Uncategorized

Monthly Current Affairs, July 2022

যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স অন্যতম বিষয়। ইংরেজিতে কারেন্ট অ্যাফেয়ার্স উপলব্ধ, কিন্তু বাংলাতে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স (Monthly Current Affairs July 2022) সেভাবে ঠিকঠাক পায় না ছাত্র ছাত্রী রা। তাই বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হল। WBCS, PSC, Rail, Bank, Police যে কোনও সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ১০০ % সহায়তা করবে এই তথ্য।

এই প্রতিবেদনে জুলাই, ২০২২ (Monthly Current Affairs July 2022) এর কারেন্ট অ্যাফেয়ার্সের বিস্তারিত তথ্য প্রথমে সপ্তাহ ভিত্তিক দেওয়া হয়েছে। প্রতিবেদনের শেষে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের বাংলা পি ডি এফ এর লিঙ্ক (Monthly Current Affairs July 2022) ফ্রি তে ডাউনলোডের অপশান দেওয়া আছে।

১) উদ্ধব ঠ্যাকারে পদত্যাগ করার পর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে।

২) বিখ্যাত স্ট্যাটিসটিসিয়ান প্রশান্ত চন্দ্র মহলানবিশ এর জন্মদিন ২৯ জুন, National Statistics Day হিসেবে পালন করা হয়। এই বছর National Statistics Dayর থিম ছিল – ‘Data for Sustainable Development‘.

আরও পড়ুন – কারেন্ট অ্যাফেয়ার্সে ১০০% কমন পাবেন কীভাবে

৩) রঞ্জিত ট্রফি ২০২২ – মুম্বাইকে ৬ উইকেটে হারিয়ে জয়ী হল মধ্যপ্রদেশ। রঞ্জিত ট্রফির ইতিহাসে এটা মধ্যপ্রদেশের প্রথম ট্রফি জয়। প্রসঙ্গত, এখনও পর্যন্ত সবথেকে বেশিবার রঞ্জিত ট্রফি জয় করেছে মুম্বাই।

৪) টোগো এবং গ্যাবন যোগ দেওয়ায় কমনওয়েলথ সদস্য দেশের সংখ্যা ৫৪ থেকে বেড়ে হল ৫৬।

৫) ফিলিপাইনস এর নব নির্বাচিত রাষ্ট্রপতি হলেন Ferdinand Marcos Jr।

৬) ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রোজেক্ট তৈরি হল কেরালার কায়ামকুলাম এ। টাটা সোলার পাওয়ার সিস্টেম এর উদ্যোগে এটি তৈরি হয়েছে।

আরও পড়ুন – রামসার সাইটের সম্পূর্ণ তালিকা

৭) ৪,৪৪৭ কোটি টাকায় Blinkit (earlier known as Grofers India) কে অধিগ্রহণ করল জোমাটো।

8) মুকেশ আম্বানির বড়ছেলে আকাশ আম্বানি জিও ইনফোকম এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন।

৯) অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল আরো ৩ মাসের জন্য ভারতের সর্বোচচ ল অফিসার হিসেবে নিযুক্ত হলেন। প্রসঙ্গত, তাঁর ১ বছরের কার্যকালের মেয়াদ শেষ হয়েছিল ৩০ জুন।

১০) দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নরিন্দর ধ্রুব বাত্রা IOA এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারবেন না। Indian Olympic Association এর কার্যনির্বাহী প্রেসিডেন্ট (acting president of IOA) হিসেবে নিযুক্ত করা হল অনিল খান্না কে।

১১) পরমেশ্বর আয়ার ২ বছরের জন্য নীতি আয়োগের চিফ এগজিকিউটিভ হিসেবে নিযুক্ত হলেন।

১২) ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন তপন কুমার ডেকা।

১৩) সি বি ডি টি র (Central Board of Direct Taxes) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নিতিন গুপ্তা।

১৪) ওড়িশার গণ পরিবহণ “Mo Bus ”সার্ভিস জাতিপুঞ্জের পাবলিক সার্ভিস বিভাগে সম্মানিত হল।

১৫) Miss India Worldwide 2022 হলেন ব্রিটেনের বায়ো মেডিক্যাল ছাত্রী খুশি প্যাটেল ।  

১৬) ৮০তম উম্বল্ডন জিতে গ্র্যান্ড স্ল্যাম এর ইতিহাসে রেকর্ড করলেন নোভাক জকোভিচ। এ পর্যন্ত তাঁর জয় –  Roland Garros – 85, Australian Open -82, US Open – 81, Wimbledon -80।

