Archives

WBCS Exams এর ১০০% প্রস্তুতিতে এবার WBCS forum

মাঝে মাত্র আর ৩ মাস। WBCS 2023 এর প্রিলিমিনারি পরীক্ষা হবে জুন – জুলাই মাস নাগাদ। লক্ষাধিক ছেলেমেয়ে প্রতিবছর এই পরীক্ষায় বসলেও সঠিক গাইডেন্স এর অভাবে অনেকেই WBCS Exams এর প্রথম ধাপ অর্থাৎ প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনা। এবার তাই একচান্সেই যাতে ১০০% প্রস্তুতি নেওয়া যায় তার জন্য WBCS forum (Best WBCS coaching Institute) শুরু করল স্ট্র্যাটেজি বেসড কোর্স। যা এই রাজ্যে প্রথম।

কি এই স্ট্র্যাটেজি বেসড কোর্স ? কেনই বা এই গাইডেন্স সাফল্যের দিশা দেখাবে – তা জানতে হলে এই প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়তে থাকুন।

সায়েন্টিফিক লেভেল টেস্ট

WBCS কোর্স এর শুরুতেই ছাত্র ছাত্রীদের সায়েন্টিফিক লেভেল টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে। যা এই রাজ্যে প্রথম। লেভেল টেস্ট এর রেজাল্ট অনুযায়ী প্রত্যেকের মান অ্যানালিসিস করে স্ট্র্যাটেজি নির্ধারণ করা হয়। লেভেল টেস্ট এর রেজাল্ট অনুযায়ী প্রতিষ্ঠানের ডিরেক্টর স্যার নিজেই স্পেশাল ক্লাস নিয়ে প্রতিটি  ছাত্র ছাত্রীকে গাইড করেন – এই ব্যবস্থা একমাত্র “WBCS forum” এই রয়েছে।

রিসার্চ বেসড স্টাডি ম্যাটেরিয়াল

লেভেল টেস্ট এর রেজাল্ট অনুযায়ী  ক্লাস এর পাশাপাশি রয়েছে রিসার্চ বেসড স্টাডি ম্যাটেরিয়াল। পরীক্ষার প্যাটার্ন এবং ছাত্র ছাত্রীদের মান এর সাপেক্ষে স্টাডি ম্যাটেরিয়াল এর জন্য “WBCS forum” (Best WBCS coaching Institute) এর রয়েছে নিজস্ব রিসার্চ টিম। আর এই রিসার্চ টিম এ রয়েছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন প্ত্র পত্রিকার প্রাক্তন ইন চার্জ এবং কম্পিটিটিভ পরীক্ষার বইয়ের লেখক লেখিকাগণ। তাই স্টাডি ম্যাট এর মান এককথায় সেরা।

মূল প্রশ্নপত্রের মত OMR বেসড মক টেস্ট

WBCS পরীক্ষার মূল প্রশ্নপত্রের মত OMR বেসড মক টেস্ট নেওয়া হয় । আর এই মক টেস্ট এর বেস করে নিয়মিত পারফরমেন্স অ্যানালিসিস করা হয় প্রতিটি ছাত্র ছাত্রীর। ফলে এখানকার ছাত্র ছাত্রীরা পরীক্ষা হলের ভীতি কাটিয়ে ওঠে, আর এর কারণে নেগেটিভ মার্কস এড়ানো সহজ হয়। যা তাদের সাফল্যের রাস্তা সহজ করে তোলে।

ক্লাস রেকর্ডিং

প্রতিটি ক্লাস এর রেকর্ডিং পাওয়ার সুব্যবস্থা রয়েছে। কোনও ছাত্র ছাত্রী কোনও কারণে ক্লাসে উপস্থিত হতে না পারলেও যে কোনও সময় দেখে নিতে পারবে ক্লাস এর রেকর্ডিং। এছাড়াও বাড়িতে প্র্যাক্টিস এর সময় প্রয়োজনে ক্লাস রেকর্ডিং দেখে ডাউট ক্লিয়ার করে নেওয়ার সুযোগ পাওয়া যাবে।

গ্রুপ ডিসকাশন ফোরাম

প্রতিটি ব্যাচের আলাদা আলাদা গ্রুপ ডিসকাশন ফোরাম রয়েছে। যেখানে পরীক্ষার প্রস্তুতির যে কোনও সহায়তা পাওয়া যায় সরাসরি ডিরেক্টর স্যার বা এইচ ও ডি ম্যাডাম এর থেকে। এই সুযোগ একমাত্র “WBCS forum” এই রয়েছে ।

তাই যারা বেশ কয়েকবার প্রিলি পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি বা এই প্রথমবার WBCS পরীক্ষা দেবেন, তারা সায়েন্টিফিক পদ্ধতিতে ১০০% প্রস্তুতি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন “WBCS forum” (Best WBCS coaching Institute) এর HOD ম্যাডামের এই নম্বরে 7031462300 । কোর্স ফি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। ইন্সটলমেন্ট এও কোর্স ফি দেওয়ার ব্যবস্থা আছে।

আরও বিশদে জানতে নীচের বাটনে ক্লিক করে ফর্ম ফিল আপ করুন, “WBCS forum” (Best WBCS coaching Institute)এর পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে –

আমি স্ট্র্যাটেজি বেসড ক্লাস এর ব্যাপারে আরো বিশদে জানতে চাই

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!