Uncategorized

Breaking News:নাম এনরোল করলেই প্রাইমারি টেট এ বসার সুযোগ

প্রাইমারি টেট এর যোগ্যতায় (West Bengal Primary TET Eligibility) বড়সড় পরিবর্তন এর বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সংযোজিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবার শিক্ষক প্রশিক্ষণে নাম এনরোল করলেই প্রাইমারি টেট এ বসার সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ, শিক্ষক প্রশিক্ষণে পাঠরত আর উত্তীর্ণ – সবাই প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবেন।

আরও পড়ুনPrimary TET: যোগ্যতা, সিলেবাস সহ পরীক্ষার সম্পূর্ণ তথ্য

স্টাডি ম্যাটেরিয়াল, এক্সপার্টদের গাইড সহ সমস্ত রকম তথ্য ফ্রি তে পেতে যোগদান করুন প্রাইমারি টেট পরীক্ষার্থীদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/primarytetforum এ।

তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াল ? অনেকেরই এই বিজ্ঞপ্তি দেখে বুঝতে অসুবিধা হয়েছে। চলুন সহজভাবে বুঝে নিন কোন যোগ্যতায় (West Bengal Primary TET Eligibility) আপনি টেট পরীক্ষা দিতে পারবেন ।

West Bengal Primary TET Eligibility । টেট এর যোগ্যতা

৫০% নম্বর সহ (SC/ST/OBC/EC/PH/DH/EX-SERVICEMEN হলে ৪৫%) উচ্চমাধ্যমিক এবং নীচের ৩ টির যেকোনো একটি

আরও পড়ুন WB Primary TET: বিগত বছরের প্রশ্নপত্র

১) ডি এল এড ডিপ্লোমা পাশ বা পাঠরত

২) চার বছরের বি এল এড ডিগ্রী পাশ বা পাঠরত

৩) রেহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা পাশ বা পাঠরত

অথবা,

স্নাতকে ৫০ শতাংশ নম্বর (অনার্স গ্র্যাজুয়েট দের ক্ষেত্রে অনার্স ও পাশ মিলিয়ে নম্বর হিসেব হবে) (SC/ST/OBC/EC/PH/DH/EX-SERVICEMEN হলে ৪৫%) সহ বি এড পাশ বা পাঠরত।
অথবা,

২ বছরের ডি এল এড ডিপ্লোমা এবং গ্রাজুয়েট।

https://santusir.in/category/primary-tet-exam/

অর্থাৎ, গোদা বাংলায় বললে, আপনি শিক্ষক প্রশিক্ষণে নাম এনরোল করলেই প্রাইমারি টেট ২০২২ এ অংশগ্রহণ করতে পারবেন।

স্টাডি ম্যাটেরিয়াল, এক্সপার্টদের গাইড সহ সমস্ত রকম তথ্য ফ্রি তে পেতে যোগদান করুন প্রাইমারি টেট পরীক্ষার্থীদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/primarytetforum এ।

অফিসিয়াল বিজ্ঞপ্তি

এবার দেখে নিন প্রাথমিক শিক্ষা পর্ষদ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি (Eligibility criteria noticed by West Bengal Board of Primary Education)।

মূল বিজ্ঞপ্তি (২৯/০৯/২০২২ তারিখে প্রকাশিত) – See PDF file

সংযোজিত বিজ্ঞপ্তি (১২/১০/২০২২ তারিখে প্রকাশিত) – See PDF file

সংযোজিত বিজ্ঞপ্তি (১৩/১০/২০২২ তারিখে প্রকাশিত) – SEE PDF File

সংযোজিত বিজ্ঞপ্তি – (১৭/১০/২০২২) – SEE PDF File

সংযোজিত বিজ্ঞপ্তি – (১৭/১০/২০২২) – SEE PDF File

সংযোজিত বিজ্ঞপ্তি – (২১/১০/২০২২) – PDF FIle

সংযোজিত বিজ্ঞপ্তি – (২২/১০/২০২২) – PDF FIle

আরও বিস্তারিত জানতে নিয়মিত চোখ রাখুন প্রাথমিক শিক্ষা পর্ষদ এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbbpe.org/ এ।

স্টাডি ম্যাটেরিয়াল, এক্সপার্টদের গাইড সহ সমস্ত রকম তথ্য ফ্রি তে পেতে যোগদান করুন প্রাইমারি টেট পরীক্ষার্থীদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/primarytetforum এ।

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!