Uncategorized

Nobel Prize 2022 winner list

নোবেল পুরস্কার থেকে প্রতি বছর WBCS সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। এই বছর নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়ে গেছে। নোবেল পুরস্কার 2022 বিজয়ীদের সম্পূর্ণ তথ্য (Nobel Prize 2022 winner list) তালিকার আকারে বাংলায় দেওয়া হল। সাথে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি সরকারি চাকরির পরীক্ষায় অপরিহার্য।

আরও পড়ুন – ভারত রত্ন পুরস্কারের সম্পূর্ণ তালিকা

Nobel Prize 2022 winner list। তালিকার আকারে নোবেল পুরস্কার 2022

মোট ৬ টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। এগুলি হল – ফিজিওলজি অথবা মেডিসিন, সাহিত্য, শান্তি, পদার্থবিদ্যা, রসায়ন এবং অর্থনীতি। রসায়ন বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল ১৮৯৫ সালের ২৭ ডিসেম্বর এক উইলের মাধ্যমে মোট ৫ টি বিভাগে (পদার্থ বিদ্যা, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য) নোবেল পুরস্কার এর ইচ্ছা প্রকাশ করেন। ১৯৬৮ সালে সুইডেনের সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যালফ্রেড নোবেল এর স্মৃতি ও সম্মানার্থে অর্থনীতি তে নোবেল পুরস্কার চালু করে।

আরও পড়ুন – কারেন্ট অ্যাফেয়ার্স এ ১০০% নম্বর পাওয়ার সূত্র

ফিজিওলজি এবং মেডিসিনে নোবেল পুরস্কার 2022। Nobel Prize in Medicine 2022

এই বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন সুইডেনের সোয়ান্তে প্যাবো। তার নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা। মানুষের আদিম পুরুষের জিনগত পরিচয় এবং বিবর্তন প্রক্রিয়ার একটি নতুন দিশা দেখানোয় তাঁকে এই সম্মান জানানো হয়। নোবেল কমিটির ভাষায় – “for his discoveries concerning the genomes of extinct hominins and human evolution”

সাহিত্যে নোবেল পুরস্কার 2022। Nobel Prize in Literature 2022

এবছর সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আরনক্স। লিঙ্গ, ভাষা এবং শ্রেণীগত বৈষম্য তিনি তার সাহিত্যে তুলে ধরেছেন। রয়্যাল সুইডিশ একাডেমির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাঁকে নোবেল দেওয়া হয়েছে এই কারণে – “for the courage and clinical acuity with which she uncovers the roots, estrangements and collective restraints of personal memory”। পুরস্কারের অর্থমূল্য প্রায় ১০ লক্ষ ডলার। তার লেখা প্রথম বই ‘লে আখঁমখে ভিদ’ প্রকাশিত হয় ১৯৭৪ সালে। তার লেখা ফরাসি উপন্যাস ‘লা প্লাস’ এর ইংরেজি সংস্করণ ‘আ ম্যানস প্যালেস’ পাঠকমহলে বেশ জনপ্রিয়।

নোবেল শান্তি পুরস্কার 2022। Nobel Prize in Peace 2022

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন যৌথভাবে বেলারুশের মানবাধিকারকর্মী আলিস বিয়ালিয়াস্কি , বেলারুশের মানবাধিকার সংগঠন ‘মেমোরিয়াল’ এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন ‘সেন্টার ফর সিভিল লিবার্টিজ’। বেলারুশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করায় আলিস বিয়ালিয়াস্কি কে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অপরদিকে মানবাধিকার সংগঠন দুটি যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী কাজকর্মের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে প্রচার করায় তাদের এই পুরস্কার দেওয়া হয়। নোবেল শান্তি পুরস্কারের কারণ হিসেবে জানানো হয়েছে – “They document war crimes, human rights abuses and the abuse of power

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2022। Nobel Prize in Physics 2022

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে – আলিয়ান আস্পেক্ট, জন এফ ক্লসার এবং অ্যান্টন জেলিঙ্গার। কোয়ান্টাম ইনফরমেশান সায়েন্স , এন্টাঙ্গেল ফোটন এবং বেল ইনেকুয়ালিটি গবেষণালব্ধ প্রমাণ এর জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের কারণ হিসেবে নোবেল কমিটির থেকে জানানো হয়েছে – “for experiments with entangled photons, establishing the violation of Bell inequalities and pioneering quantum information science”

রসায়নে নোবেল পুরস্কার 2022। Nobel Prize in Chemistry 2022

এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ক্যারোলিন আর বার্টজি, মর্টেন মেল্ডাল এবং কে বেরি সার্প্লেস। ক্লিক রসায়ন এবং বায়অর্থগোনাল রসায়নের জন্য তাদের এই সম্মান দেওয়া হয়েছে। নোবেল কমিটির তরফ থেকে পুরস্কারের কারণ হিসেবে বলা হয়েছে – “for the development of click chemistry and bioorthogonal chemistry”

অর্থনীতিতে নোবেল পুরস্কার 2022 । Nobel Prize in Economics 2022

এই বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন – বেন এস বার্নাঙ্কে, ডগ্লাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবিগ। ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিয়ে গবেষণার (“for research on banks and financial crises”)জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

ফিজিওলজি এবং মেডিসিনে নোবেল পুরস্কার 2022, সাহিত্যে নোবেল পুরস্কার 2022, নোবেল শান্তি পুরস্কার 2022, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2022, রসায়নে নোবেল পুরস্কার 2022, অর্থনীতিতে নোবেল পুরস্কার 2022 , Nobel Prize in Literature 2022, Nobel Prize in Economics 2022, Nobel Prize in Chemistry 2022, Nobel Prize in Physics 2022, Nobel Prize in Peace 2022,Nobel Prize in Medicine 2022, নোবেল পুরস্কার ২০২২ এর সম্পূর্ণ তালিকা বাংলায়

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!