Primary TET: যোগ্যতা, সিলেবাস সহ পরীক্ষার সম্পূর্ণ তথ্য
রাজ্যের প্রাইমারি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সহকারী শিক্ষক / শিক্ষিকা নিয়োগের টেট পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে। পরীক্ষা নেওয়া হবে আগামী ১১ ডিসেম্বর।
কারা টেট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, বিগত বছরের প্রশ্নপত্র, কত পেলে পাশ করবেন, কোন বিষয়ে কত নম্বর থাকবে এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত সিলেবাস দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। তাই একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে খুঁটিয়ে পড়লে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
স্টাডি ম্যাটেরিয়াল, এক্সপার্টদের গাইড সহ সমস্ত রকম তথ্য ফ্রি তে পেতে যোগদান করুন প্রাইমারি টেট পরীক্ষার্থীদের ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/primarytetforum এ।
কারা আবেদনের যোগ্য| Primary TET Eligibility
এন সি টি ই গাইডলাইন (NCTE Guidelines) অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখে নিন আপনিও প্রাইমারি টেট পরীক্ষায় আবেদনের যোগ্য কিনা –
৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ এবং ডি এল এড ডিপ্লোমা
অথবা,
৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ ও চার বছরের বি এল এড ডিগ্রী
অথবা,
উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর ও রেহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা
অথবা,
স্নাতকে ৫০ শতাংশ নম্বর সহ বি এড পাশ।
স্নাতকে ৫০ শতাংশ নম্বর (অনার্স গ্র্যাজুয়েট দের ক্ষেত্রে অনার্স ও পাশ মিলিয়ে নম্বর হিসেব হবে) (SC/ST/OBC/EC/PH/DH/EX-SERVICEMEN হলে ৪৫%) সহ বি এড পাশ বা পাঠরত।
অথবা,
২ বছরের ডি এল এড ডিপ্লোমা এবং গ্রাজুয়েট।
SC/ST/OBC/EC/PH/DH/EX-SERVICEMEN হলে উচ্চমাধ্যমিক এ ৫% নম্বরের ছাড় রয়েছে।
মূল বিজ্ঞপ্তি (২৯/০৯/২০২২ তারিখে প্রকাশিত) – See PDF file
সংযোজিত বিজ্ঞপ্তি (১২/১০/২০২২ তারিখে প্রকাশিত) – See PDF file
সংযোজিত বিজ্ঞপ্তি (১৩/১০/২০২২ তারিখে প্রকাশিত) – SEE PDF File
সংযোজিত বিজ্ঞপ্তি – (১৭/১০/২০২২) – SEE PDF File
সংযোজিত বিজ্ঞপ্তি – (১৭/১০/২০২২) – SEE PDF File
আরও পড়ুন – কারেন্ট অ্যাফেয়ার্স এ ১০০% কমন কীভাবে পাবেন
এছাড়াও এন সি টি ই নিয়ম অনুযায়ী,
১) যারা ২ বছরের ডি এল এড কোর্স / ২ বছরের স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা / বি এড এর ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট বেরোয়নি বা পার্ট ১ পরীক্ষা পাশ করেছেন
এবং ২) যারা স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা বা ২০২২-২০২২ এর বি এড কোর্স পড়ছেন
এবং ৩) যারা স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা বা ২০২২-২০২২ এর বি এড এর পার্ট -১ পাশ করেছেন
তারাও টেট পরীক্ষায় আবেদনের যোগ্য।
তবে ২৯ সেপ্টেম্বর, ২০২২ এর পর যারা উল্লেখিত যোগ্যতা অর্জন করবেন তারা আবেদনের যোগ্য নন।
আবেদন পদ্ধতি | Primary TET Application Procedure
আবেদন করতে হবে অনলাইনে। ১৪ অক্টোবর, ২০২২ এর পর আবেদন শুরু। আবেদন এর ফি ১৫০ টাকা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – SEE PDF File
আবেদনের ওয়েবসাইট – https://www.wbbpe.org/ ।
স্টাডি ম্যাটেরিয়াল, এক্সপার্টদের গাইড সহ সমস্ত রকম তথ্য ফ্রি তে পেতে যোগদান করুন প্রাইমারি টেট পরীক্ষার্থীদের ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/primarytetforum এ।
পরীক্ষার সিলেবাস | Primary TET Syllabus
মোট ১৫০ নম্বরের পরীক্ষা। এম সি কিউ টাইপের পরীক্ষায় মোট ৫ টি বিষয় থেকে প্রশ্ন থাকবে। নীচে কোন বিষয়ে কত নম্বর তা তালিকার আকারে দেওয়া হল –
Sl No | Subject | No of Questions | No of Marks |
1 | Child Development and Pedagogy (compulsory) | 30 | 30 |
2 | Language I (compulsory) – যে কোনও একটি ভাষা – Bengali/Hindi/Urdu/Nepali/Santhali/Oriya/Telegu | 30 | 30 |
3 | Language II (compulsory) – সবার জন্য একটিই ভাষা – English | 30 | 30 |
4 | Mathematics | 30 | 30 |
5 | Environmental Studies | 30 | 30 |
Total | 5 subjects | 150 questions | 150 marks |
পাশ মার্কস | TET Qualifying Marks
মোট ১৫০ নম্বরের পরীক্ষায় ৬০% নম্বর পেলে টেট পরীক্ষায় পাশ করবেন। অর্থাৎ, ৯০ পেলে তবেই টেট পরীক্ষায় পাশ বলে গণ্য হবেন। তবে SC/ST/OBC/EC/PH/DH/EX-SERVICEMEN হলে টেট এ ৫% নম্বরের ছাড় রয়েছে। অর্থাৎ পাশ করতে গেলে পেতে হবে ৮২.৫ নম্বর।
