Bharat Ratna Award: Facts and Full List
ভারতের সর্বোচচ অসামরিক সম্মান হল ‘ভারতরত্ন‘। জাতি, পেশা, পদমর্যাদা নির্বিশেষ যে কোনও ব্যক্তি যোগ্যতা সাপেক্ষে এই সম্মান পেতে পারেন। যে কোনও ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান কে স্বীকৃতি জানানো হয় এই সম্মানের মাধ্যমে।
WBCS, SSC, Rail, Army, Navy, Airforce, Bank, School Service সহ যে কোনও সরকারি চাকরির পরীক্ষায় জি কে পার্টে ভারতরত্ন থেকে প্রায় প্রশ্ন আসে। কারা ভারত রত্ন পেয়েছেন সেই নাম জানার পাশাপাশি ভারত রত্ন প্রাপকদের পরিচিতি, সাংবিধানিক ব্যাখ্যা, ভারত রত্নের গুরুত্ব সহ বিভিন্ন তথ্য জেনে রাখা দরকার।
আরও পড়ুনঃ রামসার সাইটের সম্পূর্ণ তালিকা
এই প্রতিবেদনে রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য –
Contents of Bharat Ratna Article
১) ভারতরত্ন প্রাপকের সম্পূর্ণ তালিকা (Full list of Bharat Ratna Awardee)
২) কেন ও কি যোগ্যতায় ভারত রত্ন দেওয়া হয় ? (Eligibility of Bharat Ratna Awardee)
৩) ভারতরত্ন পুরস্কার কি ? কি দেওয়া হয় পুরস্কার হিসেবে ? (What is Bharat Ratna Award ? What is given as a award)
আরও পড়ুনঃ কারেন্ট অ্যাফেয়ার্সে কমন পাওয়ার সিক্রেট টিপস
৪) সাংবিধানিক ব্যাখ্যা (Constitutional aspect of Bharat Ratna Award)
৫) ভারত রত্ন প্রাপক দের সম্পূর্ণ তালিকা (Full list of Bharat Ratna Awardee)
৬) ভারত রত্ন প্রাপক দের বিশেষ পরিচিতি (Know in brief of Bharat Ratna Awardee)
৭) জন্মসূত্রে ভারতীয় নাগরিক নন এমন প্রাপক দের তালিকা ( Non citizen of Indian receive Bharat Ratna Award)
8) মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রাপক দের তালিকা (Posthumous Bharat Ratna Awardee)
সাংবিধানিক ব্যাখ্যা (Constitutional aspect of Bharat Ratna Award)
১৯৫৪ সালে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ভারতরত্ন পুরষ্কার চালু করা হয়। শুরুতে বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য ও সমাজসেবার ক্ষেত্রে এই সম্মান দেওয়ার কোথা বলা হয়েছিল। তারপর ২০১১ সালে এই নিয়মের পরিবর্তন করা হয়। বলা হয় মানবসেবার বিশেষ স্বীকৃতিতে (recognition of exceptional service/performance of the highest order in any field of human endeavour) এই সম্মান জানানো হবে।
ভারত রত্ন যে কেবলমাত্র ভারতের নাগরিক রাই পাবেন এমন কোনও নিয়ম নেই। বিদেশি বংশোদ্ভুত ভারতীয় নাগরিক বা বিদেশি নাগরিকরা যোগ্যতা সাপেক্ষে এই সম্মান পেতে পারেন। ১৯৫৪ সালের নিয়মে মরণোত্তর ভারত সম্মান দেওয়ার কোথা বলা ছিল না। ১৯৫৫ সালে তা সংশোধন করা হয়। চালু করা হয় মরণোত্তর ভারত সম্মান।
এক বছরে সর্বাধিক ৩ জনকে ভারতরত্ন দেওয়া হয়।
সংবিধানের ১৮ (১) ধারা অনুসারে, ভারতরত্ন প্রাপক তাঁর নামের আগে বা পরে প্রত্যয় বা উপসর্গ হিসাবে “ভারতরত্ন” কথাটি লিখতে পারবেন না। তবে biodata/letterhead/visiting card ইত্যাদি তে উল্লেখ করা যেতে পারে এইভাবে –
‘Awarded Bharat Ratna by the President’
or
‘Recipient of Bharat Ratna Award’।
What is Bharat Ratna Award ? Who give this award ?
