Study Materials

সংবিধান তৈরির ইতিহাস : making of Indian Constitution

যে কোনও দেশের সরকারের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে গেলে সংবিধানের প্রয়োজন হয়। সেই হিসেবে ভারতেরও নিজস্ব সংবিধানের প্রয়োজন হয়েছিল। কিন্তু পরাধীন ভারত তার ওপর এত বড় দেশ তাই তার নিজস্ব সংবিধান তৈরি করা (making of Indian Constitution) এত সহজ কাজ ছিল না।

অনেক ধাপ পেরিয়ে সংবিধান তৈরি হয়েছে। আর এই সংবিধান তৈরির বিভিন্ন ধাপ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছে।

আরও পড়ুন – কারেন্ট অ্যাফেয়ার্স এ ১০০% কমন

WBCS, SSC, School Service, Rail, Police সহ কেন্দ্র ও রাজ্যের যে কোনও পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। এই নোটস এর মধ্যে ভারতের সংবিধান তৈরির ইতিহাস (making of Indian Constitution) খুব সহজ ভাবে লেখা রয়েছে। ভালো করে মনোযোগ দিয়ে পড়লে যে কোনও প্রশ্নের উত্তর সহজেই করা যাবে।

চলো এবার মন দিয়ে পড়ে নেওয়া যাক ভারতের সংবিধান তৈরির ইতিহাস।

Making of Indian Constitution: গণপরিষদ তৈরির ইতিহাস

১৯২২ সালে প্রথম মহাত্মা গান্ধী ভারতীয়দের জন্য সংবিধান তৈরির (making of Indian Constitution) ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এরপর ১৯৩৪ সালে এম এন রায় গণ পরিষদ তৈরির কথা বলেছিলেন । এই গণ পরিষদ ই হবে সংবিধান তৈরি মূল কারিগর।

তারও কিছুদিন পর অর্থাৎ, ১৯৩৫ সালে ভারতের জাতীয় কংগ্রেস অফিসিয়ালি দাবি করে যে ভারতের সংবিধান তৈরি হোক ভারতীয়দের দ্বারাই।

আরও পড়ুন – Census of India : Notes on Indian Economy

১৯৪০ সালে ভাইসরয় লর্ড লিনলিথগো অগাস্ট অফার ঘোষণা করেন এই মর্মে যে, দ্বিতীয় বিশ্বযুদ্দে ব্রিটিশ সরকারকে ভারত সহযোগিতা করবে। কিন্তু এই আশ্বাস এ রাজি হননি তৎকালীন নেতারা।

১৯৪০ সালের ২১ আগস্ট এর কংগ্রেসের ওয়ারধা কমিটির মিটিং এ এই অগাস্ট অফার এর প্রস্তাব বাতিল করা হয়।

এরপর ১৯৪৬ সালের ২৪ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী Lord Clement Atlee ৩ সদস্যের (Lord Pethick Lawrence, Sir Stafford Cripps and A V Alexander) ক্যাবিনেট মিশন ভারতে পাঠান। এই মিশনের মূল কাজই ছিল সংবিধান রচনার জন্য গণপরিষদ তৈরি করা।

আরও পড়ুন – WBCS এর ১০ বছরের পুরনো প্রশ্নপত্র

মিশনের প্রকল্প অনুযায়ী, গণপরিষদ তৈরি করা হবে এলাকা ভাগ করে অর্থাৎ, প্রতিনিধি নেওয়া হবে ২ টি এলাকা – British India এবং Princely States থেকে।

বলা হল, প্রতি ১০ লক্ষ জনগণের জন্য ১ জন প্রতিনিধি নির্বাচন করা হবে। সেই অনুযায়ী, গণ পরিষদের মোট প্রতিনিধি হবে ৩৮৯। এর মধ্যে British India থেকে থাকবে ২৯৬ জন এবং Princely States থেকে থাকবে ৯৩ জন।

এবার শুরু প্রতিনিধি নির্বাচনের পালা। ব্রিটিশ ইন্ডিয়া থেকে ২৯৬ জনের জন্য নির্বাচন হল ১৯৪৬ সালের জুলাই মাসে। কংগ্রেস পেল ২০৮ টি আসন,মুসলিম লিগ পেল ৭৩ টি আসন এবং অন্যান্য রা পেল ১৫ টি আসন।

এর থেকে বোঝা গেল গণপরিষদ পুরোপুরি নির্বাচিত সংস্থা নয়, কারণ Princely States এর ক্ষেত্রে কোনও নির্বাচন হয়নি। সেক্ষেত্রে মনোনীত প্রতিনিধি নেওয়া হয়েছিল।

