GKStudy Materials

Ramsar Sites in India: Updated full list

গত ২৬ জুলাই ভারতে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পাঁচটি জলাভূমিকে রামসার অঞ্চল (Ramsar Sites in India) হিসেবে ঘোষণা করার পর ৪ আগস্ট আরও ১০ টি জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এরপর চলতি বছরের ১৫ আগস্ট আরও ১১ টি জলাভূমিকে রামসার সাইটের মর্যাদা দেওয়ায় বর্তমানে ভারতে মোট রামসার সাইটের সংখ্যা ৭৫ টি।

এর আগে ভারতে মোট রামসার সাইট ছিল ৪৯ টি। ২০২২ সালে নতুন ৫ টি + ১০ টি + ১১ টি যোগ হওয়ায় বর্তমানে (১৫ আগস্ট, ২০২২ অনুযায়ী) ভারতে মোট রামসার সাইটের (Ramsar Sites in India 2022) সংখ্যা হল ৭৫।

New Ramsar Sites in India

১) তামিলনাড়ুর কারিকিলি পক্ষী নিবাস (Karikili Bird Sanctuary),

২) তামিলনাড়ুর পাল্লিকারানাই অভয়ারণ্য (Pallikaranai Marsh)

৩) তামিলনাড়ুর পিচাভরম ম্যানগ্রোভ (Pichavaram mangrove) অঞ্চল

৪) মিজোরামের পালা জলাশয় (Pala wetland) এবং

৫) মধ্যপ্রদেশের সাক্য সাগর (Sakhya Sagar)।

১) তামিলনাড়ুর ৬ টি – Koonthankulam Bird Sanctuary, Gulf of Mannar Marine Biosphere Reserve, Vembannur Wetland Complex, Vellode Bird Sanctuary, Vedanthangal Bird Sanctuary, Udhayamarthandapuram Bird Sanctuary,

২) উড়িষ্যা – Satkosia Gorge

৩) গোয়া – Nanda Lake

৪) মধ্যপ্রদেশ – Sirpur wetland

৫) কর্ণাটক – Ranganathituu BS

১) Odisha (৩ টি) – Tampara Lake, Hirakud Reservoir, Ansupa Lake

২) Madhya Pradesh (১ টি) – Yashwant Sagar

৩) Tamil Nadu (৪ টি)- Chitrangudi Bird Sanctuary, Suchindram Theroor Wetland Complex, Vaduvur Bird Sanctuary, Kanjirankulam Bird Sanctuary

৪) Maharashtra (১ টি) – Thane Creek

৫) Jammu and Kashmir (২ টি) – Hygam Wetland Conservation Reserve, Shallbugh Wetland Conservation Reserve

পশ্চিমবঙ্গের রামসার সাইট

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ২ টি রামসার সাইট (Ramsar Sites in West Bengal) আছে – ১) পূর্ব কলকাতা জলাভূমি (East Kolkata Wetlands) ২) সুন্দরবন জলাভূমি (Sunderbans Wetland)।

Ramsar Sites in India

মোট ৬৪ টি রামসার সাইট কবে কোনদিন রামসার সাইট হিসেবে আখ্যায়িত হয়েছে তা তালিকার আকারে দেওয়া হল। List of Ramsar Sites in India. Get updated full list of Ramsar Sites in west Bengal and India with designation date।

মোট ৬৪ টি রামসার সাইটের আয়তন 12,50,361 (Area in Ha)।

S.NoSite NameDesignation Date
1Keoladeo National Park10/1/1981
2Chilika Lake10/1/1981                    
3Sambhar Lake3/23/1990                  
4Loktak Lake3/23/1990                  
5Wular Lake3/23/1990
6Harike Lake3/23/1990                  
7Kanjli1/22/2002                  
8Ropar1/22/2002
9Kolleru Lake8/19/2002
10Vembanad-Kol Wetland8/19/2002
11East Calcutta Wetlands              ‘8/19/2002
12Bhoj Wetland8/19/2002
13Pong Dam Lake8/19/2002
14Deepor Beel                 I ‘8/19/2002
15Tsomoriri8/19/2002
16Sasthamkotta Lake8/19/2002
17Ashtamudi Wetland8/19/2002
18Bhitarkanika Mangroves8/19/2002
19Point Calimere Wildlife and Bird Sanctuary8/19/2002                   
20Surinsar-Mansar  Lakes11/8/2005                  
21Upper Ganga River11/8/2005                  
22Chandertal Wetland11/8/2005
23Renuka Wetland                    I11/8/2005
24Rudrasagar Lake11/8/2005
25Hokera Wetland11/8/2005
26Nalsarovar9/24/2012
27Sundarban Wetland1/30/2019
28Nandur  Madhameshwar6/21/2019
29Sarsai Nawar Jheel9/19/2019
30Nawabganj Bird Sanctuary9/19/2019
31Sandi Bird Sanctuary9/26/2019
32Beas Conservation Reserve9/26/2019
33Keshopur-Miani Community Reserve9/26/2019
34Nangal Wildlife Sanctuary9/26/2019
35Samaspur Bird Sanctuary10/3/2019                   
36Parvati Arga Bird Sanctuary12/2/2019                  
37Saman Bird Sanctuary12/2/2019                  
38Kabartal Wetland7/21/202
39Asan Conservation Reserve7/21/2020                  
40Lonar lake7/22/2020
41Sur Sarovar8/21/2020
42Tso Kar Wetland Complex11/17/2020
43Wadhvana Wetland4/5/2021
44Thol Lake Wildlife Sanctuary4/5/2021
45Bhindawas Wildlife Sanctuary5/25/2021
46Sultanpur National Park5/25/2021
47Haiderpur Wetland4/13/2021
48Khijadia Wildlife Sanctuary4/13/2021
49Bakhira Wildlife Sanctuary6/29/2021
soPallikaranai Marsh Reserve Forest4/8/2022
51Karikili Bird Sanctuary4/8/2022                    
52Pichavaram Mangrove4/8/2022
53Sakhya Sagar1/7/2022                    
54Pala Wetland8/31/2021
55Koonthankulam Bird Sanctuary11/08/2021
56Gulf of Mannar Marine Biosphere Reserve04/08/2022
57Vembannur Wetland Complex04/08/2022
58Vellode Bird Sanctuary04/08/2022
59Vedanthangal Bird Sanctuary04/08/2022
60Udhayamarthandapuram Bird Sanctuary04/08/2022
61Satkosia Gorge10/12/2021
62Nanda Lake06/08/2022
63Ranganathituu BS02/15/2022
64Sirpur wetland01/07/2022

