How to Crack the ExamSuccess Strategy

Success Strategy: ৫০ দিন পড়েই প্রাইমারি টেট এর ১০০% প্রস্তুতি

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাইমারি টেট পরীক্ষা (WB Primary TET Exam 2022) নেওয়া হবে আগামী ১১ ডিসেম্বর। আজ থেকে অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে হিসেব করলে হাতে রয়েছে আর মাত্র ৫৭ দিন। সমস্ত পরীক্ষার্থীর কথা মাথায় রেখে WBCS forum এবং Santu Sir এর উদ্যোগে আজ থেকে শুরু হল ৫০ দিনের মেগা প্রস্তুতি। আজ থাকছে success strategy। কীভাবে এই ৫০ দিনে নিজেরা পড়াশুনো করে পাশ মার্কস পাবেন (success strategy to pass primary TET exam) সেটাই রইল এই প্রতিবেদনে।

প্রতিটি বিষয়ের স্ট্রাটেজি দেওয়া হয়েছে। তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।

৫০ তম দিন অর্থাৎ ৪ ডিসেম্বর ফ্রি তে সবাইকে দেওয়া হবে সাজেস্টিভ প্র্যাকটিস সেট, যেখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। এই সাজেস্টিভ প্র্যাকটিস সেট দেওয়া হবে প্রত্যেকের ই মেল আই ডি তে। সঙ্গে থাকবে ২ ঘন্টার লাস্ট মিনিট লাইভ ক্লাস (Last minute success strategy to pass primary TET exam)। সাজেস্টিভ প্র্যাকটিস সেট এবং লাইভ ক্লাসে যোগ দিতে এই ফর্ম টি ফিল আপ করুন –

ফ্রি তে সাজেস্টিভ প্র্যাকটিস সেট এবং লাইভ ক্লাসে যোগ দিতে এই ফর্ম টি ফিল আপ করুন –

টেট পরীক্ষায় সফল, প্রতিযোগিতামূলক পরীক্ষার বই এর লেখক এবং কয়েক হাজার চাকরি প্রার্থী কে যিনি গাইডেন্স দিয়েছেন তার অভিজ্ঞতার ফসল হল এই success strategy।

শুরুতেই বলে রাখা ভালো প্রত্যেকের মেধা আলাদা। তাই সবার যাতে কাজে লাগে সেইভাবে এই স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে।

অনেকেই প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা নম্বর টার্গেট রাখেন। এটা ভুল। কারন পরীক্ষায় কোন বিষয়ের প্রশ্ন কঠিন আর কোনটা সহজ হবে কেউ জানে না। তাই প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব দেওয়া উচিত। আপনার লক্ষ্য হবে কমপক্ষে ৬০% অর্থাৎ, ১৫০ এর মধ্যে ৯০ পাওয়া।

৫ টা বিষয়ের [ (১) Child Development and Pedagogy, (২) Language I , (৩) Language II (English), (৪) Mathematics (৫) Environmental Studies] প্রতিটিতে ৩০ নম্বর করে থাকবে। তার মধ্যে সবকটিতেই ১৫ নম্বর করে পেডাগগি থাকবে এবং ১৫ নম্বর থাকবে বিষয়ভিত্তিক।

বিষয়ভিত্তিক এবং পেডাগগি এই দুই মিলিয়ে ৫ টি বিষয়ের সম্ভাব্য বিস্তারিত সিলেবাস দেখে নিন – Read Now

[ আজ ১৬ অক্টোবর, ২০২২। ৩০ সেপ্টেম্বর ই আমি ওপরের লিঙ্কে দেওয়া বিস্তারিত সিলেবাস দিয়েছিলাম। দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি যারা এখনও পড়া শুরু করেননি তারা আজই ওপরের সিলেবাস ধরে প্রস্তুতি শুরু করে দিন। পর্ষদও কম বেশি একই সিলেবাস ঘোষণা করবে। তখন Santu Sir কে একবার thank you জানাতে ভুলবেন না। আর তখনও পর্যন্ত আমার পেজ যদি ফলো না করেন তাহলে আগামী পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে অবশ্যই পেজ ফলো করবেন। পেজ এর লিঙ্ক – https://www.facebook.com/santusirofficial ]

