GKStudy Materials

Bharat Ratna Award: Facts and Full List

ভারতের সর্বোচচ অসামরিক সম্মান হল ‘ভারতরত্ন‘। জাতি, পেশা, পদমর্যাদা নির্বিশেষ যে কোনও ব্যক্তি যোগ্যতা সাপেক্ষে এই সম্মান পেতে পারেন। যে কোনও ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান কে স্বীকৃতি জানানো হয় এই সম্মানের মাধ্যমে।

WBCS, SSC, Rail, Army, Navy, Airforce, Bank, School Service সহ যে কোনও সরকারি চাকরির পরীক্ষায় জি কে পার্টে ভারতরত্ন থেকে প্রায় প্রশ্ন আসে। কারা ভারত রত্ন পেয়েছেন সেই নাম জানার পাশাপাশি ভারত রত্ন প্রাপকদের পরিচিতি, সাংবিধানিক ব্যাখ্যা, ভারত রত্নের গুরুত্ব সহ বিভিন্ন তথ্য জেনে রাখা দরকার।

আরও পড়ুনঃ রামসার সাইটের সম্পূর্ণ তালিকা

এই প্রতিবেদনে রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য –

১) ভারতরত্ন প্রাপকের সম্পূর্ণ তালিকা (Full list of Bharat Ratna Awardee)

২) কেন ও কি যোগ্যতায় ভারত রত্ন দেওয়া হয় ? (Eligibility of Bharat Ratna Awardee)

৩) ভারতরত্ন পুরস্কার কি ? কি দেওয়া হয় পুরস্কার হিসেবে ? (What is Bharat Ratna Award ? What is given as a award)

আরও পড়ুনঃ কারেন্ট অ্যাফেয়ার্সে কমন পাওয়ার সিক্রেট টিপস

৪) সাংবিধানিক ব্যাখ্যা (Constitutional aspect of Bharat Ratna Award)

৫) ভারত রত্ন প্রাপক দের সম্পূর্ণ তালিকা (Full list of Bharat Ratna Awardee)

৬) ভারত রত্ন প্রাপক দের বিশেষ পরিচিতি (Know in brief of Bharat Ratna Awardee)

৭) ন্মসূত্রে ভারতীয় নাগরিক নন এমন প্রাপক দের তালিকা ( Non citizen of Indian receive Bharat Ratna Award)

8) মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রাপক দের তালিকা (Posthumous Bharat Ratna Awardee)

১৯৫৪ সালে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ভারতরত্ন পুরষ্কার চালু করা হয়। শুরুতে বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য ও সমাজসেবার ক্ষেত্রে এই সম্মান দেওয়ার কোথা বলা হয়েছিল। তারপর ২০১১ সালে এই নিয়মের পরিবর্তন করা হয়। বলা হয় মানবসেবার বিশেষ স্বীকৃতিতে (recognition of exceptional service/performance of the highest order in any field of human endeavour) এই সম্মান জানানো হবে।

ভারত রত্ন যে কেবলমাত্র ভারতের নাগরিক রাই পাবেন এমন কোনও নিয়ম নেই। বিদেশি বংশোদ্ভুত ভারতীয় নাগরিক বা বিদেশি নাগরিকরা যোগ্যতা সাপেক্ষে এই সম্মান পেতে পারেন। ১৯৫৪ সালের নিয়মে মরণোত্তর ভারত সম্মান দেওয়ার কোথা বলা ছিল না। ১৯৫৫ সালে তা সংশোধন করা হয়। চালু করা হয় মরণোত্তর ভারত সম্মান।

এক বছরে সর্বাধিক ৩ জনকে ভারতরত্ন দেওয়া হয়।

সংবিধানের ১৮ (১) ধারা অনুসারে, ভারতরত্ন প্রাপক তাঁর নামের আগে বা পরে প্রত্যয় বা উপসর্গ হিসাবে “ভারতরত্ন” কথাটি লিখতে পারবেন না। তবে biodata/letterhead/visiting card ইত্যাদি তে উল্লেখ করা যেতে পারে এইভাবে –

‘Awarded Bharat Ratna by the President’

or

‘Recipient of Bharat Ratna Award’।

যে কোনও ক্ষেত্রে মানবসেবার বিশেষ অবদান হিসেবে কে ভারত রত্ন পেতে পারেন তাঁর নাম রাষ্ট্রপতি কে জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে ফর্মাল রেকমেন্ডেশানের কোনও প্রয়োজন নেই।

