Primary TET guide: শেষ মুহূর্তের স্পেশাল টিপস
আর মাত্র ৪৮ ঘন্টা। টার পরেই টেট পরীক্ষা। সামান্য ভুলের জন্য পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য শেষ মুহূর্তের গাইডলাইন দেওয়া হল। কি কি সঙ্গে নিয়ে যাবেন, কি কি পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে আসতে পারবেন, কি কি জমা দিতে হবে, কি কি চেক হবে, পরীক্ষা হলের মধ্যে কি কি নিয়ম মেনে চলবেন, কীভাবে পরীক্ষা দেবেন তার স্টেপ বাই স্টেপ গাইড (primary tet guide) রয়েছে একদম শেষ পর্যন্ত। তাই মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
পরীক্ষার দিন সঙ্গে কি কি নিয়ে যাবেন । primary tet guide
১) ২ কপি Admit Card
২) ID Proof এর অরিজিনাল এবং জেরক্স। এই গুলোর মধ্যে যে কোনও একটি ID Proof- MP Admit/ Aadhar with photo/ pan/voter/passport/Driving License
৩) ফর্ম ফিল আপ এর সময় যে ফটো দিয়েছিলেন সেই ফটো এক কপি (অ্যাটেন্ডেন্স শিট এ পেস্ট করা হবে পরীক্ষার হলে )। এক কপি না নিয়ে ২/৩ কপি ফটো সঙ্গে রাখা ভালো। পেস্ট করতে গিয়ে নষ্ট হলে এক্সট্রা ফটো থাকলে সমস্যার সমাধান হবে।
৪) কালো কালির বল পয়েন্ট পেন। পেন ২/৩ টে সঙ্গে রাখাই ভালো। একটা পেন এ কালির সমস্যা হলে অন্য পেন দিয়ে পরীক্ষা দিতে পারবেন।
এখানে বলে রাখা ভালো, একদম নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে যাবেন না। পেন কিনে রাফ খাতায় বারবার লিখে পেনের কালি যাতে সড়গড় হয় সেটা নিশ্চিত করে নেওয়া উচিত।
পরীক্ষা হলে কি কি নিয়ে যাবেন না । primary tet guide
বই, নোটস, কাগজ, পেন্সিল বাক্স, জ্যমিতি বাক্স, প্লাস্টিক, ক্যালকুলেটর , স্কেল, রাইটিং প্যাড, পেন ড্রাইভ, লগ টেবিল, ইলেক্ট্রনিক পেন, হেডফোন, মোবাইল, হেলথ ব্যান্ড, কার্ড বোর্ড, জলের বোতল , ঘড়ি, ক্যামেরা, ওয়ালেট, চশমা, ব্যাগ, সোনা —- যেকোনো ধাতব পদার্থ
পরীক্ষা হলে ঢোকার সময় কি কি চেক হবে
Admit Card / ID Proof / biometric / frisking (সিকিউরিটি চেক)
পরীক্ষা হলে কি কি করবেন না
১) নিজে থেকে সিট পরিবর্তন করবেন না। কোনও সমস্যা হলে গার্ড / অথোরিটি এর সঙ্গে কথা বলবেন।
২) ধূমপান / চা / তামাকজাত দ্রব্য – কঠোর ভাবে নিষিদ্ধ । তাই এগুলি ব্যবহার করবেন না।
কি কি জমা দেবেন পরীক্ষা শেষ হলে
পরীক্ষা শেষে অরিজিনাল ও এম আর শিট (পিঙ্ক কালারের) আর সাইন করা অ্যাডমিট কার্ড বাড়ি নিয়ে আসবেন না। ওটা জমা দেবেন।
পরীক্ষা শেষে আপনি কি কি সঙ্গে নিয়ে আসতে পারবেন
১) প্রশ্নপত্র
২) সবুজ রঙের ও এম আর শিট
৩) ইনভিজিলেটর এর সাইন করা এক কপি অ্যাডমিট কার্ড
সার্বিক ভাবে কি কি মেনে চললে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবেন
১) অথোরিটির নির্দেশ মানবেন
২) যে গুলো পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া বারণ, সেগুলো নিয়ে যাবেন না। আপনার অ্যাডমিট কার্ডেই এই বিষয়ে লেখা আছে।
৩) সিট খুজে পেতে সমস্যা হলে অথোরিটি কে জানান। উদভ্রান্তের মত এ রুম ও রুম ছোটাছুটি করবেন না।
