অচিন্ত্য শিউলি  Achinta SheuliGold in Men’s 73kg Weightlifting
7সুষমা দেবী লিক্মাবাম Sushila Devi LikmabamSilver in Women’s 48kg Judo
8বিজয় কুমার যাদব Vijay Kumar YadavBronze in Men’s 60kg Judo
9হরজিন্দর কাউর Harjinder KaurBronze in Women’s 71kg Weightlifting
10ভারতীয় মহিলা দল Indian women’s teamGold in Women’s fours Lawn bowls
11বিকাশ ঠাকুর        Vikas ThakurSilver in Men’s 96kg Weightlifting
12ভারতীয় পুরুষ দল Indian men’s teamGold in Men’s team
13ভারতীয় মিশ্র দল Indian mixed teamSilver in Mixed team Badminton
14লাভপ্রিত সিং Lovepreet SinghMen’s in 109kg Weightlifting
15সৌরভ ঘোষাল   Saurav GhosalBronze in Men’s singles Squash
16তুলিকা মান         Tulika MaanSilver in Women’s +78kg Judo
17গউরদিপ সিং   Gurdeep SinghBronze in Men’s +109kg Weightlifting
18তেজসবিন শঙ্কর Tejaswin ShankarBronze in Men’s high jump Athletics
19মুরালি শ্রী শঙ্কর  Murali SreeshankarSilver in Men’s long jump Athletics
20সুধীর                  SudhirGold in Men’s heavyweight Para Powerlifting
21অংশু মালিক      Anshu MalikSilver in Women’s 57kg freestyle Wrestling
22বজরং পুনিয়া    Bajrang PuniaGold in Men’s 65kg freestyle Wrestling
23সাক্ষী মালিক      Sakshi MalikGold in Women’s 62kg freestyle Wrestling
24দীপক পুনিয়া   Deepak PuniaGold in Men’s 86kg freestyle Wrestling
25দিভ্যা কাক্রান       Divya KakranBronze in Women’s 68kg freestyle Wrestling
26মোহিত গ্রেয়াল      Mohit GrewalBronze in Men’s 125kg freestyle  Wrestling
27প্রিয়াঙ্কা গোস্বামী Priyanka GoswamiSilver in Women’s 10000m race walk Athletics
28অভিনাশ সাবলে Avinash SableSilver in Men’s 3000m steeplechase Athletics
29ভারতীয় পুরুষ দল Indian men’s teamSilver in Men’s fours Lawn Bowls
30জ্যস্মিন লাম্বরিয়া Jaismine LamboriaBronze in Women’s 60kg lightweight Boxing
31পূজা গেহল্ট        Pooja GehlotBronze in Women’s 50kg freestyle Wrestling
32রবি কুমার দাহিয়া   Ravi Kumar DahiyaGold in Men’s 57kg freestyle Wrestling
33ভিনেশ ফগট      Vinesh PhogatGold in Women’s 53kg freestyle  Wrestling
34নবীন               NaveenGold in Men’s 74kg freestyle Wrestling
35পূজা সিহাগ         Pooja SihagBronze in Women’s 76kg freestyle Wrestling
36মহম্মদ হুসামুদ্দিন  Mohammad HussamuddinBronze in Men’s 57kg featherweight Boxing
37দীপক নেহরা     Deepak NehraBronze in Men’s 97kg freestyle Wrestling
38রোহিত টোকাস    Rohit TokasBronze in Men’s 67kg welterweight Boxing
39শোনালবেন প্যাটেল Sonalben PatelBronze in Women’s singles Classes 3-5 Para Table Tennis
40বাভিনা প্যাটেল  Bhavina PatelBronze in Women’s singles classes 3-5 Para Table Tennis
41মহিলা হকি দল  Women’s hockey teamBronze in Women’s hockey Hockey
42নিতু ঘাঙ্গাস            Nitu GhangasGold in Women’s 48kg minimum weight Boxing
43অমিত পাঙ্গাল       Amit PanghalGold in Men’s 51kg flyweight Boxing
44এলদস পাল      Eldhose PaulGold in  Men’s triple jump Athletics
45আবদুল্লা আবুবকর Abdulla AboobackerSilver in Men’s triple jump Athletics
46সন্দীপ কুমার   Sandeep KumarBronze in Men’s 10000m race walk Athletics
47আন্নু রানী             Annu RaniBronze in Women’s javelin throw Athletics
48নিখাত জারিন       Nikhat ZareenGold in  Women’s 50kg light flyweight Boxing
49শরত কমল/ জি সাথিয়ান      Sharath Kamal / G SathiyanSilver in Men’s doubles Table Tennis
50দীপক পাল্লিকাল / সৌরভ ঘোষাল Dipika Pallikal / Saurav GhosalBronze in Mixed doubles Squash
51কিদ্মাবি শ্রীনাথ  Kidambi SrikanthBronze in Men’s singles Badminton
52মহিলা ক্রিকেট দল  Women’s cricket teamSilver in Women’s T20 Cricket
53শরথ কমল/ সৃজা আকুলা  Sharath Kamal / Sreeja AkulaGold in Mixed doubles Table Tennis
54ত্রিসা জলি / গায়ত্রী গোপিচাঁদ Treesa Jolly / Gayatri GopichandBronze in Women’s doubles Badminton
55সাগর আলাওাত     Sagar AhlawatSilver in Men’s 92+kg super heavyweight Boxing
56পি ভি সিন্ধু                PV SindhuGold in Women’s singles Badminton
57লক্ষ্য সেন          Lakshya SenGold in Men’s singles Badminton
58সাথিয়া জ্ঞান্সেখরন  Sathiyan GnanasekaranBronze in Men’s singles Table Tennis
59সাতিক্সাইরাজ রাঙ্কিরেড্ডি / চিরাগ শেট্টি  Satwiksairaj Rankireddy / Chirag ShettyGold in Men’s doubles Badminton
60শ্রথ কমল        Sharath KamalGold in Men’s singles Table Tennis
61পুরুষ হকি দল      Men’s hockey teamSilver in Men’s hockey