ভারত রত্ন যেহেতু ভারতের সর্বোচচ অসামরিক সম্মান তাই এক্ষেত্রে কোনও আর্থিক পুরস্কার দেওয়া হয় না। এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি প্রাপককে একটি সার্টিফিকেট এবং একটি মেডেল দেন।

এখনও পর্যন্ত সব থেকে কম বয়সে ভারত রত্ন পেয়েছেন শচিন তেন্ডুলকর।

SLভারতরত্ন প্রাপকসালবিশেষ তথ্য
শ্রী চক্রবর্তী রাজাগোপালাচারি১৯৫৪স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল।
ডঃ সর্বোপল্লি রাধাকৃষ্ণান১৯৫৪ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতিI
তাঁর জন্মদিন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
ডঃ চন্দ্রশেখর ভেঙ্কট রমন১৯৫৪১৯৩০ সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পান।
ডঃ ভগবান দাস১৯৫৫স্বাধীনতা সংগ্রামী
ডঃ মকশাগুন্দম বিশ্বেসরায়া১৯৫৫তাঁর জন্মদিন ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারস দিবস হিসেবে পালন করা হয়।
পণ্ডিত জহর লাল নেহরু১৯৫৫ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং এখন পর্যন্ত সবথেকে বেশিদিন এই পদে ছিলেন।
পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থ১৯৫৭স্বাধীনতা সংগ্রামী এবং উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী
ডঃ ধন্দ কেশব কার্ভে১৯৫৮সমাজ সংস্কারক
ডঃ বিধান চন্দ্র রায়১৯৬১পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাঁর জন্মদিন ১ জুলাই জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালন করা হয়
১০শ্রী পুরুষোত্তম দাস ট্যান্দন১৯৬১স্বাধীনতা সংগ্রামী
১১ডঃ রাজেন্দ্র প্রসাদ১৯৬২ভাতের প্রথম রাষ্ট্রপতি
১২ডঃ জাকির হোসেন১৯৬৩ভারতের দ্বিতীয় উপ রাষ্ট্রপতি এবং তৃতীয় রাষ্ট্রপতি
১৩ডঃ পাণ্ডু রাং ভমন কানে১৯৬৩সংস্কৃত পন্ডিত
১৪শ্রী লাল বাহাদুর শাস্ত্রী১৯৬৬ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী
১৫শ্রীমতী ইন্দিরা গান্ধী১৯৭১ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। আয়রন লেডি হিসেবে পরিচিত।
১৬শ্রী বরাহ গিরি ভেঙ্কট গিরি১৯৭৫ভারতের প্রথম কার্যনির্বাহী প্রধানমন্ত্রী এবং প্রাক্তন রাষ্ট্রপতি
১৭শ্রী কুমার স্বামী কামরাজ১৯৭৬স্বাধীনতা সংগ্রামী এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী
১৮মাদার টেরেজা১৯৮০১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
১৯আচার্য বিনোবাভাবে১৯৮৩স্বাধীনতা সংগ্রামী
২০খান আব্দুল গফফর খান১৯৮৭স্বাধীনতা সংগ্রামী। ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত।
২১শ্রী মারুদুর গোপালন রামচন্দ্রন১৯৮৮তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী
২২ডঃ ভীম রাও রামজি আম্বেদকর১৯৯০ভারতের সংবিধানের জনক, স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী
২৩ডঃ নেলসন ম্যান্ডেলা১৯৯০দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি
২৪রাজীব গান্ধী১৯৯১ভারতের নবম প্রধানমন্ত্রী
২৫সর্দার বল্লভ ভাই প্যাটেল১৯৯১ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী known as the “Iron Man of India”,
২৬শ্রী মোরারজি দেসাই১৯৯১ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী.
২৭মৌলানা আবুল কালাম আজাদ১৯৯২ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তাঁর জন্মদিন ১১ নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।
২৮জে আর ডি টাটা১৯৯২শিল্পপতি
২৯শ্রী সত্যজিৎ রায়১৯৯২অ্যাকাডেমি পুরস্কারপাপ্ত পরিচালক
৩০শ্রী গুলজারি লাল নন্দ১৯৯৭দুবার interim Prime Minister of India (1964, 1966)
৩১শ্রীমতী অরুনা আসফ আলি১৯৯৭স্বাধীনতা সংগ্রামী
৩২ডঃ এ পি জে আব্দুল কালাম১৯৯৭ভারতের ১১ তম রাষ্ট্রপতি
৩৩শ্রীমতী এম এস শুভা লক্ষ্মী১৯৯৮রামন ম্যাগসাইসাই পুরস্কার প্রাপক ক্লাসিক্যাল ভোকালিস্ট
৩৪শ্রী চিদামবরম শুভ্রমনিয়াম১৯৯৮সবুজ বিপ্লবে তাঁর অবদান পরিচিতি লাভ করে
৩৫শ্রী জয় প্রকাশ নারায়ন১৯৯৯সমাজ সংস্কারক
৩৬অমর্ত্য সেন১৯৯৯অর্থনীতিতে ১৯৯৮ সালে নোবেল পান।
৩৭লোকপ্রিয় গোপিনাথ বরদোলই১৯৯৯আসামের প্রথম মুখ্যমন্ত্রী
৩৮পণ্ডিত রবি শঙ্কর১৯৯৯সীতার বাদক
৩৯লতা মঙ্গেসকর২০০১সুরসম্রাজ্ঞী
৪০উস্তাদ বিসমিল্লা খান২০০১সানাই বাদক
৪১পণ্ডিত ভীমসেন যোশী২০০৯ক্লাসিক্যাল ভোকালিস্ট
৪২সি এন আর রাও২০১৪বিখ্যাত কেমিস্ট
৪৩সচিন তেণ্ডলকর২০১৪একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দ্বিশত রান করেন।
৪৪শ্রী অটল বিহারী বাজপেয়ী২০১৫প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রতিষ্ঠাতা – Banaras Hindu University
৪৫পণ্ডিত মদন মোহন মালভিয়া২০১৫প্রাক্তন প্রধানমন্ত্রী
৪৬শ্রী নানাজি দেশমুখ২০১৯সমাজ সংস্কারক
৪৭ডঃ ভুপেন হাজারিকা২০১৯সঙ্গিতজ্ঞ
৪৮শ্রী প্রনব মুখোপাধ্যায়২০১৯ভারতের ১৩ তম রাষ্ট্রপতি

মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রাপক– মোট১৪জন

সিরিয়াল নম্বরমরণোত্তর ভারতরত্ন সম্মান প্রাপক সাল
শ্রী লাল বাহাদুর শাস্ত্রী১৯৬৬
শ্রী কুমার স্বামী কামরাজ১৯৭৬
আচার্য বিনোবাভাবে১৯৮৩
শ্রী মারুদুর গোপালন রামচন্দ্রন১৯৮৮
ডঃ ভীম রাও রামজি আম্বেদকর১৯৯০
রাজীব গান্ধী১৯৯১
সর্দার বল্লভ ভাই প্যাটেল১৯৯১
মৌলানা আবুল কালাম আজাদ১৯৯২
শ্রীমতী অরুনা আসফ আলি১৯৯৭
১০শ্রী জয় প্রকাশ নারায়ন১৯৯৯
১১লোকপ্রিয় গোপিনাথ বরদোলই১৯৯৯
১২পণ্ডিত মদন মোহন মালভিয়া২০১৫
১৩শ্রী নানাজি দেশমুখ২০১৯
১৪ডঃ ভুপেন হাজারিকা২০১৯

জন্মসূত্রে ভারতীয় নাগরিক নন এমন ৩ জন ভারত রত্ন প্রাপক

সিরিয়াল নম্বরভারতরত্ন প্রাপকসাল
মাদার টেরেজা (১৯৫১ সালে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব(citizenship by naturalisation) পেয়েছিলেন) (জন্মসূত্রে উত্তর ম্যাসিডনিয়ার নাগরিক)১৯৮০ 
খান আব্দুল গফফর খান (পাকিস্তানের নাগরিক)১৯৮৭
ডঃ নেলসন ম্যান্ডেলা (দক্ষিণ আফ্রিকার নাগরিক) ১৯৯০

Get full list of Bharat Ratna Awardee. Know in details regarding Bharat Ratna Awards, constitutional aspects and in brief of awardee

Keypoints – 1st bharat ratna award in india,bharat ratna,bharat ratna award 2022,bharat ratna award winners name list,first bharat ratna award winner foreigner,india,list of bharat ratna award winners,list of bharat ratna award winners year wise,list of winners of Bharat Ratna Awardee, What is Bharat Ratna, know detials about Bharat Ratna, List of non citizens Bharat Ratna awardee, Non citizen of Indian receive Bharat Ratna Award, Constitutional aspect of Bharat Ratna Award

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!