Uncategorized

Primary TET এর ফর্ম ফিল আপ নিয়ে চিন্তায় ? সমাধান এখানে

Primary TET এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিন্তু অনেকেই বিভ্রান্ত এই সমস্ত বিষয়ে – কোন কোন ডকুমেন্ট লাগবে, কীভাবে ফি জমা করা যাবে, ফর্ম ফিলাপ করতে গিয়ে সমস্যা হলে বা সার্ভার আউট হলে কি করতে হবে বা ফর্ম এর প্রিন্ট ই বা কীভাবে নিতে হবে। ফর্ম ফিলাপ করার আগে তাই সমস্ত টা জেনে নিয়েই সাইবার ক্যাফে বা কম্পিউটারে ফর্ম ফিল আপ করা শুরু করুন। এতে করে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই প্রাইমারি টেট এর ফর্ম ফিল আপ (West Bengal Primary TET 2022 form fill up guide) এর আগে এই প্রতিবেদন পড়ে নিজে তৈরি হয়ে ফর্ম ফিল আপ করুন।

ফর্ম ফিল আপ এর আগে জানুন । West Bengal Primary TET form fill up

১) কোন কোন ডকুমেন্ট লাগবে

২) রেজিস্ট্রেশান নম্বর হারিয়ে গেলে বা ভুলে গেলে কি করবেন ?

৩) কোনও সমস্যা হলে কি করবেন ?

৪) কীভাবে আবেদন ফি জমা করবেন ?

৫) যদি OTP OR SMS না আসে কি করবেন ?

৬) ফর্ম ফিল আপ এর সময় ওয়েবসাইট কাজ না করলে কি করবেন ?

৭) কোন কম্পিউটারে ফর্ম ফিল আপ করা যাবে

৮) তথ্য সাবমিট করার পর কি এডিট করতে পারবেন ?

৯) ‘Resend OTP’ বাটনে ক্লিক করেও না এলে কি করবেন ?

১০) ফোন বা ট্যাবলেট এ কি ফর্ম ফিল আপ করা যাবে ?

১১) স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ এর গাইড

১২) ফর্ম ফিল আপ এর আগে লিখে রাখবেন কোন কোন তথ্য ?

সবার আগে জেনে নিন, প্রতিটি পরীক্ষার্থীর নিজের ই মেল আই ডি এবং মোবাইল নম্বর প্রয়োজন ফর্ম ফিল আপ করতে গেলে। একটি ই মেল আই ডি এবং একটি মোবাইল নম্বর এর সাহায্যে কেবলমাত্র একজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই নিজস্ব মেল আই ডি এবং মোবাইল নম্বর থাকা দরকার।

কোন কোন ডকুমেন্ট লাগবে

৫ থেকে ১০০ কেবির মধ্যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করতে হবে। স্ক্যান করতে হবে জে পি জি, জে পি ই জি, জি আই এফ বা পি এন জি ফরম্যাটে। এবার জেনে নিন কোন কোন ডকুমেন্ট ফর্ম ফিল আপ এর আগে স্ক্যান করবেন –

১) পাসপোর্ট সাইজের রঙিন ফটো। এটি পরীক্ষা দিতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। তাই এটি কয়েক কপি বেশি প্রিন্ট করে নেবেন।

২) সিগনেচার

৩) শিক্ষক প্রশিক্ষণের ফাইনাল মার্কশিট বা পার্ট ১ এর মার্কশিট বা ভর্তি হওয়ার ডকুমেন্ট

৪) আধার কার্ড এর উভয় দিক

আরও পড়ুন – নাম এনরোল করলেই প্রাইমারি টেট দেওয়ার সুযোগ

কোন কম্পিউটারে ফর্ম ফিল আপ করা যাবে । West Bengal Primary TET form fill up

পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ল্যাপটপ বা কম্পিউটার এর রেজলিঊশান হতে হবে 1024×768। ব্রাউজার ব্যবহার করা যাবে এই ৩ টির যে কোনও একটি – Chrome 40+, Firefox 40+, IE 9+ ।

স্টাডি ম্যাটেরিয়াল, এক্সপার্টদের গাইড সহ সমস্ত রকম তথ্য ফ্রি তে পেতে যোগদান করুন প্রাইমারি টেট পরীক্ষার্থীদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/primarytetforum এ।

ফোন বা ট্যাবলেট এ কি ফর্ম ফিল আপ করা যাবে ?

হ্যাঁ করা যাবে। মোবাইল বা ট্যাবলেট টি যদি android, iOS or windows অপারেটিং সিস্টেমে ফর্ম ফিল আপ করতে পারবেন।

ফর্ম ফিল আপ এর সময় ওয়েবসাইট কাজ না করলে কি করবেন ?

ইন্টারনেট স্লো বা কোনও কারণে ওয়েবসাইট কাজ না করলে ইন্টারনেট ব্রাউজার বন্ধ করে দিন। এরপর ব্রাউজার এর হিস্ট্রি, কুকিজ এবং ক্যাশি ডিলিট করে আবার চেষ্টা করুন।

কীভাবে আবেদন ফি জমা করবেন ?