সংবিধান তৈরির ধাপ: Step of Constitution making

1) 9th December, 1946 – প্রথম মিটিং হয় নতুন দিল্লি তে। প্রেসিডেন্ট হয়েছিলেন Dr. Sachchidananda Sinha। মুসলিম লিগ আলাদা ভাবে পাকিস্তান রাষ্ট্র দাবি করেছিল তাই তারা এই মিটিং এ অংশগ্রহণ করেননি।

2) 11 December, 1946 – প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন – Dr Rajendra Prasad এবং H.C. Mukherjee। এন রাও নির্বাচিত হলেন Constitutional advisor পদে।

তার ঠিক ২ দিন পর অর্থাৎ, ১৩ ডিসেম্বর Jawaharlal Nehru পেশ করলেন ‘objective resolution’ – এটি মূলত সংবিধান তৈরি একটি দিক নির্দেশিকা। বস্তুত, এই ‘objective resolution’ ই র নবতম রূপ হল বর্তমান সংবিধানের প্রস্তাবনা।

১৯৪৭ সালের জানুয়ারি পর্যন্ত, মুসলিম লিগ গনপরিষদে যোগদান করেনি। তাই গভর্নর জেনারেল Lord Mountbatten ওই বছরের ২৬ জুন পাকিস্তান রাষ্ট্রের জন্য আলাদা গণপরিষদ তৈরির কথা ঘোষণা করেন।

এরপরই পাশ হয় Indian Independence Act, 1947। এটি কার্যকরী হয় 18 July, 1947 এ।

ড্রাফটিং কমিটি: Drafting Committee

১৯৪৭ এর ২৯ আগস্ট ড্রাফটিং কমিটি তৈরি করা হল। যার চেয়ারম্যান করা হল Dr. B.R. Ambedkar কে। Dr. B.R. Ambedkar কে বলা হয় – ‘Father of the Constitution of India’ এবং ‘Modern Manu’।

ড্রাফটিং কমিটির সদস্যরা হলেন –

1) Dr. B.R.Ambedkar (chairman)

2) N.Gopalaswami Ayyanger

3) Alladi Krishnaswami Ayyar

4) K.M.Munshi

5) Mohammad Saadulla

6) B.L.Mitter (replaced by N.Madhava Rau),

7) D.P.Khaitan (replaced by T.T.Krishnamachari).

Constituent Assembly as a Dominion Legislature

গণপরিষদ Dominion Legislature হিসেবে কাজ শুরু করল 17November, 1947 এ। স্বাধীন ভারতের প্রথম স্পিকার হিসেবে নির্বাচিত হলেন G V Mavalankar.

ড্রাফটিং কমিটি গণপরিষদে সংবিধানের খসড়া পেস করল ১৯৪৮ এর ৪ নভেম্বর।

অনেক আলোচনার পর ১৯৪৯ এর ২৬ নভেম্বর খসড়া সংবিধান পাশ (adopted) হল । এই সময় সংবিধানে ছিল – একটি Preamble, 395 টি Articles এবং ৮ টি Schedules। 

১৯৫০ এর ২৪ জানুয়ারি তে গণপরিষদের ফাইনাল সেশান হয়। সেখানে উপস্থিত ২৮৪ জন সদস্য এই সংবিধানে স্বাক্ষর করেন।

এই সংবিধান কার্যকরী (came into force) হয় ১৯৫০ এর ২৬ জানুয়ারি। এই দিন থেকে ১৯৫২ সালের মে মাস পর্যন্ত (নতুন নির্বাচিত পার্লামেন্ট) গণপরিষদ Provisional Parliament হিসেবে দায়িত্ব পালন করেছিল।

Making of Indian Constitution: Important facts

প্রসঙ্গত, জেনে রাখা দরকার ২৬ জানুয়ারি দিনটি প্রতিবছর সাধারণতন্ত্র (‘Republic Day’) দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

মনে রাখা দরকার, ১৯৫০ এর ২৪ জানুয়ারি তে  ভারতের প্রথম্ রাষ্ট্রপতি Dr. Rajendra Prasad নির্বাচিত হয়েছিল গণপরিষদের দ্বারাই। পাশাপাশি ওই দিনটি ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রম (national anthem) ও ঠিক করেছিল গন পরিষদ ই।

২০১৫ সালের ১৯ নভেম্বর কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, এর পর থেকে প্রতিবছর ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস (‘Constitution Day‘) হিসেবে পালন করা হবে। প্রসঙ্গত, ২০১৫ সালটি ছিল সংবিধানের জনক বি আর আম্বেদকরের ১২৫ তম জন্মদিন।

Search Terms : making of Indian Constitution, History of Indian Constitution, The making of the Constitution of India : a detailed analysis, Making of the Indian Constitution: a simplified brief, Making of the Constitution, Making of the Constitution study note, Making of the Constitution PDF,

ভারতীয় সংবিধানের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় সংবিধান রচনার ইতিহাস, ভারতে প্রজাতন্ত্রের জন্ম-ইতিহাস, ভারতের সংবিধান

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!