রামসার সাইট কি ? (What is Ramsar Site ?)

জলাভূমি সংরক্ষণ ও তার সঠিক ব্যবহার ও পরিচালনার জন্য ইউনেস্কোর (United Nations Educational, Scientific and Cultural Organization, Headquarter- paris, france, formation 1945, Director General- Audrey Azoulay) ডাকে ১৯৭১ সালে ইরানের রামসার শহরে আন্তর্জাতিক সম্মেলন হয়।

এই সম্মেলনে উপস্থিত দেশগুলো জলাভূমি সংরক্ষণ করার জন্য একটি চুক্তিপত্রে (intergovernmental environmental agreement) স্বাক্ষর  করেন। যেহেতু এই সম্মেলনটি রামসার শহরে (Ramsar City) হয়েছিল তাই বিশ্বের প্রতিটি সংরক্ষিত জলাভূমিকে রামসার সাইটের আখ্যা দেওয়া হয়ে থাকে।

Who declared Ramsar Site ?

২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত বিশ্বের ১৭১ টি দেশ রামসার কনভেনশনের চুক্তিতে (Ramsar Convention) স্বাক্ষর করেছে। ভারত ১৯৮২ সালের ১ ফেব্রুয়ারি রামসার সাইট এর কনভেনশনে স্বাক্ষর করে (entered into force)। কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব (Union Minister for Minister for Environment, Forest and Climate Change, Bhupendra Yadav) আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ ভারতের পাঁচটি জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন।

Why Ramsar sites are important

যে সমস্ত দেশ রামসার ট্রিটি মেনে চলে তারা তাদের দেশের রামসার সাইট তকমা প্রাপ্ত জলাভূমি গুলো সংরক্ষণ করে এবং জলাভূমির ইকোসিস্টেম বজায় রাখার জন্য সরকারি স্তরে গুরুত্বপূর্ণ ভুমিকা নেয়।

আরও পড়ুন – Current Affairs:কমন পাওয়ার সঠিক গাইডলাইন

Important points

চাকরির পরীক্ষার্থীদের (Government job aspirants in India) রামসার সাইটের কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। এগুলি হল –

১) Most Ramsar Sites in which state of India ? – সবথেকে বেশি রামসার সাইট আছে তামিলনাড়ু তে ।

২) Largest Ramsar Sites in India ?- ভারতের  বৃহত্তম রামসার সাইট – সুন্দরবন জলাভূমি

৩) Smallest Ramsar Sites in India ? – ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট – হিমাচলপ্রদেশের রেণুকা জলাভূমি

৪) World Wetlands day is observed on which dates ? – ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে – ২ ফেব্রুয়ারি

৫) Most Ramsar Sites in which country ? – বিশ্বের সবথেকে বেশি রামসার সাইট আছে ইউনাইটেড কিংডমে। মোট ১৭৫ টি রামসার সাইট আছে।

৬) Ist Ramsar Sites in the world ? – বিশ্বের প্রথম রামসার সাইট – অস্ট্রেলিয়ার কোবার্গ পেনিনসুলা

৭) Ist Ramsar Sites in India ? – ভারতের প্রথম রামসার সাইট হল ওড়িশার চিল্কা লেক এবং রাজস্থানের কেওলাদেও ন্যাশানাল পার্ক

৮) Total Ramsar Sites in the world ?- এখন পর্যন্ত সারা বিশ্বে ২৪০০ রও বেশি রামসার সাইট রয়েছে। যার মোট আয়তন ২.৫ মিলিয়ন স্কয়ার কিলোমিটার।

৯) নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির সঙ্গে রামসার কনভেনশন মিলিতভাবে কাজ করে –

i) International Union for Conservation of Nature (IUCN).

ii) Birdlife International.

iii) International Water Management Institute (IWMI).

iv) Wetlands International.

v) Wildfowl & Wetlands Trust (WWT)

vi) WWF International

১০) where is the largest Ramsar Sites in terms of area ? আয়তনে বিশ্বের সবথেকে বেশি রামসার সাইট এলাকা আছে বলিভিয়া তে।

Another key point: – If you want to get best guidance in any competitive exams then you should follow our Facebook Page and join our Facebook Group.

Keypoints – Ramsar Sites in India 2022, Ramsar Sites, What is Ramsar Sites, Ramsar Sites in West Bengal, List of Ramsar Sites, Who declares Ramsar Sites, Why Ramsar Sites are important, What is Ramsar Convention, Full List of Ramsar Sites in India, Updated list of Ramsar Sites in India

লাইক ও শেয়ার করুন -

2 thoughts on “Ramsar Sites in India: Updated full list

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!