Primary TET Math: বেসিক পার্ট থেকে ওয়ান লাইনার
গণিতের ওপর প্রাইমারি টেট পরীক্ষায় ৩০ নম্বর থাকবে। এর মধ্যে ৪ থেকে ৫ টি প্রশ্ন গণিতের বেসিক পার্ট থেকে আসার সম্ভাবনা রয়েছে। আজকের স্টাডি মেটেরিয়ালে এই বেসিক পার্ট থেকে বাছাই করা ৫০ টি ওয়ান লাইনার (Primary TET math one liner) দেওয়া হল।
এই লেখার শেষে ৫০ টি ওয়ান লাইনারের পি ডি এফ ডাউনলোডের অপশানও রয়েছে। আপনি আপনার ফোনে ডাউনলোড করে রেখে দিতে পারেন। পরীক্ষার আগে আর একবার পড়ে নিতে পারবেন।
ফ্রি তে ৫০ দিনের মেগা প্রস্তুতির আজ তৃতীয় দিন। আগামী ৪ ডিসেম্বর ফ্রি তে সবাইকে দেওয়া হবে সাজেস্টিভ প্র্যাকটিস সেট, সঙ্গে থাকবে ২ ঘন্টার লাস্ট মিনিট লাইভ ক্লাস। আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই এই সুযোগ পাওয়া যাবে। নাম নথিভুক্ত করুন এই লিঙ্কে- ।
গণিতের এই স্টাডি মেটিরিয়াল (Primary TET math one liner) প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে খুঁটিয়ে পড়ুন। প্রাইমারি টেট পরীক্ষায় (WB Primary TET 2022) কমন আসার সম্ভাবনা অনেকটাই ।
Primary TET Math one liner
১) কোনও অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকে বোঝায়। ইংরেজিতে একে বলা হয় face value বা intrinsic value ।
২) যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র ১ এবং ঐ সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের বলা হয় মৌলিক সংখ্যা বা Prime Number।
৩) যে সমস্ত স্বাভাবিক সংখ্যা ১ এবং ঐ সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের বলা হয় যৌগিক সংখ্যা বা Composite Number।
৪) একটি জোড় এবং একটি বিজোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সবসময় বিজোড় সংখ্যাই হয়।
আরও গাইড চান ? রেগুলার স্টাডি ম্যাট সহ বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে সামিল হতে যোগ দিন প্রাইমারি টেট ফোরাম গ্রুপে। গ্রুপের লিঙ্ক – https://www.facebook.com/groups/primarytetforum
৫) গসাগু – গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক । ইংরেজিতে বলা হয় Highest Common Factor বা HCF
৬) লসাগু – লঘিষ্ঠ সাধারণ গুণিতক । ইংরেজিতে বলা হয় Least Common Multiple বা LCM
৭) যে কোনও সংখ্যার বর্গ কোনোদিন ঋণাত্মক হবে না।
আরও পড়ুন – E text books: প্রাইমারি থেকে টুয়েলভ পর্যন্ত সব বই এর পি ডি এফ
৮) প্রতি ঘন্টায় মিনিটের কাঁটা , ঘণ্টার কাঁটা অপেক্ষা ৫৫ মিনিট ঘর বেশি এগোয়।
৯) ঘড়ির কাটা দুটি পরস্পরের বিপরীতে অবস্থান করলে তাদের মধ্যে ব্যবধান হয় ৩০ মিনিট।