একচান্সে কাট অফ মার্কস পেতে কেমন প্রস্তুতি করতে হবে জানতে যোগ দিন এক্সপার্টদের গাইডেন্স সম্বলিত ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/primarytetforum এ।
বিগত বছরের প্রশ্নপত্র । TET Previous Year Question Papers
রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষা যেহেতু সি-টেট এর সিলেবাসে পরীক্ষা হবে তাই প্রশ্নের প্যাটার্ন কম বেশি একই হবে। ডাউনলোড করে নিন বিগত বছরের প্রশ্নপত্র –
Sl No | Year | Question Paper |
1 | 2018 | Download PDF |
2 | 2019 July | Download PDF |
3 | 2019 December | Download PDF |
4 | 2021 January | Download PDF |
5 | 2021 December | Download PDF |
আরও পড়ুন – WBCS Prelims Previous Year Paper
বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস | Primary TET detailed Syllabus
আজ ৩০ সেপ্টেম্বর, ২০২২। পর্ষদ আরও কিছুদিন পর সিলেবাস ঘোষণা করবে। ততদিনে এই সিলেবাস ধরে প্রস্তুতি শুরু করলে আপনি নিজেই অনেকটা এগিয়ে থাকবেন।পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে সম্ভাব্য সিলেবাস এখানে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়ালি সিলেবাস ঘোষণা করলে তখন একবার মিলিয়ে দেখে নেবেন। তবে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি এই সিলেবাস ধরে প্রস্তুতি শুরু করে দিন। পর্ষদও কম বেশি একই সিলেবাস ঘোষণা করবে। তখন Santu Sir কে একবার thank you জানাতে ভুলবেন না। আর তখনও পর্যন্ত আমার পেজ যদি ফলো না করেন তাহলে আগামী পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে অবশ্যই পেজ ফলো করবেন। পেজ এর লিঙ্ক – https://www.facebook.com/santusirofficial
চলুন এবার দেখে নিন সিলেবাস-
Sl No | Subjects | Syllabus |
1 | Child Development and Pedagogy a) Child Development (Primary School Child)- 15 Questions b) Concept of Inclusive education and understanding children with special needs – 5 Questions c) Learning and Pedagogy – 10 Questions | a) • Concept of development and its relationship with learning • Principles of the development of children • Influence of Heredity & Environment • Socialization processes: Social world & children (Teacher, Parents, Peers) • Piaget, Kohlberg and Vygotsky: constructs and critical perspectives • Concepts of child-centered and progressive education • Critical perspective of the construct of Intelligence • Multi-Dimensional Intelligence • Language & Thought • Gender as a social construct; gender roles, gender-bias and educational practice • Individual differences among learners, understanding differences based on diversity of language, caste, gender, community, religion etc. • Distinction between Assessment for learning and assessment of learning; School-Based Assessment, Continuous & Comprehensive Evaluation: perspective and practice • Formulating appropriate questions for assessing readiness levels of learners; for enhancing learning and critical thinking in the classroom and for assessing learner achievement. b) • Addressing learners from diverse backgrounds including disadvantaged and deprived • Addressing the needs of children with learning difficulties, „impairment‟ etc. • Addressing the Talented, Creative, Specially abled Learners c) • How children think and learn; how and why children „fail‟ to achieve success in school performance. • Basic processes of teaching and learning; children‟s strategies of learning; learning as a social activity; social context of learning. • Child as a problem solver and a„scientific investigator‟ • Alternative conceptions of learning in children, understanding children‟s „errors‟ as significant steps in the learning process. • Cognition & Emotions • Motivation and learning • Factors contributing to learning – personal & environmental |
