WBCS prelims previous year question papers
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবথেকে সেরা পদ্গুলিতে নিয়োগ করা হয় WBCS পরীক্ষার মাধ্যমে। প্রতিবছর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই WBCS পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে খুব কম সংখ্যক পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ মার্কস (WBCS prelims cut off marks) পাওয়ায় যোগ্যতা অর্জন করেন। তার মানে এমনটা নয় যে যারা কাট অফ মার্কস পাননি বা যারা ২/১ নাম্বারের জন্য কাট অফ মার্কস পাননি তারা ঠিকঠাক পড়াশুনো করেননি। আসলে এই পরীক্ষায় স্মার্টলি পড়াশুনো করতে হয়। যার মধ্যে অন্যতম হল বিগত বছরের প্রশ্নপত্র (WBCS previous year question papers) খুঁটিয়ে পড়া এবং সেই অনুযায়ী নিজের প্রস্তুতি (WBCS preparation) শুরু করা।
WBCS এর বিগত বছরের প্রশ্নপত্র পড়লে এই ৩ টি উপকার আপনি পাবেন-
১) প্রতিটি বিষয়ের প্রশ্নের প্যাটার্ন নিজে থেকেই বুঝতে পারবেন।
২) কোন চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে তার সম্যক ধারণা তৈরি হয়ে যাবে।
৩) আপনার নিজের দক্ষতা অনুযায়ী কোন বিষয়ের প্রস্তুতি কেমন নেওয়া দরকার তার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন।
আর ওপরের ৩ টে বিষয় যখন আপনার দখলে চলে আসবে তখন আপনার প্রস্তুতি গতি পাবে। বরং বলা ভালো প্রিলিমারি পরীক্ষার কাট অফ মার্কস এর ওপরে নিজের নম্বর থাকার সম্ভাবনা বাড়বে।
আরও পড়ুনঃ Current Affairs:কমন পাওয়ার সঠিক গাইডলাইন
WBCS Prelims Previous Year Papers
Download WBCS Prelims 7 years (2015 – 2022 ) PDF question papers. Get year wise WBCS prelims question papers download link instantly.
Sl No | Year | |
1 | 2022 | Download |
2 | 2021 | Download |
3 | 2019 | Download |
4 | 2018 | Download |
5 | 2017 | Download |
6 | 2016 | Download |
7 | 2015 | Download |
How to Read WBCS question papers
১) ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বছরের প্রিলিমস এর প্রশ্ন প্রিন্ট করে নিতে পারেন, যাতে করে মক টেস্ট দিতে আপনার সুবিধে হয়।
২) বিষয় ভিত্তিক কোন কোন চ্যাপ্টার থেকে বার বার প্রশ্ন আসছে তা খাতায় লিখে নিন ।
৩) যেই চ্যাপ্টার থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসছে সেই চ্যাপ্টার গুলি ভালো করে রিভাইজড করা দরকার।
৩) অনেক প্রশ্নই দেখবেন কমন। সেক্ষেত্রে কমন প্রশ্নগুলো মার্ক করে রাখুন। পরীক্ষার আগে আগে বারবার ওই প্রশ্নগুলো রিভাইজড করা দরকার।
৪) কমন প্রশ্নের চ্যাপ্টারটা পুরোটাই খুঁটিয়ে পড়বেন । দেখবেন ওই চ্যাপ্টার থেকে আরও অনেক তথ্য আপনার জানা হয়ে যাবে। পরীক্ষায় সেখান থেকে বেশ কিছু কমন ও পেতে পারেন।
৫) পরীক্ষার ১৫ দিন আগে ঘড়ি ধরে মক টেস্ট দিন। তবে খেয়াল রাখবেন আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বাদ দিয়ে মক টেস্ট দেবেন।
আপনাদের প্রস্তুতির সুবিধার্থে জেনে রাখা ভালো, প্রতি বছরই বিগত বছর গুলি (WBCS previous year question papers) থেকে কিছু না কিছু প্রশ্ন কমন আসে। অনেক বছর এমন ও দেখা গেছে হয়ত সরাসরি আগের বছরগুলির প্রশ্ন কমন আসেনি কিন্তু সেই চ্যাপ্টার থেকে একই প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে।
একটা জিনিস খেয়াল করে দেখুন আপনি যদি ১০ বছরের প্রশ্ন (WBCS prelim 10 years question papers) সমাধান করেন তাহলে প্রায় ২০০০ টি প্রশ্ন সমাধান করেছেন। সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ২৫ টি করে প্রশ্ন বাদ দিলেও প্রায় ১৭৫০ টি প্রশ্নের উত্তর আপনি জেনেছেন।
প্রশ্ন সমাধান করার সময় সম্পর্কিত বিষয়গুলি জেনে নিলে পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন যে আপনার নখদর্পণে আসবে এটা নিশ্চিত। পাশাপাশি মক টেস্টের আকারে পরীক্ষা দিলে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত উত্তর করার কনফিডেন্স লেভেল চলে আসবে, যা আখেরে পরীক্ষা হলে সঠিক উত্তর চয়নে আপনি অনেকটাই নিশ্চিত থাকবেন।
WBCS preliminary Syllabus
৪ টি গ্রুপের (WBCS Group A, B, C & D) ক্ষেত্রেই মোট ২০০ নাম্বারের পরীক্ষা হবে। সময় থাকবে আড়াই ঘন্টা। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ৮ টি বিষয় থেকে প্রশ্ন হয়। এই ৮ টি বিষয় হল –
(i) English Composition
(ii) General Science
(iii) Current events of National & International Importance
(iv) History of India
(v) Geography of India with special reference to West Bengal
(vi) Indian Polity and Economy
(vii) Indian National Movement and
(viii) General Mental Ability
মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের মান গ্র্যাজুয়েট লেভেলের হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায়। মনে রাখা দরকার, এই প্রিলি পরীক্ষা মূলত WBCS Main পরীক্ষায় বসার ছাড়পত্র।
To get best guidance in any competitive exams you should follow our Facebook Page and join our Facebook Group.
WBCS previous year question papers নিয়ে আরও যদি কিছু জানার থাকে বা কীভাবে পড়বেন সেই নিয়ে আরও কিছু প্রশ্ন থাকে আপনার মনে, তাহলে নীচের কমেন্ট সেকশনে জানান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব।
If you want to know more details regarding WBCS previous year question papers you can comment to the below section. We will try to respond you as soon as possible.
Keypoints – WBCS prelims previous year question papers, Download WBCS Prelims previous year question papers, WBCS prelims PDF question papers, How to get WBCS prelims previous year question Papers, WBCS prelim question paper 2022, WBCS prelim 10 years question papers, WBCS preliminary question papers, WBCS 2022 preliminary question paper, WBCS 2021 preliminary question paper, WBCS 2020 preliminary question paper, WBCS 2019 preliminary question paper, WBCS 2018 preliminary question paper, WBCS 2017 preliminary question paper, WBCS 2016 preliminary question paper, WBCS 2015 preliminary question paper, WBCS 2014 preliminary question paper, WBCS 2013 preliminary question paper.
Pingback: Current Affairs Mock Test: July 2022 Part-1 - Santu Sir
Pingback: Census of India: facts on Population, Sex ratio, Literacy rate