১০) ঘড়ির কাটা দুটি ১২ ঘন্টায় ১১ বার পরস্পরের বিপরীতে আসে।
১১) ঘড়ির কাটা দুটি ১২ ঘণ্টায় ২২ বার সমকোণে আসে।
১২) ১০০ বছরে লিপ ইয়ার ২৪ টি আর সাধারণ বছর ৭৬ টি।
আরও পড়ুন – Success Strategy: ৫০ দিন পড়েই প্রাইমারি টেট এর ১০০% প্রস্তুতি
১৩) সাধারণ বছরে ১ জানুয়ারি যেবার হবে ৩১ ডিসেম্বর সেই বার হবে।
১৪) আয়তক্ষেত্রের প্রতিটি কোন সমকোণ।
১৫) বর্গ ক্ষেত্রের প্রতিটি কোন সমকোণ।
১৬) জ্যা’ শব্দের অর্থ – ভূমি।
১৭) দুটি জোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সব সময় জোড় সংখ্যা হবে।
১৮) যে কোনও সংখ্যার পাওয়ার ০ হলে উত্তর সব সময় ১ হবে।
১৯) তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি সব সময় ৩ দিয়ে বিভাজ্য।
২০) ভগ্নাংশ এর গসাগু সব সময় ভগ্নাংশ হবে।
২১) ভগ্নাংশ সমূহের লসাগু ভগ্নাংশ হতে পারে আবার পূর্ণ সংখ্যাও হতে পারে।
২২) জোড় সংখ্যার বর্গ সব সময় জোড় সংখ্যা হয়।
২৩) বিজোড় সংখ্যার বর্গ সব সময় বিজোড় সংখ্যা হয়।
২৪) যে কোনও সংখ্যার বর্গের শেষে কোনও সময় বিজোড় সংখ্যক শূন্য থাকবে না।
২৫) যে কোনও সংখ্যার বর্গের শেষে কখনই ২, ৩,৭ বা ৮ থাকবে না
২৬) আয়তঘনর তল সংখ্যা ৬।
২৭) সমকোণী চৌপল আর ঘনকের বৈশিষট এক।
২৮) দুটি বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধির অনুপাত সমান হবে।
২৯) পাই এর মান ৩.১৪।
৩০) চতুর্ভুজের চার কোনের সমষ্টি চার সমকোণ।
৩১) অর্ধবৃত্তের কেন্দ্র আর গোলোকের কেন্দ্র একই।
৩২) গোলোকের ব্যাস আর গোলোকের উচ্চতা একই।
৩৩) আয়তঘনর কৌণিক বিন্দুর সংখ্যা আট।
৩৪) চতুর্ভুজের ২ টি কর্ণ।
৩৫) সামন্তরিকের কর্ণ দুটি অসমান।
৩৬) সাধারণ বছরে সপ্তাহ হয় ৫২ টি।
৩৭) সাধারণ বছরে একই বারে মাস শুরু হয় – এপ্রিল ও জুলাই / জানুয়ারি ও অক্টোবর / ফেব্রুয়ারি, মার্চ ও নভেম্বর।
৩৮) ঘড়ির কাঁটা দুটি সমকোণে থাকলে তাদের মধ্যে ব্যবধান হয় ১৫ মিনিট।
৩৯) দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করলে ত্তারা নিজেদের মোট দৈর্ঘ্য অতিক্রম করে।
৪০) সময়ের সঙ্গে কাজের সমানুপাতিক সম্পর্ক।
৪১) লোকসংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক।
৪২) প্রথম ১০০ টি স্বাভাবিক সংখ্যার গড় ৫০.৫
৪৩) কোনও সংখ্যা বারবার আবৃত্ত হলে তার ওপর একটি ডট / রেখা দেওয়া হয়।
৪৪) পরিমিতির জনক আর্কিমিডিস।
৪৫) পাটিগনিতের জনক ব্রম্মগুপ্ত।
৪৬) গণিতের জনক আর্কিমিডিস।
৪৭) বীজগণিতের জনক – মুসা আল খারিজমি
৪৮) জ্যামিতির জনক – ইউক্লিড
৪৯) ত্রিকোণমিতির জনক – হিপারকাস
৫০) সম্পূরক কোনের মান ১৮০ ডিগ্রি।
ডাউনলোড ম্যাথ ওয়ান লাইনার
ডাউনলোড করে নিন ৫০ টি ওয়ান লাইনার – Download Now