১৭) ইলেকট্রন রকেটের সাহায্যে চাঁদে সফলভাবে ক্যাপসটন স্পেসক্র্যাফট লঞ্চ করল নাসা। Mission CAPSTONE – Cislunar Autonomous Positioning System Technology Operations and Navigation Experiment।

১৮) শাপুরজি পালনজি গ্রুপের চেয়ারম্যান পালনজি মিস্ত্রী প্রয়াত হলেন।

১৯) Malaysia Open Badminton Tournament 2022 –

Men’s singles title – Viktor Axelsen (Denmark)

Women’s singles title – Ratchanok Intanon (Thailand)

২০) আল্লুরি সিতারামাইয়া রাজুর ১২৫ তম জন্মবার্ষিকীতে অন্ধ্রপ্রদেশের ভিমাবরম এ ৩০ ফুটের ব্রোঞ্জ স্ট্যাচুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২১) ইজরায়েলের ১৪ তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Yair Lapid।

২২) কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

২৩) ‘Getting the Bread: The Gen-Z Way to Success’ – Prarthna Batra।

২৪) ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন আর কে গুপ্তা।

২৫) ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন টি রাজা কুমার।

২৬) Femina Miss India 2022- বিজয়ী হলেন শিনি সেট্টি।

২৭) ভারতের প্রথম মহিলা এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে ইন্টারন্যাশানাল মানিটারি ফান্ড এর ‘wall of former chief economists’ হলেন গীতা গোপিনাথ। প্রথম ভারতীয় হিসেবে নামাঙ্কিত হয়েছিলেন রঘুরাম রাজন।

২৮) ইন্দোনেশিয়ার বালি তে G20 Foreign Ministers’ Meeting আয়োজিত হবে।

২৯) চাঁদের বাড়ি, দাদার কীর্তির পরিচালক তরুণ মজুমদার ৯২ বছর বয়সে প্রয়াত হলেন।

৩০) প্রয়াত হলেন Organization of the Petroleum Exporting Countries (OPEC) এর সেক্রেটারি জেনারেল Mohammad Sanusi Barkindo।  

৩১) ভারত ছাড়ো আন্দোলন এবং ভুদান আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী পি গোপিনাথ নায়ার প্রয়াত হলেন।

৩২) জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবে আততায়ীদের হাতে নিহত হলেন।

৩৩) Global Gender Gap Index 2022 – ১৪৬ টি দেশের তালিকায় ভারতের র‍্যাঙ্ক ১৩৫ তম।

৩৪) Wimbledon 2022, winner list – Men’s Singles – Novak Djokovic ; Women’s Singles- Elena Rybakina ;

৩৫) The 7th edition of the National Institutional Ranking Framework (NIRF) rankings –

Overall Category –আই আই টি মাদ্রাজ

Pharmacy College – জামিয়া হামদরদ

Medical College – দিল্লি এইমস

Management College – আই আই এম আমেদাবাদ

Engineering College – আই আই টি মাদ্রাজ

৩৬) National Rail and Transportation Institute এর নাম পরিবর্তন হয়ে Gati Shakti Vishwavidyalaya  হল।

৩৭) হরিয়ানার পাঁচকুলাতে National Institute of Fashion Technologyর ১৭ তম ক্যাম্পাস এর উদ্বোধন হল ।

৩৮) প্রি প্রাইমারি শিক্ষাকে শক্তিশালী করার জন্য দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড  কেন্দ্রের New Education Policy রাজ্যে চালু করল ‘Bal Vatikas’ এর মধ্য দিয়ে।

৩৯) কেরালাতে প্রথম মাঙ্কিপক্স ধরা পরল।

৪০) ফেস অথেন্টিকেশানের জন্য মোবাইল অ্যাপ “AadhaarFaceRd” এর উদ্বোধন করল Unique Identification Authority of India (UIDAI)।

৪১) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন রণিল বিক্রমসিং।

৪২) করোনার কারণে ড্রপ আউট ছাত্র ছাত্রী দের জন্য  ‘Vidyalaya Chalo Abhiyan’ প্রকল্পের অংশ হিসেবে ‘Earn with Learn’ প্রকল্প চালু করল ত্রিপুরা সরকার।

৪৩) গোটাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করলেন।

৪৪) “The McMahon line: A century of discord” – General JJ Singh

৪৫) ভারতে এই প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লিথিয়াম আয়ন সেল তৈরি করল ওলা ইলেকট্রিক।

৪৬) RailTel Corporation of India Ltd এর চেয়ারম্যান ও এম ডি হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় কুমার।

