Archives

Nobel Prize: History, Winners & Facts

নোবেল পুরস্কার থেকে প্রতি বছর WBCS সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। নোবেল পুরস্কার (Nobel Prize) থেকে কি কি পড়া উচিত –

১)  যে বছর পরীক্ষা সেই বছর বা তার আগের বছরের নোবেল প্রাপকের তালিকা 

২) কে কি কারণে নোবেল পুরস্কার পেয়েছেন 

৩) ভারত থেকে কতজন এখনও নোবেল পেয়েছেন

৪) Nobel Prize সম্পর্কিত অন্যান্য তথ্য 

নোবেল পুরস্কার সম্পর্কিত সবকটি তথ্য এই প্রতিবেদনে দেওয়া হয়েছে। ভালো করে আত্মস্থ করতে পারলে নোবেল পুরস্কার থেকে যে প্রশ্নই আসুক ঠিকঠাক উত্তর দেওয়া সম্ভব হবে। 

রসায়ন বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল ১৮৯৫ সালের ২৭ ডিসেম্বর এক উইলের মাধ্যমে মোট ৫ টি বিভাগে (পদার্থ বিদ্যা, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য) নোবেল পুরস্কার এর ইচ্ছা প্রকাশ করেন। ১৯৬৮ সালে সুইডেনের সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যালফ্রেড নোবেল এর স্মৃতি ও সম্মানার্থে অর্থনীতি তে নোবেল পুরস্কার চালু করে। ১৯০১ সালের ১০ ডিসেম্বর প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল প্রাপক গণ একটি ডিপ্লোমা, একটি মেডেল ও আর্থিক পুরস্কার পান।  

১৯০১ থেকে ২০২০ পর্যন্ত মোট ৬০৩ টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

তালিকার আকারে মোট নোবেল পুরস্কার

নোবেল পুরস্কারমোট সংখ্যামোট পুরস্কার  প্রাপকএকক প্রাপকযৌথ প্রাপকতিনজনের মিলিত প্রাপক
পদার্থবিদ্যা১১৪২১৬৪৭৩২৩৫
রসায়ন১১২১৮৬৬৩২৪২৫
চিকিৎসা ১১১২২২৩৯৩৩৩৯
সাহিত্য১১৩১১৭১০৯
শান্তি১০১১০৭৬৯৩০
অর্থনীতি৫২৮৬২৫২০
মোট৬০৩৯৩৪ + ২৮ টি সংস্থা = মোট ৯৬২৩৫২১৪৩১০৮

১৯০১ থেকে এখন পর্যন্ত মোট ৪৯ বার নোবেল পুরস্কার দেওয়া হয়নি। এগুলি হল-

বিভাগসাল
পদার্থবিদ্যা1916, 1931, 1934, 1940, 1941, 1942
রসায়ন1916, 1917, 1919, 1924, 1933, 1940, 1941, 1942
চিকিৎসা1915, 1916, 1917, 1918, 1921, 1925, 1940, 1941, 1942
সাহিত্য1914, 1918, 1935, 1940, 1941, 1942, 1943
শান্তি1914, 1915, 1916, 1918, 1923, 1924, 1928, 1932, 1939, 1940, 1941, 1942, 1943, 1948, 1955, 1956, 1966, 1967, 1972

নোবেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

সিরিয়াল নম্বরবিষয়তথ্য
সবচেয়ে কম বয়সে নোবেল পেয়েছেনমালালা ইউসুফজাই। বয়স ১৭। ২০১৪ সালে শান্তিতে তিনি নোবেল পান।
সবচেয়ে বেশি বয়সে নোবেল পেয়েছেনজন বি গুডএনাফ।বয়স ৯৭।২০১৯ সালে রসায়নে তিনি নোবেল পান।  
মোট মহিলা প্রাপক৫৭ জন। 
নোবেল পাওয়ার সময় বন্দী ছিলেনমোট ৩ জন। জার্মান সাংবাদিক কার্ল ভন ওসিকি, বার্মার রাজনীতিবিদ আংসাংশুকি এবং চীনের মানবাধিকার কর্মী লিউ জিয়াওবো।
একাধিকবার নোবেল পেয়েছেন(১) জে বার্ডিন-  পদার্থবিদ্যায় ২ বার। ১৯৫৬ ও ১৯৭২। (২) এম কুরি-   ২ বার। ১৯০৩ সালে পদার্থবিদ্যায় এবং ১৯১১ সালে রসায়নবিদ্যায়। (৩) এল পলিং- ২ বার। ১৯৫৪ সালে রসায়নে এবং ১৯৬২ সালে শান্তিতে। (৪) এফ সাঙ্গার- রসায়নে ২ বার। ১৯৫৮ ও ১৯৮০। (৫) রেড ক্রস সোসাইটি – ৩ বার। ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩। (৬) ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি – ২ বার। ১৯৫৪ ও ১৯৮১ – দু বার ই শান্তিতে এই সংস্থা সম্মানিত হয়েছেন।
মরণোত্তর নোবেল২ বার। ১৯৬১ সালে শান্তিতে- ডাগ হামারস্কল্ড এবং ১৯৩১ সালে সাহিত্যে- এরিক আক্সেল কার্লফেলট। ১৯৭৪ সালের পর থেকে মরণোত্তর নোবেল দেওয়া বন্ধ হয়ে যায়। যদিও ২০১১ সালে নোবেল পুরস্কার ঘোষণা করার সময় দেখা যায় চিকিৎসা বিজ্ঞানে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি ৩ দিন আগেই প্রয়াত হয়েছেন। নোবেল কমিটি বিশেষ বিবৃতি জারি করে তাঁকে নোবেল পুরস্কার দিয়েছেন।  
একই পরিবারে নোবেল পেয়েছেন(১) দম্পতি- (ক) মেরি কুরি ও পিয়ের কুরি, (খ) ইরেন জলিয়ট কুরি ও ফ্রেদেরিক জলিয়ট (গ) গারটি করি ও কার্ল করি (ঘ) মে ব্রিট মোজার ও এ মোজার (ঙ) আলভা মিরদাল ও গুন্নার মিরদাল (চ) এস্টার দাফলো ও অভিজিত ব্যনারজি। (২) মা ও মেয়ে- মেরি কুরি ও ইরেন জলিয়ট কুরি (৩) পিতা ও কন্যা – পিয়ের কুরি ও ইরেন জলিয়ট কুরি (৪) দুই ভাই – জান তিনবারজেন ও নিকোলাস তিনবারজেন (৫) পিতা ও পুত্র- (ক) উইলিয়াম ব্রাগ ও লরেন্স ব্রাগ (খ) নিয়েলস বহর ও এ এন বহর (গ) হান্স ভন ইউলার ও উলফ ইউলার (ঘ) আরথার কর্নবার্গ ও রজার কর্নবার্গ (ঙ) মান্নে সেইবান ও কাই সেইবান (চ) জে থমসন ও জর্জ থমসন

ভারতথেকেনোবেলপ্রাপক

সিরিয়াল নম্বরনোবেল প্রাপকসালবিভাগ
রবীন্দ্রনাথ ঠাকুর১৯১৩সাহিত্য
চন্দ্রশেখর ভেঙ্কট রমণ১৯৩০পদার্থবিদ্যা
হর গোবিন্দ খুরানা১৯৬৮চিকিৎসা
মাদার টেরেজা১৯৭৯শান্তি
শুভ্রমনিয়াম  চন্দ্রশেখর১৯৮৩পদার্থবিদ্যা
অমর্ত্য সেন১৯৯৮অর্থনীতি
ভেঙ্কটরামন রামকৃষ্ণন২০০৯রসায়ন
কৈলাস সত্যারথি২০১৪শান্তি
অভিজিৎ বিনায়ক ব্যানারজি২০১৯অর্থনীতি
লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!