Uncategorized

Primary TET English: Figure of Speech

প্রাইমারি টেট পরীক্ষায় ইংরেজি প্যাসেজ থেকে যে প্রশ্ন হয় সেখানে Figure of Speech (Primary TET English) ওপর PDF । ফ্রি তে ডাউনলোড করে নিজের সংগ্রহে রেখে দিন।)  থেকে ১ টা বা ২ টো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু পরীক্ষার্থীদের কাছে এই পার্টে ঠিকঠাক সাজানো স্টাডি ম্যাটেরিয়াল এর বড্ড অভাব। তাই আজকের প্রস্তুতিতে রইল Figure of Speech। এখানে যে স্টাডি ম্যাট দেওয়া হয়েছে তা থেকে ২ টো প্রশ্ন কমন আসতে পারে।

আরও পড়ুনE text books: প্রাইমারি থেকে টুয়েলভ পর্যন্ত সব বই এর পি ডি এফ

Figure of Speech  কি, কীভাবে বাক্যে ব্যবহার হয়, বিভিন্ন Figure of Speech  এর ব্যবহার এর পাশাপাশি একদম শেষে রয়েছে সম্পূর্ণ টপিকের (Primary TET English, Figure of Speech) ওপর PDF । ফ্রি তে ডাউনলোড করে নিজের সংগ্রহে রেখে দিন।

আরও গাইড চান ? রেগুলার স্টাডি ম্যাট সহ বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে সামিল হতে যোগ দিন প্রাইমারি টেট ফোরাম গ্রুপে। – https://www.facebook.com/groups/primarytetforum

Follow my FB page – – https://www.facebook.com/santusirofficial/

What is Figure of Speech | Primary TET

এককথায় ফিগার অফ স্পিচ হল ভাষার অলঙ্কার যা বিভিন্ন অভিব্যক্তি বোঝাতে ব্যবহার করা হয়।  অক্সফোর্ড ডিকশনারির ভাষায় Figure of Speech হল –  “a word or phrase used in a different way from its usual meaning in order to create a particular mental picture or effect.”

আরও পড়ুনPrimary TET Math: বেসিক পার্ট থেকে ওয়ান লাইনার

Example of Figure of Speech

বহুল প্রচলিত বা বাক্যে যেগুলো খুব বেশি ব্যবহার হয় এমন কয়েকটি Figure of Speech হল –

Simile, Metaphor, Personification, Apostrophe, Alliteration, Assonance, Hyperbole, Oxymoron, Irony, Synecdoche, ONOMATOPOEIA, Anaphora।

এবার বাক্যে কীভাবে ব্যবহার হচ্ছে দেখে নেওয়া যাক –

SIMILE – দুটি বিসদৃশ জিনিসের তুলনা। ব্যবহার করা হয় like, as বা so

যেমন –  Her words are sweet like honey.

I wandered as a cloud.

আরও পড়ুনSuccess Strategy: ৫০ দিন পড়েই প্রাইমারি টেট এর ১০০% প্রস্তুতি

METAPHOR – ‘to be’ verb ব্যবহার করে  দুটি বিসদৃশ জিনিসের তুলনা বা অভিব্যক্তি বোঝানো হয়।

যেমন – Life is not a bed of roses.

Hyperboles – কোনও জিনিসকে বড় বা ছোট, খারাপ বা ভালো দেখানো হয়। বা বলা যেতে পারে অতিরঞ্জিত করার জন্য এই ফিগার অফ স্পিচ ব্যবহার হয়।

যেমন – Floods of tears flowed from her eyes.

His feet is as big as boat.

Oxymoron – দুটি ভিন্নধর্মী বক্ত্যব্য বা বস্তু কে একসঙ্গে ব্যবহার করে বিশেষ অভিব্যক্তি তৈরি করা হয় এই ফিগার অফ স্পিচ এর মাধ্যমে।

যেমন – There was an employee in the office who was regularly irregular.

ONOMATOPOEIA – বিশেষ শব্দবান্ধব যা বিভিন্ন শব্দকে নির্দেশ করে

যেমন – I just heard the meow of a cat.

APOSTROPHE – অনুপস্থিত / মৃত বা বিমূর্ত ধারণাকে নির্দেশ করে।

যেমন – O Solitude! Where are thy charms?