15 points you should know about commonwealth games

১) কমনওয়েলথ গেমস ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বয়েছিলেন পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং শাটলার পিভি সিন্ধু।

২) কমনওয়েলথ গেমস ২০২২ এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বইলেন বক্সার নিখাত জারিন (Nikhat Zareen) এবং টিটি প্লেয়ার শরথকমল (Sharath Kamal)।

৩) তৃতীয় সেরা পারফরম্যান্স এবারের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস। এর আগে ২০১০ এ দিল্লি কমনওয়েলথে দ্বিতীয় এবং ২০১৮ তে গোল্ড কোস্ট কমনওয়েলথে তৃতীয় স্থান পেয়েছিল ভারত।

৪) প্রতি ৪ বছর অন্তর ৭২ টি দেশ কমনওয়েলথ গেমস এ অংশগ্রহণ করে। বর্তমানে কমনওয়েলথের সদস্য দেশ এর সংখ্যা ৫৬।

৫) সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া হল কমনওয়েলথ গেমস। সবথেকে বড় ক্রীড়া প্রতিযোগিতা হল অলিম্পিক।

৬) এর আগে এই খেলার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস (British Empire Games) , ফ্রেন্ডলি গেমস (Friendly Games) এবং ব্রিটিশ কমনওয়েলথ গেমস (British Empire Games)। ১৯৭৮ সালে নাম দেওয়া হয় কমনওয়েলথ গেমস।

৭) ১৯২৭ সালে ন্যাশানাল অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া তৈরি হয়। এই সংস্থাই ভারতের হয়ে Commonwealth Games and Commonwealth Youth Games এর তত্ত্বাবধান করে।

৮) এ পর্যন্ত ভারত ২ বার ক্রীড়া আয়োজকের দায়িত্ব পেয়েছে – Commonwealth Youth Games 2008 Pune এবং Commonwealth Games 2010 Delhi

৯) ২০১৮ সালে কমনওয়েলথ গেমস হয়েছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। ২০২৬ এ হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া তে।

১০) কমনওয়েলথ ইয়ুথ গেমস ২০১৭ হয়েছে বাহামাস এ।

১১) কমনওয়েলথ গেমস, ২০২২ – হল ২২ তম এডিশন। এর আগে ইংল্যান্ড দুবার কমনওয়েলথ গেমস হোস্ট এর দায়িত্ব পায় – লন্ডন, ১৯৩৪ এবং ম্যানচেস্টার ২০০২। তবে সব মিলিয়ে ইউনাইটেড কিংডমে ৭ বার (কার্ডিফ, ১৯৫৮, এডিনবরা ১৯৭০, এডিনবরা ১৯৮৬, গ্লাসগো ২০১৪, লন্ডন, ১৯৩৪,ম্যানচেস্টার ২০০২ এবং Birmingham, 2022 ) কমনওয়েলথ গেমস হয়েছে।