৪৭) I2U2 Summit – “I” মানে India এবং Israel, ও “U” মানে  US এবং UAE।

৪৮) সাইবার নিরাপত্তা নিয়ে BIMSTEC Expert Group এর ২ দিনের সম্মেলন হল নতুন দিল্লি তে।

৪৯) রাষ্ট্রপুঞ্জের প্রতিবেদন অনুযায়ী আগামি বছরই জনসংখ্যার নিরিখে চীনকে টপকে যাবে ভারত। ২০৩০ এ বিশ্বের জনসংখ্যা হতে চলেছে ৮.৫ বিলিয়ন।

৫০) মেটাভারসে প্রথম স্পোর্টস সিটি তৈরি করার জন্য Web3 metaverse startup WIOM এবং  financial firm Bliv.Club এর সঙ্গে পার্টনারশিপ করলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান।

৫১) ক্রিকেট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ১৩ টি আন্তর্জাতিক টি ২০ তে জয়লাভ করলেন।

৫২) ফিনল্যান্ডে অনুষ্ঠিত হওয়া World Masters Athletics Championships এ ১০০ মিটার দৌড়ে ৯৪ বছর বয়সী ভারতীয় অ্যাথলিট Bhagwani Devi Dagar সোনা জিতলেন।

৫৩) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্রুততম ১৫০ উইকেট এর অধিকারি হলেন মহম্মদ শামি। তিনি ৮০ টি ম্যাচে এই রেকর্ড করলেন।

৫৪) সারভিক্যাল ক্যান্সারের ভ্যাক্সিন হিসেবে ভারতের প্রথম ভ্যাক্সিন (quadrivalent Human Papillomavirus vaccine (qHPV)) এর অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার। সিরাম ইন্সটিটিউট এটি তৈরি করেছে।

৫৫) Mustafizur Rahman  কে ভারতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নাম ঘোষণা করল বাংলাদেশ সরকার।

৫৬) বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই – এই বছরের থিম – “A world of 8 billion: Towards a resilient future for all – Harnessing opportunities and ensuring rights and choices for all”।

৫৭) লে এয়ারপোর্ট ভারতের প্রথম কার্বন মুক্ত এয়ারপোর্ট হতে চলেছে।

৫৮) বিজনেস টাইকুন রাকেশ ঝুনঝুনওয়ালার Akasa Air, জুলাই মাসের শেষেই চালু  হয়ে যাবে।

৫৯) মহারাষ্ট্রের নাগপুরে দীর্ঘতম ডাবল রাস্তা (double-decker viaduct, হাইওয়ে ফ্লাই ওভারএবং মেট্রো রেল ৩.১৪ কিমি) তৈরি করে এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলল The National Highways Authority of India (NHAI) এবং Maharashtra Metro।

৬০) দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দ্রৌপদি মুরমু।

৬১) Henley Passport Index 2022 (world’s most powerful passports in 2022) – ভারতের র‍্যাঙ্ক ৮৭। তালিকায় প্রথম ৩ – জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।

৬২) India Innovation Index 2021 – প্রথম ৩ এ রয়েছে- কর্ণাটক, মণিপুর এবং চণ্ডীগড়।

৬৩) 68th National Film Awards

সেরা অভিনেতা: Suriya for Soorarai Pottru and Ajay Devgn for Tanhaji

অভিনেত্রী: Aparna Balamurali, Soorarai Pottru

ফিচার ফিল্ম(বেস্ট): Soorarai Pottru

ডিরেক্টর: Sachidanandan KR, Ayyappanum Koshiyum

বেস্ট বাংলা ফিচার ফিল্ম: Avijatrik

সিনেমা কেন্দ্রিক সেরা রাজ্য – Madhya Pradesh

সিনেমার জন্য সেরা বই – ‘The Longest Kiss’ by Kishwar Desai

৬৪) Shanghai Cooperation Organisation ২০২২ -২০২৩ এ বারানসি কে “Cultural and Tourism Capital” হিসেবে ঘোষণা করল কেন্দ্র সরকার।

৬৫) গ্রাহক দের সচেতন করতে Department of Consumer Affairs “Jagriti” নামে একটি ম্যাসকটের উদ্বোধন করল।

৬৬) ভারতের প্রথম প্যাসেঞ্জার দ্রোণ (India’s first passenger drone) “Varuna” র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৬৭) দেশের প্রথম রাজ্য হিসেবে নিজস্ব ইন্টারনেট সার্ভিস (Kerala Fiber Optic Network Ltd (K-Fon)) চালু করল কেরালা।

৬৮) শ্রীলঙ্কার নবম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন রণিল বিক্রমসিং।