2 | Language I a) Language Comprehension -15 Questions b) Pedagogy of Language Development – 15 Questions | a) Reading unseen passages – two passages one prose or drama and one poem with questions on comprehension, inference, grammar and verbal ability (Prose passage may be literary, scientific, narrative or discursive) b) • Learning and acquisition • Principles of language Teaching • Role of listening and speaking; function of language and how children use it as a tool • Critical perspective on the role of grammar in learning a language for communicating ideas verbally and in written form • Challenges of teaching language in a diverse classroom; language difficulties, errors and disorders • Language Skills • Evaluating language comprehension and proficiency: speaking, listening, reading and writing • Teaching- learning materials: Textbook, multi-media materials, multilingual resource of the classroom • Remedial Teaching |
3 | Language II a) Language Comprehension -15 Questions b) Pedagogy of Language Development – 15 Questions | a) Two unseen prose passages (discursive or literary or narrative or scientific) with question on comprehension, grammar and verbal ability b) • Learning and acquisition • Principles of language Teaching • Role of listening and speaking; function of language and how children use it as a tool • Critical perspective on the role of grammar in learning a language for communicating ideas verbally and in written form; • Challenges of teaching language in a diverse classroom; language difficulties, errors and disorders • Language Skills • Evaluating language comprehension and proficiency: speaking, listening, reading and writing • Teaching – learning materials:Textbook, multi-media materials, multilingual resource of the classroom • Remedial Teaching |
4 | Mathematics a) content- 15 Questions b) Pedagogical issues – 15 Questions | a) • Geometry • Shapes & Spatial Understanding • Solids around Us • Numbers • Addition and Subtraction • Multiplication • Division • Measurement • Weight • Time • Volume • Data Handling • Patterns Money b) • Nature of Mathematics/Logical thinking; understanding children‟s thinking and reasoning patterns and strategies of making meaning and learning • Place of Mathematics in Curriculum • Language of Mathematics • Community Mathematics • Evaluation through formal and informal methods • Problems of Teaching • Error analysis and related aspects of learning and teaching • Diagnostic and Remedial Teaching |
5 | Environmental Studies a) content- 15 Questions b) Pedagogical issues – 15 Questions | a) i. Family and Friends: Relationships Work and Play Animals Plants ii. Food iii. Shelter iv. Water v. Travel Things We Make and Do b) • Concept and scope of EVS • Significance of EVS, integrated EVS • Environmental Studies & Environmental Education • Learning Principles • Scope & relation to Science & Social Science • Approaches of presenting concepts • Activities • Experimentation/Practical Work • Discussion • CCE • Teaching material/Aids • Problems |
Search Terms – WB Primary TET 2022, TET Syllabus, TET Eligibility, WB Primary TET Eligibility, WB Primary TET Syllabus, WEST Bengal Board of Primary Education, WB Primary TET Notification 2022, West Bengal Primary TET, West Bengal Primary Teacher Recruitment, Primary TET previous Year Question Papers, প্রাইমারি টেট এর বিগত বছরের প্রশ্নপত্র, প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাস কি ? পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, প্রাইমারি টেট এর বিজ্ঞপ্তি ২০২২, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এর বিজ্ঞপ্তি ২০২২, প্রাইমারি টেট এর সিলেবাস, প্রাইমারি টেট এর যোগ্যতা, টেট সার্টিফিকেট, প্রাইমারি টেট এর যোগ্যতা কি ? প্রাইমারি টেট এর সিলেবাস কি ? , ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এর বিজ্ঞপ্তি কবে বেরোবে ?
Pingback: Breaking News:নাম এনরোল করলেই প্রাইমারি টেট এ বসার সুযোগ