Uncategorized

Primary TET: লক্ষাধিক টেট পাশের সম্পূর্ণ তালিকা

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১৪র ১ লক্ষ ২৫ হাজার প্রাইমারি টেট উত্তীর্ণদের (Primary TET) তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের সুবিধার্থে ২০১৪ এবং ২০১৭ র প্রাইমারি টেট উত্তীর্ণদের সম্পূর্ণ তালিকা পি ডি এফ (Primary TET pass list in PDF) এর আকারে দেওয়া হল। ২০১৪ এবং ২০১৭ র রিজার্ভ ক্যাটেগরিতে যারা ৮২ পেয়েছিলেন তারাও আদালতের নির্দেশে টেট পাশ বলে গণ্য হবেন।

২০১৪র টেট পাশদের সম্পূর্ণ তালিকা (Primary TET pass list in PDF)

২০১৪ র ৮২ পাওয়া রিজার্ভ ক্যাটেগরির সম্পূর্ণ তালিকা

২০১৭ র ৮২ পাওয়া রিজার্ভ ক্যাটেগরির সম্পূর্ণ তালিকা

আগামী ১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা। যারা এবারে টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, নিজের সেরা টুকু দিয়ে পড়াশুনো করো। সফল হবেই।

আরও পড়ুন – C TET and WB Primary TET previous year Paper with answer key

আর হ্যাঁ একটা কথা; পরীক্ষার্থীদের অনুরোধে প্রাইমারি টেট এর সাজেশন বেরোবে ২০ নভেম্বর। প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রি বুকিং চলছে। কীভাবে বুক করবে ফোনে জানিয়ে দেব। অবশ্য ২/ ৩ দিন আগেই আমার ফেসবুক পেজ এ লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কে (প্রি বুকিং লিঙ্ক- ) ক্লিক করে বুক করতে পারো। সাজেশনের সঙ্গে ১ দিনের স্পেশাল ক্লাস পাবে।

যোগাযোগের নম্বর – 8240357930 . সবথেকে ভালো হয় আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখো। কারণ আমি ক্লাসে বা অফিসে থাকলে ফোন রিসিভ করব না।

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!