৬৯) Namsai Declaration – আসাম এবং অরুণাচলপ্রদেশের মধ্যে সীমানা সমস্যার সমাধান এর জন্য দুই রাজ্যের ঘোষণা পত্র।

৭০) উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে লড়ার জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে জগদিপ ধনখড় পদত্যাগ করার পর  La. Ganesan রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

৭১) ইতালির প্রধানমন্ত্রী Mario Draghi পদত্যাগ করলেন।

৭২) কুয়েত এর প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Sheikh Mohammed Sabah Al Salem।

৭৩) শ্রীলঙ্কার ১৫ তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Dinesh Gunawardena।

৭৪) দেশের যে কোনও প্রান্তে গাড়ির অবস্থান ট্র্যাক করার জন্য দেশের প্রথম রাজ্য হিসেবে হিমাচলপ্রদেশ তাঁর রাজ্যের  প্রতিটি বাণিজ্যিক গাড়িতে Vehicle Location Tracking Device লাগাল।

৭৫) একটি চুক্তির মাধ্যমে নামিবিয়া থেকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশানাল পার্কে ৮ টি চিতাবাঘ আস্তে চলেছে ১৫ আগস্টের আগেই। এছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে আর ১২ টি চিতাবাঘ ভারতে নিয়ে আনা হবে।

৭৬) বেঙ্গালুরুর Bosch Automotive Electronics’ plant এ ভারতের প্রথম বেসরকারি ৫ জি নেটওয়ার্ক (ভারতী এয়ারটেল এর) সফলভাবে টেস্ট হল।

৭৭) খুব শীঘ্রই WhatsApp-based banking পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। পাশাপাশি কর্পোরেট ক্লায়েন্ট দের জন্য চালু হতে চলেছে application programming interface, এমনটাই জানালেন এস বি আই চেয়ারম্যান Dinesh Khara।

৭৮) ইন্সটাগ্রাম মেসেজে ডিরেক্ট পেমেন্ট পরিষেবা (“payments in chat) চালু হতে চলেছে।

৭৯) Indian Olympic Association এর প্রধান  এবং International Hockey Federation এর প্রেসিডেন্ট হিসেবে নরিন্দর বাত্রার পদত্যাগ এর পর International Hockey Federation এর কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সইফ আহমেদ।

৮০) ন্যাশানাল স্টক এক্সচেঞ্জ এর এম ডি এবং সি ই ও হিসেবে নিকুক্ত হলেন আশিস চৌহান। বিক্রম লিমায়ের (modern financial derivatives in India র জনক হিসেবে পরিচিত) মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুলাই। তারপর তিনি দায়িত্বভার গ্রহন করবেন।

৮১) ৫৩ তম BGB-BSF এর ডিরেক্টর জেনারেল লেভেল বর্ডার সম্মেলন – ঢাকা তে অনুষ্ঠিত হল।  

৮২) COP-27 – জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হল।

৮৩) ‘World’s Best SME Bank’ পুরস্কার পেল Development Bank of Singapore Limited

৮৪) Boxing Federation of India র ভাইস প্রেসিডেন্ট রাজেস ভান্ডারি আসন্ন কমনওয়েলথ গেমস ২০২২ এ ভারতের  Chef de Mission of the squad হলেন।

৮৫) 2025 World Athletics Championships হবে জাপানের টোকিওতে।

৮৬) ISSF World Cup – men’s skeet gold medal  পেলেন ভারতীয় শুটার Mairaj Ahmed Khan।

৮৭) 2028 Summer Olympic and Paralympic Games – আমেরিকার লস অ্যাঞ্জেলস এ হবে।

৮৮) World Chess Day – প্রতিবছর ২০ জুলাই পালিত হয়।

৮৯) Nelson Mandela International Day – ১৮ জুলাই

৯০) পি পি পি মডেলে ভারতের প্রথম বন্দর হিসেবে ১০০% Landlord Major Port হল মুম্বাইয়ের জহরলাল নেহেরু পোর্ট ।

৯১) প্রয়াত হলেন গজল গায়ক ভুপিন্দর সিং।

৯২) কার্গিল বিজয় দিবস – ২৬ জুলাই।

৯৩) উন্নয়নের জন্য Netaji Subhash Chandra Bose Island এর দায়িত্ব Andaman and Nicobar Command থেকে Andaman & Nicobar Administration এ দেওয়া হল ।

৯৪) ৫ টি নতুন জলাভূমি রামসার সাইটে অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে ভারতে ৪৯ টি থেকে ৫৪ টি রামসার সাইট হল।  

৯৫) ভারতের প্রথম international bullion exchange [‘India International Bullion Exchange (IIBX)’] এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