৫ টি বিষয়ে মোট ৭৫ নম্বর থাকছে পেডাগগি থেকে। এক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণের বই যেটা আপনি পড়েছেন সেটা অনেকটাই সাহায্য করবে। তাই সেই বইগুলি আরেকবার ঝালিয়ে নিন।

এবার চলে আসি বিষয়ভিত্তিক স্ট্যাটেজিতে –

অঙ্কের স্ট্র্যাটেজি । success strategy to pass primary TET exam

অঙ্কে থাকবে ৩০ নম্বর। দু ধরনের অঙ্ক আসবে – ১) অধ্যায় ভিত্তিক থেকে ১৫ নম্বর এবং ২) গাণিতিক পেডাগগি থেকে ১৫ নম্বর।

অধ্যায় ভিত্তিক এবং গাণিতিক পেডাগগির স্টাডি ম্যাট নিয়মিত এখানে পাবেন। এছাড়াও আপনাদের নিজেদের আরও বেশি প্রস্তুতির জন্য মেনে চলুন এই স্ট্র্যাটেজি –

অনেকেই অনেকদিন অঙ্ক প্র্যাক্টিস করেননি বা এই সবে শুরু করেছেন। তাদের জন্য অধ্যায় ভিত্তিক থেকে শুরু করুন এইভাবে –

১) সবার আগে বেসিক টা আরেকবার ঝালিয়ে নিন। এক্ষেত্রে আপনি অনেকটা সাহায্য পাবেন স্কুল লেভেলের বই। হাতের কাছে থাকলে ওকে। তবে নতুন করে কেনার আর দরকার নেই। ডাউনলোড করে নিন এখান থেকে – Download School Books

২) বিগত বছরে কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন এসেছে নিজের চোখে দেখে খাতায় লিখে রাখুন। ডাউনলোড করে নিন বিগত বছরের প্রশ্ন এখান থেকে – Download previous year question papers

৩) যেহেতু সি টেট এর ধাঁচে প্রশ্ন আসবে তাই সি টেট এর প্রশ্ন একবার দেখে খাতায় লিখে রাখুন । Download previous year question papers on C TET

৪) প্রতিদিন অধ্যায় ভিত্তিক অনুশীলন করুন – বিশেষ করে এই অধ্যায় গুলো – নাম্বার সিস্টেম, গসাগু লসাগু, বর্গ, বর্গমূল, ঘন ও ঘনমূল, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, সরলিকরন, গড় , অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সুদ, ঘড়ি, ক্যালেন্ডার, মিশ্রণ, সময় দূরত্ব, সময় ও কাজ, নৌকা ও ট্রেন,জ্যামিতি এবং পরিমিতি।

যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছেন তারা কিছুটা এগিয়ে রয়েছেন। তাই আপনারা বিগত বছরের প্রশ্ন দেখে রেগুলার প্র্যাকটিস বজায় রাখুন। গাণিতিক পেডাগগি র স্টাডি ম্যাট নিয়মিত এখানে দেওয়া হবে তাই ফলো রাখুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যোগ দিন।

নীচের ছবি তে ক্লিক করে প্রাইমারি টেট ফোরাম এ যোগ দিন

Primary TET Facebook forum group

ইংরেজির স্ট্র্যাটেজি। success strategy to pass primary TET exam

ইংরেজিতে থাকবে ৩০ নম্বর । এর মধ্যে ১৫ নম্বর থাকবে কম্প্রিহেনশান আর ১৫ নম্বর থাকবে ইংরেজির পেডাগগি থেকে। কম্প্রিহেনশান এর মধ্যে প্যাসেজ এবং প্যাসেজ ভিত্তিক গ্রামার ও অন্যান্য প্রশ্ন থাকবে। আর পেডাগগি র মধ্যে টিচিং মেথড থাকবে।

মাধ্যমিক লেভেলের যে কোনও বই থেকে কম্প্রিহেনশান প্রাক্টিস করুন। কম্প্রিহেনশান হয়ত আপনি কমন পেলেন না, কিন্তু বারবার প্র্যাকটিস করলে প্যাসেজ তাড়াতাড়ি পড়ে উত্তর করাটা আপনার আয়ত্তে চলে আসবে। এক্ষেত্রে প্রাক্টিস ই শেষ কথা।