যে কোনও ক্ষেত্রে মানবসেবার বিশেষ অবদান হিসেবে কে ভারত রত্ন পেতে পারেন তাঁর নাম রাষ্ট্রপতি কে জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে ফর্মাল রেকমেন্ডেশানের কোনও প্রয়োজন নেই।
ভারত রত্ন যেহেতু ভারতের সর্বোচচ অসামরিক সম্মান তাই এক্ষেত্রে কোনও আর্থিক পুরস্কার দেওয়া হয় না। এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি প্রাপককে একটি সার্টিফিকেট এবং একটি মেডেল দেন।
এখনও পর্যন্ত সব থেকে কম বয়সে ভারত রত্ন পেয়েছেন শচিন তেন্ডুলকর।
Full list of Bharat Ratna Awardee
SL | ভারতরত্ন প্রাপক | সাল | বিশেষ তথ্য |
১ | শ্রী চক্রবর্তী রাজাগোপালাচারি | ১৯৫৪ | স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। |
২ | ডঃ সর্বোপল্লি রাধাকৃষ্ণান | ১৯৫৪ | ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতিI তাঁর জন্মদিন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। |
৩ | ডঃ চন্দ্রশেখর ভেঙ্কট রমন | ১৯৫৪ | ১৯৩০ সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পান। |
৪ | ডঃ ভগবান দাস | ১৯৫৫ | স্বাধীনতা সংগ্রামী |
৫ | ডঃ মকশাগুন্দম বিশ্বেসরায়া | ১৯৫৫ | তাঁর জন্মদিন ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারস দিবস হিসেবে পালন করা হয়। |
৬ | পণ্ডিত জহর লাল নেহরু | ১৯৫৫ | ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং এখন পর্যন্ত সবথেকে বেশিদিন এই পদে ছিলেন। |
৭ | পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থ | ১৯৫৭ | স্বাধীনতা সংগ্রামী এবং উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী |
৮ | ডঃ ধন্দ কেশব কার্ভে | ১৯৫৮ | সমাজ সংস্কারক |
৯ | ডঃ বিধান চন্দ্র রায় | ১৯৬১ | পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাঁর জন্মদিন ১ জুলাই জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালন করা হয় |
১০ | শ্রী পুরুষোত্তম দাস ট্যান্দন | ১৯৬১ | স্বাধীনতা সংগ্রামী |
১১ | ডঃ রাজেন্দ্র প্রসাদ | ১৯৬২ | ভাতের প্রথম রাষ্ট্রপতি |
১২ | ডঃ জাকির হোসেন | ১৯৬৩ | ভারতের দ্বিতীয় উপ রাষ্ট্রপতি এবং তৃতীয় রাষ্ট্রপতি |
১৩ | ডঃ পাণ্ডু রাং ভমন কানে | ১৯৬৩ | সংস্কৃত পন্ডিত |
১৪ | শ্রী লাল বাহাদুর শাস্ত্রী | ১৯৬৬ | ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী |
১৫ | শ্রীমতী ইন্দিরা গান্ধী | ১৯৭১ | ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। আয়রন লেডি হিসেবে পরিচিত। |
১৬ | শ্রী বরাহ গিরি ভেঙ্কট গিরি | ১৯৭৫ | ভারতের প্রথম কার্যনির্বাহী প্রধানমন্ত্রী এবং প্রাক্তন রাষ্ট্রপতি |
১৭ | শ্রী কুমার স্বামী কামরাজ | ১৯৭৬ | স্বাধীনতা সংগ্রামী এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী |
১৮ | মাদার টেরেজা | ১৯৮০ | ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। |
১৯ | আচার্য বিনোবাভাবে | ১৯৮৩ | স্বাধীনতা সংগ্রামী |
২০ | খান আব্দুল গফফর খান | ১৯৮৭ | স্বাধীনতা সংগ্রামী। ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত। |
২১ | শ্রী মারুদুর গোপালন রামচন্দ্রন | ১৯৮৮ | তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী |
২২ | ডঃ ভীম রাও রামজি আম্বেদকর | ১৯৯০ | ভারতের সংবিধানের জনক, স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী |
২৩ | ডঃ নেলসন ম্যান্ডেলা | ১৯৯০ | দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি |
২৪ | রাজীব গান্ধী | ১৯৯১ | ভারতের নবম প্রধানমন্ত্রী |
২৫ | সর্দার বল্লভ ভাই প্যাটেল | ১৯৯১ | ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী known as the “Iron Man of India”, |
২৬ | শ্রী মোরারজি দেসাই | ১৯৯১ | ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী. |