৯৬) সংশোধিত হল Flag Code of India 2002। Har Ghar Tiranga ক্যাম্পেনে এবার রাতেও উত্তোলিত জাতীয় পতাকা রাখা যাবে।

৯৭) মধ্যপ্রদেশের বুরহানপুর জেলা (দক্ষিণের দরজা হিসেবে পরিচিত) ভারতের প্রথম  ‘Har Ghar Jal’ district হিসেবে শংসাপত্র পেল।

৯৮) বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হতে চলেছেন প্রণয় কুমার ভারমা। বর্তমানে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত।

৯৯) প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য Chief Minister’s Breakfast Scheme চালু করল তামিলনাড়ু সরকার।

১০০) ২০২৪ এর পর আন্তর্জাতিক স্পেস স্টেশন ছাড়তে চলেছে রাশিয়া।

১০১) পিরামল এন্টারপ্রাইজ কে NBFC হিসেবে ব্যবসা করার অনুমতি দিল আর বি আই।

১০২) কৌশিক বসুর পর ভারতের দ্বিতীয় অর্থনীতিবিদ হিসেবে Indermit Gill ওয়ার্ল্ড ব্যাঙ্কের চিফ ইকনমিস্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন।

১০৩) Maritime Partnership Exercise (MPX) – আন্দামান সাগরে জাপান এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হল।

১০৪) ইউনাইটেড আরব এমিরেটস এর পক্ষ থেকে অভিনেতা কামাল হাসান কে গোল্ডেন ভিসা দেওয়া হল।

১০৫) প্রথম Khelo India Fencing Women’s League – ২৫ জুলাই থেকে নতুন দিল্লির তালকাটরা ইনডোর স্টেডিয়ামে শুরু হবে।

১০৬) ICC Women’s ODI World Cup 2025 – ভারতে হবে।

১০৭) বি সি সি আই আম্পায়ার দের জন্য এ+ ক্যাটেগরি চালু করল। প্রথম শ্রেণীর খেলার জন্য দৈনিক ৪০ হাজার টাকা  এবং তাঁর নীচের ক্যাটেগরির জন্য দৈনিক ৩০ হাজার টাকা পাবেন আম্পায়াররা।

১০৮) কম্বোডিয়া, উজবেকিস্তান এবং কোট আইভরি কে আই সি সি’র সদস্য দেশ করা হল। ৯৬ টি এসোসিয়েট দেশ শ আই সি সি’র বর্তমান সদস্য দেশ এর সংখ্যা হল ১০৮ টি।

১০৯) এশিয়া কাপ ২০২২ শ্রীলঙ্কার পরিবর্তে ইউনাইটেড আরব এমিরেটস এ অনুষ্ঠিত হবে।

১১০) ইংল্যান্ডের লেসটার ক্রিকেট মাঠ সুনিল গাভাস্কারের নামে নামাঙ্কিত হল।

১১১) International Tiger Day- ২৯ জুলাই পালন করা হয়। এ বছরের থিম – “India launches Project Tiger to revive the tiger population”।

১১২) মাঙ্কিপক্সের ভ্যাক্সিন হিসেবে Imvanex vaccine কে অনুমোদন দিল ইউরোপিয়ান কমিশ্ন।

১১৩) পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বাংলার ১ টাকার ডাক্তার সুশোভন ব্যানারজি প্রয়াত হলেন।

১১৪) সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার প্রাপ্ত আসামি লেখক অতুলানন্দ গোস্বামী প্রয়াত হলেন।

১১৫) নবম শ্রেণীর ছাত্রী ১৪ বছর বয়সী ভারতের আনাহত সিং কমনওয়েলথ গেমস, ২০২২ এর কনিষ্ঠতম প্রতিযোগী । তিনি ভারতের হয়ে স্কোয়াশ খেলায় নিজের পারদর্শিতা তুলে ধরবেন।

Current Affairs July 2022 PDF LinkDownload Now

Download monthly current affairs July, 2022 PDF in Bengali. Important current affairs study notes in Bengali for competitive exams.

To get best guidance in any competitive exams you should follow our Facebook Page and join our Facebook Group.

Search terms- Monthly Current Affairs July 2022, Monthly current affairs in Bengali, July month current affairs in Bengali, Weekly current affairs in Bengali, Monthly current affairs in PDF, Monthly Current Affairs 2022 PDF in Bengali, Monthly Current Affairs July 2022 PDF, Monthly Current Affairs July 2022 PDF in Bengali

লাইক ও শেয়ার করুন -

2 thoughts on “Monthly Current Affairs, July 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!