current affairs for WBCS Prelims 2023
এই বছর WBCS এর প্রিলি পরীক্ষা হবে ১৬ ডিসেম্বর। প্রিলি পরীক্ষার সবথেকে স্কোরিং বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু কমন না পেলে কারেন্ট অ্যাফেয়ার্স ই সবথেকে কঠিন বিষয় । কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের সেই অর্থে কোনও সঠিক সিলেবাস নেই, এমনকি পাওয়া যায় না সঠিক গাইডলাইন। তাই যারা এই বছর WBCS এর প্রিলি পরীক্ষা দেবেন তাদের জন্য WBCS forum এর পক্ষ থেকে শেষ মুহূর্তের কারেন্ট অ্যাফেয়ার্স এর স্টাডি ম্যাটেরিয়াল (current affairs for wbcs prelims ) দেওয়া হল।
current affairs for WBCS Prelims
নীচের ডাউনলোড বাটন এ ক্লিক করে সাজেস্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স (current affairs for WBCS Prelims 2023) ডাউনলোড করে নিন।
আরও পড়ুনঃ WBCS প্রিলিমস এর বিগত বছরের প্রশ্নপত্র
প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড
আরও পড়ুনঃ Primary TET OMR Sheet: ফ্রি তে ডাউনলোড করার সুযোগ
WBCS preliminary Syllabus
৪ টি গ্রুপের (WBCS Group A, B, C & D) ক্ষেত্রেই মোট ২০০ নাম্বারের পরীক্ষা হবে। সময় থাকবে আড়াই ঘন্টা। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ৮ টি বিষয় থেকে প্রশ্ন হয়। এই ৮ টি বিষয় হল –
(i) English Composition
(ii) General Science
(iii) Current events of National & International Importance
(iv) History of India
(v) Geography of India with special reference to West Bengal
(vi) Indian Polity and Economy
(vii) Indian National Movement and
(viii) General Mental Ability
মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের মান গ্র্যাজুয়েট লেভেলের হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায়। মনে রাখা দরকার, এই প্রিলি পরীক্ষা মূলত WBCS Main পরীক্ষায় বসার ছাড়পত্র।