৪) ১২- ২.৩০ পরীক্ষার সময়। ১০ টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন
৫) যেগুলো পরীক্ষার জন্য লাগবে তা আগের দিন অর্থাৎ শনিবার রাতেই ব্যাগে গুছিয়ে রাখুন।
পরীক্ষার গাইডলাইন । primary tet guide
১) ও এম আর শিটে রোল নম্বর নাম সহ যে যে ঘর থাকবে তা ঠিকঠাক ধৈর্য সহকারে পূরণ করবেন। সমস্যা হলে পাশের কাউকে জিজ্ঞেস না করে সরাসরি গার্ড বা অথোরিটি কে জিজ্ঞেস করবেন।
২) প্রশ্নপত্র পেয়েই উত্তর করার চেষ্টা করবে না। পুরো প্রশ্নপত্র পড়তে ১০ মিনিট সময় নাও। মাথা ঠাণ্ডা রেখে এবার শুরু কর।
৩) যে পেজ গুলোর উত্তর একবার পড়েই মনে হয়েছে পারা যাবে, পড়ার সময় ওপরে দাগ দিয়ে রাখুন, তাহলে উত্তর করার সময় দ্রুত করা যাবে।
৪) এবার যে প্রশ্নের উত্তর জানা আছে দাগ দিয়ে রেখেছেন সেগুলো আগে করে নিন । এতে কম বেশি ১ ঘন্টা সময় লাগবে । এতে ৮০/৯০/১০০ যতগুলো পারলেন ততগুলোই এবার ও এম আর শিট পূরণ করুন। নাহলে শেষে একসঙ্গে ও এম আর সিট পূরণ করতে গিয়ে তাড়াহুড়োতে ভুল হবার সম্ভাবনা থাকবে।
৫) যেগুলো এবার ৫০:৫০ উত্তর জানা আছে সেগুলো করুন, আর ও এম আর ফিল আপ করুন
৬) নেগেটিভ নেই, তাই যেগুলো একদম জানা নেই গেস করতে হবে সেগুলো সবার শেষে করুন ।
৭) মনে রাখতে হবে ও এম আর শিটে কোনোভাবেই কাটাকুটি করা যাবে না
৮) ও এম আর এর ঘর গুলো অর্ধেক / আংশিক ভরাট করবেন না। সম্পূর্ণ ভরাট করুন। প্রয়োজনে স্যাম্পল ও এম আর শিট প্রিন্ট করে বাড়িতে প্র্যাকটিস করুন।
ও এম আর শিট এর লিঙ্ক – Download Now
শেষ মুহূর্তের সাজেস্টিভ প্র্যাকটিস সেট – Download PDF file
জেনে রাখা ভালো । primary tet guide
সবার শেষে একটাই কথা, সব প্রশ্ন কমন আসতেই হবে এমন কোনও কথা নেই। আপনার দরকার ১৫০ এর মধ্যে ৯০, সংরক্ষিত হলে ৮২। আপনি এতদিনে যা পড়েছেন সেটাই আবার চোখ বুলিয়ে নিন। নতুন করে কিছু পড়তে যাবেন না। আত্মবিশ্বাস রাখুন ঠিক পাশ নম্বর তুলতে পারবেন।
যারা বি এড বা ডি এড করেছেন প্রত্যেক কে বলব, এটাই শেষ পরীক্ষা নয়। এর পর আরও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। রাজ্যের পাশাপাশি সি টেট এর পরীক্ষার ও প্রস্তুতি নিন। এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে করে যে কোনও টেট পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হওয়া যায়।
তাই একটি মাত্র কোর্সের মাধ্যমে কেন্দ্র বা রাজ্য টেট পরীক্ষার ১০০% প্রস্তুতির জন্য অনলাইনে নতুন ব্যাচ (primary tet guide) শুরু হতে চলেছে শীঘ্রই ।
পাশাপাশি স্কুল সার্ভিসের পি টি এবং সাবজেক্ট এর ও নতুন ব্যাচে ক্লাস শুরু হবে আর কিছুদিনের মধ্যেই।
কোর্স শুরুর আগে ফ্রি তে টেট পরীক্ষা / পি টি / সাবজেক্ট এর স্ট্র্যাটেজিক গাইডলাইন দেওয়া হবে। কবে কখন এই সেমিনার হবে জানতে ফলো রাখুন আমার ফেসবুক পেজ – https://www.facebook.com/santusirofficial/
বা নাম বুক করে রাখতে পারেন এই নম্বরে – 8240357930 / 7031462300