ALLITERATION –  একটি বাক্যে একই শব্দ/ সিলেবল / অক্ষর বারবার ব্যবহার হয়।

যেমন – She sells sea shells by the sea-shore.

PERSONIFICATION – কোনও গুণ বা ধারনা কে বিমূর্ত হিসেবে দেখানো।

যেমন – The darkness wrapped its arms around me.

Experience is the best teacher.

Anaphora – এক্ষেত্রে অনেকগুলো ফ্রেজ একই শব্দ দিয়ে তৈরি হয়।

যেমন – I came, I saw, I conquered

Assonance – Vowel এর পুনরাবৃত্তি

যেমন – Chips and dips

Irony –  বিদ্রুপাত্মক অর্থে ব্যবহার

যেমন – The police station gets robbed

Synecdoche – If a part is represented by a whole or a whole is represented by a part

যেমন“bread”  কথাটা খাদ্য অর্থে ব্যবহার হয়। ‘Colgate’ কথাটি টুথপেস্ট হিসেবে বোঝানো হয়।

Important Examples of Figure of Speech

METAPHOR

  1. He is the vulture of the state.
  2. He is the star of the family.
  3. Life is not a bed of roses.
  4. Gandhi Ji was the guiding star of the destiny of the India.
  5. Her hair is silk.
  6. “All the world’s a stage, and we are merely players.”
  7. This class is like a three-ring circus
  8. The whole world is a stage.
  9. You are the apple of my eye.

SIMILE

  1. She is as beautiful as a sunrise
  2. Her words are sweet like honey.
  3. You are as pretty as a picture.
  4. Life is like a dream.
  5. I wandered as a cloud.

Hyperboles

  1. Ten thousand I saw at a glance.
  2. Floods of tears flowed from her eyes.
  3. The clouds broke when he sneezed.
  4. Rivers of blood flowed on the battle field.
  5. I nearly died laughing
  6. You’ve grown like a bean sprout.
  7. I’m older than the hills.
  8. They ran like greased lightning.
  9. Her brain is the size of a pea.
  10. I am so hungry I could eat a horse.
  11. Usain Bolt runs faster than the wind

Oxymoron

  1. There was a love-hate relationship between the two neighboring states.
  2. The professor was giving a lecture on virtual reality.
  3. All the politicians agreed to disagree.
  4. There was an employee in the office who was regularly irregular.
  5. Peace force.

ONOMATOPOEIA

  1. I just heard the meow of a cat.
  2. She heard the humming of bees.
  3. The beetle wheels his droning flight.
  4. The snakes are hissing and bees are buzzing.
  5. I could hear the leaves rustling and the wind howling

APOSTROPHE

  1. O death! Where is thy sting.
  2. O World! O Life! O Time!.
  3. O Solitude! Where are thy charms?
  4. Twinkle, twinkle, little star, how I wonder what you are

ALLITERATION

  1. “She sells sea shells by the sea-shore.“
  2. “Peter Piper picked a peck of pickled peppers.“
  3. Water, water every where, Not any drop to drink.
  4. Day after
  5. Fred fried frogs’ legs on Friday

PERSONIFICATION

  1. Experience is the best teacher.
  2. Opportunity knock at the door but once.
  3. A lie has no legs.
  4. Time and tide wait for none.
  5. The wind whispered in my ears.
  6. Earth was thirsty for water.

Anaphora

  1. Go big or go home.
  2. Be bold. Be brief. Be gone
  3. Stay safe. Stay well. Stay happy.

Assonance

  1. No pain, no gain
  2. Surf and turf
  3. Chips and dips

আরও গাইড চান ? রেগুলার স্টাডি ম্যাট সহ বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে সামিল হতে যোগ দিন প্রাইমারি টেট ফোরাম গ্রুপে। – https://www.facebook.com/groups/primarytetforum

Follow my FB page – – https://www.faceb

Irony

  1. The Titanic was said to be unsinkable but got sunk on its first trip.
  2. A marriage counselor files for divorce
  3. A post on Facebook complains about how useless Facebook is
  4. A pilot has a fear of heights

Synecdoche

  1. Let’s go to the movies!
  2. “He shall think differently,” the musketeer threatened, “When he feels the point of my steel.”

ডাউনলোড করুন Figure of Speech এর PDF FIleDownload Now

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!