কেবলমাত্র অনলাইন মোড / ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড এ ফি জমা দিতে পারবেন। ব্যাঙ্কে গিয়ে বা অফলাইনে টাকা জমা দেওয়ার কোনও ব্যবস্থা নেই। আবেদন ফি ১৫০ টাকা।

আরও পড়ুন – প্রাইমারি টেট এর বিগত বছরের প্রশ্নপত্র

যদি OTP OR SMS না আসে কি করবেন ?

যদি OTP OR SMS না আসে তাহলে ‘Resend OTP’ বাটনে ক্লিক করুন। OTP বা SMS মোবাইলে এসে যাবে।

‘Resend OTP’ বাটনে ক্লিক করেও না এলে কি করবেন ?

যদি দেখেন ‘Resend OTP’ বাটনে ক্লিক করেও OTP বা SMS মোবাইলে আসছে না তখন চেক করুন আপনার মোবাইল নম্বরে “Do not Disturb” (DND) আক্টিভ করা নেই তো ? যদি থাকে তাহলে ওটা ডি আক্টিভ করতে হবে, তবেই ও টি পি আসবে।

আর এস এম এস না আসার অনেক কারণ থাকতে পারে- যেমন নেটওয়ার্ক এর সমস্যা বা মোবাইলের সেটিংস । তাই আপনার মোবাইল এর সার্ভিস প্রোভাইডার এর সঙ্গে কথা বলুন।

এর পরও যদি OTP বা SMS মোবাইলে না আসে তাহলে অন্য মোবাইল নম্বর ব্যবহার করাই শ্রেয়।

সাবমিট করার পর কি এডিট করতে পারবেন ?

এখনও পর্যন্ত তেমন কোনও সুযোগ পাওয়া যাবে কিনা তা পর্ষদ জানায়নি। তাই খুব সাবধানে ফর্ম ফিল আপ করাই ভালো। একবার ফর্ম সাবমিট হয়ে গেলে তা সংশোধনের সুযোগ পরে পাবেন কিনা তা পর্ষদের ডিসিশান। তাই ফর্ম ফিল আপ এর সময় খাতায় লিখে নিন সমস্ত তথ্য।

রেজিস্ট্রেশান এর পর কি মোবাইল নম্বর বা মেল আই ডি পরিবর্তন করা যাবে ?

না, যেই নম্বর আর মেল আই ডি রেজিস্ট্রেশান এর সময় ব্যবহার করবেন তা যেন নিয়োগ শেষ হওয়া পর্যন্ত চালু থাকে। কারণ সমস্ত তথ্য ঐ নম্বর এবং মেল এই পাঠানো হবে।

স্টাডি ম্যাটেরিয়াল, এক্সপার্টদের গাইড সহ সমস্ত রকম তথ্য ফ্রি তে পেতে যোগদান করুন প্রাইমারি টেট পরীক্ষার্থীদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/primarytetforum এ।

রেজিস্ট্রেশান নম্বর হারিয়ে গেলে বা ভুলে গেলে কি করবেন ?

ফর্ম ফিল আপ এর ওয়েবসাইটে ‘Print/Download Application form’ বাটনে ক্লিক করলে আবেদনপত্র ডাউনলোড এর পেজ এ নিয়ে যাবে। তখন “Forget Registration Number” এ ক্লিক করে যা যা তথ্য চাইবে তা দিলে আপনি রেজিস্ট্রেশান নম্বর পেয়ে যাবেন।

ফর্ম ফিল আপ এর আগে লিখে রাখুন এই সমস্ত তথ্য

ভুল যাতে না হয় তাঁর জন্য ফর্ম ফিল আপ এর আগে খাতায় লিখে রাখুন এই সমস্ত তথ্য –

১) নিজের নাম

২) বাবা বা মায়ের নাম

৩) জন্মতারিখ

৪) জেন্ডার

৫) ক্যাটেগরি

৬) আধার নম্বর

৭) ঠিকানা

৮) মাধ্যমিক / উচ্চমাধ্যমিক /গ্রাজুয়েশান /শিক্ষক প্রশিক্ষণের এর ডিটেলস

কোন ওয়েবসাইটএ ফর্ম ফিল আপ করা যাবে ?

ফর্ম ফিল আপ এর ওয়েবসাইট – https://www.wbbpe.org/

কোনও সমস্যা হলে কি করবেন?

ফর্ম ফিল আপ সংক্রান্ত যে কোনও সমস্যায় যোগাযোগ করতে পারেন পর্ষদের এই নম্বরে – 9073385143/9073386143 (Time : Mon-Sat 10:00 Hrs to 17:00 Hrs)

স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ

মনে রাখতে হবে ফর্ম ফিল আপ এর শেষ তারিখ ৩ নভেম্বর, ২০২২। শেষ তারিখের আগেই চেষ্টা করুন ফর্ম ফিল আপ করে নিতে। ফর্ম ফিল আপ এর পরপর পদ্ধতি ছবির আকারে নীচে দেওয়া হল –

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!