১২) ১৯৩০ সালে প্রথম কমনওয়েলথ গেমস হয় কানাডার হ্যামিলটনে।

১৩) শুটিং এবং আর্চারি – কমনওয়েলথ গেমস ২০২২ এ ছিল না, কারন এই দুটি খেলা অপশনাল স্পোর্টস এর মধ্যে ছিল। খেলা পরিচালনাকারী দেশ এর সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ এর তালিকায় রাখা হয়নি। ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। ককমনওয়েলথ গেমস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, মুল খেলা শেষ হওয়ার এক সপ্তাহ পর এই দুটি খেলা (archery and shooting championships) ভারতের চণ্ডীগড়ে হবে। কিন্তু করোনার কারণে তা আর হয়নি।

১৪) ভারতের অ্যাথলেটিক স্কোয়াডে ছিল ৩২ জন খেলোয়াড়। আর প্যারা অ্যাথলেটিক স্কোয়াডে ছিল ৪ জন খেলোয়াড়।

১৫) Commonwealth Games 2022 mascot – Perry

RankCountryGoldSilverBronzeTotal
1Australia67
5754178
2England566553175
3Canada26323492
4India22162361
5New Zealand20121749

  1. Weightlifting – ৩ টা সোনা, ৩ টে রূপো ও ৪ টা ব্রোঞ্জ – মোট ১০ টি পদক
  2. Judo – ২ টা রূপো ও ১ টা ব্রোঞ্জ – মোট ৩ টি পদক
  3. Lawn bowls – ১ টা সোনা ও ১ টা রূপো – মোট ২ টি পদক
  4. Table Tennis – ৩ টা সোনা, ১ টে রূপো ও ১ টা ব্রোঞ্জ – – মোট ৫ টি পদক
  5. Badminton – ৩ টা সোনা, ১ টে রূপো ও ২ টা ব্রোঞ্জ – মোট ৬ টি পদক
  6. Squash – ২ টা ব্রোঞ্জ – মোট ২ টি পদক
  7. Para Powerlifting – ১ টা সোনা – মোট ১ টি পদক
  8. Athletics – ১ টা সোনা, ৪ টে রূপো ও ৩ টা ব্রোঞ্জ – মোট ৮ টি পদক
  9. Wrestling – ৬ টা সোনা, ১ টে রূপো ও ৫ টা ব্রোঞ্জ – মোট ১২ টি পদক
  10. Boxing – ৩ টা সোনা, ১ টে রূপো ও ৩ টা ব্রোঞ্জ – মোট ১২ টি পদক
  11. Para Table Tennis – ১ টা সোনা, ও ১ টা ব্রোঞ্জ
  12. Hockey – ১ টে রূপো ও ১ টা ব্রোঞ্জ
  13. Cricket – ১ টে রূপো

মোট ২৫ টি খেলা হয়েছে Commonwealth Games 2022 (Sports Events of Commonwealth Games 2022) এ। নীচে পরপর তার তালিকা দেওয়া হল –

১) 3X3 BASKETBALL

২) 3X3 WHEELCHAIR BASKETBALL

৩) AQUATICS – DIVING

৪) AQUATICS – SWIMMING AND PARA SWIMMING

৫) ATHLETICS AND PARA ATHLETICS

৬) BADMINTON

৭) BEACH VOLLEYBALL

৮) BOXING

৯) CRICKET T20

১০) CYCLING – MOUNTAIN BIKE

১১) CYCLING – ROAD

১২) CYCLING – TRACK AND PARA TRACK

১৩) GYMNASTICS – ARTISTIC

১৪) GYMNASTICS – RHYTHMIC

১৫) HOCKEY

১৬) JUDO

১৭) LAWN BOWLS AND PARA LAWN BOWLS

১৮) NETBALL

১৯) PARA POWERLIFTING

২০) RUGBY SEVENS

২১) SQUASH

২২) TABLE TENNIS AND PARA TABLE TENNIS

২৩) TRIATHLON AND PARA TRIATHLON

২৪) WEIGHTLIFTING

২৫) WRESTLING

Get full list of medal winners in commonwealth games, 2022 । know the 10 important facts about Commonwealth Games

Keypoints – Commonwealth Games 2022, India’s full medal list of Commonwealth Games, India medal winners at commonwealth games, commonwealth games India at a glance, commonwealth games India medal tally, Where is the next Commonwealth Games being held 2022, Which country won the 2022 Commonwealth Games? Who won the most medals in Commonwealth Games 2022? Who is hosting the next Commonwealth Games? Are India in the Commonwealth Games? Who won Commonwealth Games 2022 India medals? What is the position of India in Commonwealth Games 2022? How many times India won Commonwealth Games? Who won Commonwealth Games 2022 India medals? What is the position of India in Commonwealth Games 2022? How many medals India Commonwealth Games 2022? Are India in the Commonwealth Games? Commonwealth Games 2022: Indian Gold Medalists

লাইক ও শেয়ার করুন -

One thought on “Commonwealth Games 2022: Full list of India’s Medal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!