২৭ | মৌলানা আবুল কালাম আজাদ | ১৯৯২ | ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তাঁর জন্মদিন ১১ নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। |
২৮ | জে আর ডি টাটা | ১৯৯২ | শিল্পপতি |
২৯ | শ্রী সত্যজিৎ রায় | ১৯৯২ | অ্যাকাডেমি পুরস্কারপাপ্ত পরিচালক |
৩০ | শ্রী গুলজারি লাল নন্দ | ১৯৯৭ | দুবার interim Prime Minister of India (1964, 1966) |
৩১ | শ্রীমতী অরুনা আসফ আলি | ১৯৯৭ | স্বাধীনতা সংগ্রামী |
৩২ | ডঃ এ পি জে আব্দুল কালাম | ১৯৯৭ | ভারতের ১১ তম রাষ্ট্রপতি |
৩৩ | শ্রীমতী এম এস শুভা লক্ষ্মী | ১৯৯৮ | রামন ম্যাগসাইসাই পুরস্কার প্রাপক ক্লাসিক্যাল ভোকালিস্ট |
৩৪ | শ্রী চিদামবরম শুভ্রমনিয়াম | ১৯৯৮ | সবুজ বিপ্লবে তাঁর অবদান পরিচিতি লাভ করে |
৩৫ | শ্রী জয় প্রকাশ নারায়ন | ১৯৯৯ | সমাজ সংস্কারক |
৩৬ | অমর্ত্য সেন | ১৯৯৯ | অর্থনীতিতে ১৯৯৮ সালে নোবেল পান। |
৩৭ | লোকপ্রিয় গোপিনাথ বরদোলই | ১৯৯৯ | আসামের প্রথম মুখ্যমন্ত্রী |
৩৮ | পণ্ডিত রবি শঙ্কর | ১৯৯৯ | সীতার বাদক |
৩৯ | লতা মঙ্গেসকর | ২০০১ | সুরসম্রাজ্ঞী |
৪০ | উস্তাদ বিসমিল্লা খান | ২০০১ | সানাই বাদক |
৪১ | পণ্ডিত ভীমসেন যোশী | ২০০৯ | ক্লাসিক্যাল ভোকালিস্ট |
৪২ | সি এন আর রাও | ২০১৪ | বিখ্যাত কেমিস্ট |
৪৩ | সচিন তেণ্ডলকর | ২০১৪ | একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দ্বিশত রান করেন। |
৪৪ | শ্রী অটল বিহারী বাজপেয়ী | ২০১৫ | প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রতিষ্ঠাতা – Banaras Hindu University |
৪৫ | পণ্ডিত মদন মোহন মালভিয়া | ২০১৫ | প্রাক্তন প্রধানমন্ত্রী |
৪৬ | শ্রী নানাজি দেশমুখ | ২০১৯ | সমাজ সংস্কারক |
৪৭ | ডঃ ভুপেন হাজারিকা | ২০১৯ | সঙ্গিতজ্ঞ |
৪৮ | শ্রী প্রনব মুখোপাধ্যায় | ২০১৯ | ভারতের ১৩ তম রাষ্ট্রপতি |
Posthumous Bharat Ratna Awardee
মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রাপক– মোট১৪জন
সিরিয়াল নম্বর | মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রাপক | সাল |
১ | শ্রী লাল বাহাদুর শাস্ত্রী | ১৯৬৬ |
২ | শ্রী কুমার স্বামী কামরাজ | ১৯৭৬ |
৩ | আচার্য বিনোবাভাবে | ১৯৮৩ |
৪ | শ্রী মারুদুর গোপালন রামচন্দ্রন | ১৯৮৮ |
৫ | ডঃ ভীম রাও রামজি আম্বেদকর | ১৯৯০ |
৬ | রাজীব গান্ধী | ১৯৯১ |
৭ | সর্দার বল্লভ ভাই প্যাটেল | ১৯৯১ |
৮ | মৌলানা আবুল কালাম আজাদ | ১৯৯২ |
৯ | শ্রীমতী অরুনা আসফ আলি | ১৯৯৭ |
১০ | শ্রী জয় প্রকাশ নারায়ন | ১৯৯৯ |
১১ | লোকপ্রিয় গোপিনাথ বরদোলই | ১৯৯৯ |
১২ | পণ্ডিত মদন মোহন মালভিয়া | ২০১৫ |
১৩ | শ্রী নানাজি দেশমুখ | ২০১৯ |
১৪ | ডঃ ভুপেন হাজারিকা | ২০১৯ |
Non citizen of Indian receive Bharat Ratna Award
জন্মসূত্রে ভারতীয় নাগরিক নন এমন ৩ জন ভারত রত্ন প্রাপক
সিরিয়াল নম্বর | ভারতরত্ন প্রাপক | সাল |
১ | মাদার টেরেজা (১৯৫১ সালে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব(citizenship by naturalisation) পেয়েছিলেন) (জন্মসূত্রে উত্তর ম্যাসিডনিয়ার নাগরিক) | ১৯৮০ |
২ | খান আব্দুল গফফর খান (পাকিস্তানের নাগরিক) | ১৯৮৭ |
৩ | ডঃ নেলসন ম্যান্ডেলা (দক্ষিণ আফ্রিকার নাগরিক) | ১৯৯০ |
Get full list of Bharat Ratna Awardee. Know in details regarding Bharat Ratna Awards, constitutional aspects and in brief of awardee
Keypoints – 1st bharat ratna award in india,bharat ratna,bharat ratna award 2022,bharat ratna award winners name list,first bharat ratna award winner foreigner,india,list of bharat ratna award winners,list of bharat ratna award winners year wise,list of winners of Bharat Ratna Awardee, What is Bharat Ratna, know detials about Bharat Ratna, List of non citizens Bharat Ratna awardee, Non citizen of Indian receive Bharat Ratna Award, Constitutional aspect of Bharat Ratna Award