Uncategorized

C TET and WB Primary TET previous year Paper with answer key

আর কয়েকদিন পরেই প্রাইমারি টেট এর পরীক্ষা । সি টেট এর ধাঁচে যেহেতু পরীক্ষা হবে তাই সি টেট এর বিগত বছরের প্রশ্নপত্র ও উত্তর প্র্যাকটিস করলে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর পরীক্ষায় কমন পেলেও পেতে পারেন । কিন্তু মুশকিল হল সি টেট এর বিগত বছরের প্রশ্নপত্র ও উত্তর (C TET and WB Primary TET previous year Paper with answer key) এক জায়গায় পাওয়াটা বেশ দুঃসাধ্য।

অনেক পরীক্ষার্থী আমাকে এর পি ডি এফ চেয়েছিলে। তাই সবার জন্য এক জায়গায় সি টেট এবং পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর বিগত বছরের প্রশ্নপত্র (C TET and WB Primary TET previous year Paper with answer key) দেওয়া হল।

প্রাইমারি টেট এর লাস্ট মিনিট সাজেশন এর প্রি বুকিং লিঙ্ক-

ফর্ম ফিল আপ করলে পেমেন্ট করতে হবে এমনটা নয়। ফর্ম ফিল আপ মানে প্রি বুকিং করে রাখা।
পেমেন্ট কবে এবং কিভাবে করবেন সেটা ফর্ম ফিল আপ করলে ফোন করে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

সাজেশন এর সঙ্গে ১ দিনের স্পেশাল ক্লাস ফ্রি।

প্রাইমারি টেট এর স্পেশাল ক্লাসের সিট সীমিত। আগে ফর্ম ফিল আপ করলে আগে সুযোগ।

২০১৮ থেকে ২০২১ পর্যন্ত সারা ভারতের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনেকগুলো দিনে বিভিন্ন সেশনে C TET এর পরীক্ষা নেওয়া হয়েছে। মোট ১৮ টি সেশনের ১৮ টি প্রশ্নপত্র এক ক্লিকেই। সঙ্গে C TET এর answer key। পাশাপাশি ডাউনলোড করে নিন পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর বিগত ৩ বছরের প্রশ্নপত্রও।

C TET previous year question answer

2018 থেকে 2021 এর প্রশ্নপত্র Download Now
প্রশ্ন পত্রের উত্তরDownload Now
আপনি কি প্রাইমারি টেট পরীক্ষার্থী ? WBCS forum এর পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে চান ?
প্রাইমারি টেট এর লাস্ট মিনিট সাজেশন এর প্রি বুকিং লিঙ্ক-
ফর্ম ফিল আপ করলে পেমেন্ট করতে হবে এমনটা নয়। ফর্ম ফিল আপ মানে প্রি বুকিং করে রাখা।
পেমেন্ট কবে এবং কিভাবে করবেন সেটা ফর্ম ফিল আপ করলে ফোন করে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
প্রাইমারি টেট এর স্পেশাল ক্লাসের সিট সীমিত। আগে ফর্ম ফিল আপ করলে আগে সুযোগ।
লাস্ট মিনিট সাজেশন এর মূল্য ৪৯৯ টাকা। সাজেশন এর সঙ্গে ১ দিনের স্পেশাল ক্লাস ফ্রি।
সাজেশন কিনলে তবেই ১ দিনের স্পেশাল ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।
পেমেন্ট করার পর সাজেশন এর পি ডি এফ দেওয়া হবে আপনার ই মেল এ। ক্লাস হবে অনলাইনে।
আপনার ফর্ম ফিল আপ হয়ে গেলে WBCS forum এর তরফ থেকে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেওয়া হবে। 20 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। আপনাকে ফোন না করা হলে ২১ নভেম্বর যোগাযোগ করবেন এই নম্বরে – 8240357930 ।
প্রকাশিত হবে আগামী ২০ নভেম্বর। প্রি বুকিং করতে ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করতে নীচের ছবির ওপরে ক্লিক করুন বা ক্লিক করুন এই লিঙ্কে –

West Bengal Primary TET previous year question

Sl NoYearDownload PDF File
12013Click Here to Download
22015Click Here to Download
32017Click Here to Download

আরও পড়ুনঃ Primary TET: ইংরেজির সাজেস্টিভ স্টাডি মেটিরিয়াল

আরও পড়ুনঃ Primary TET Math: বেসিক পার্ট থেকে ওয়ান লাইনার

আরও পড়ুনঃ E text books: প্রাইমারি থেকে টুয়েলভ পর্যন্ত সব বই এর পি ডি এফ

আরও পড়ুনঃ WB Primary TET: বিগত বছরের প্রশ্নপত্র

ফ্রি তে ডাউনলোড করুন সি টেট ও পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর বিগত বছরের প্রশ্নপত্র ও উত্তর । C TET and WB Primary TET previous year Paper with answer key


লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!