আর গ্রামার এর ক্ষেত্রে বেসিক যদি দুর্বল থাকে তাহলে শিক্ষক মহাশয়ের থেকে জেনে নিন বা এই কয়েকটা অধ্যায় অন্তত যে কোনও বই থেকে ঝালিয়ে নিন – Tense, Parts of Speech, Subject verb agreement, voice & Narration change, sentence transformation। আর বাকি ভার্বাল স্কিল এর ক্ষেত্রে group verb, spelling, one word substitution, homonyms, idiom, word used as verb, noun & adjectives এর মত বিষয়গুলি যে কোনও মাধ্যমিক লেভেলের বই থেকে পড়লেই হবে।

পাশাপাশি, স্টাডি ম্যাট নিয়মিত পেতে ফলো রাখুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যোগ দিন।

বাংলার স্ট্র্যাটেজি। success strategy to pass primary TET exam

বাংলার ও ইংরেজির স্ট্রাটেজি এক। মাধ্যমিক লেভেলের যে কোনও বই থেকে কম্প্রিহেনশান প্রাক্টিস করুন। আর ব্যাকরণের জন্য বামনদেব চক্রবর্তী র বই থাকলে ভালো, নাহলে নতুন করে কেনার থেকে আপনার কাছে ব্যাকরণের যে বই আছে তাই দেখে পড়াশুনো করুন।

আপনার নিজের প্র্যাকটিসের পাশাপাশি আমাদের দিক থেকেও স্টাডি ম্যাট দেওয়া হবে। আর তাই অতি অবশ্যই ফলো রাখুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যোগ দিন।

পরিবেশ বিদ্যার স্ট্র্যাটেজি। success strategy to pass primary TET exam

পরিবেশ বিদ্যার পেডাগগি পার্ট বাদ দিয়ে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ওপর যে ১৫ নম্বর রয়েছে তার পরিধি অনেকটাই। তবে বেশি করে লক্ষ্য রাখতে হবে – খাদ্য, জল, আবহাওয়া ও পশু পাখির ওপর পরিবেশের প্রভাব সংক্রান্ত তথ্যের ওপর। এক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স বা বিগত ২ বছরে পরিবেশ সংক্রান্ত যে নিউজগুলো সামনে এসেছে সেগুলো একবার দেখে নিতে হবে।

স্কুল লেভেলের পরিবেশ বিজ্ঞানের বই ও আপনার প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে।

এক্ষেত্রেও নিয়মিত স্টাডি ম্যাট দেওয়া হবে। আপনারা তাই অতি অবশ্যই ফলো রাখুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যোগ দিন।

শিশু মনস্তত্ত্ব ও উন্নয়নের স্ট্র্যাটেজি। success strategy to pass primary TET exam

শিশু মনস্তত্ব ও উন্নয়ন থেকে যে ৩০ নম্বর থাকবে তার বেশিরভাগ প্রস্তুতিটাই আপনাদের অলরেডি হয়ে আছে। শিক্ষক প্রশিক্ষণের কোর্সে যা পড়েছেন তাই এক্ষেত্রে সবথেকে বেশি ফলপ্রসূ হবে। তাই সেই বইগুলিই ভালো করে আরেকবার পড়ুন।

আর প্রশ্নের ধাঁচ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার জন্য সি টেট এর বিগত বছরের প্রশ্নপত্র দেখুন।

আপনার নিজের প্র্যাকটিসের পাশাপাশি আমাদের দিক থেকেও স্টাডি ম্যাট দেওয়া হবে। আর তাই অতি অবশ্যই ফলো রাখুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যোগ দিন।

ফ্রি তে সাজেস্টিভ প্র্যাকটিস সেট এবং লাইভ ক্লাসে যোগ দিতে এই ফর্ম টি ফিল আপ করুন –

পরিশেষে, সবাইকে বলব আপনারা স্ট্র্যাটেজি (success strategy to pass primary TET exam) অনুযায়ী প্রস্তুতি নিন। কয়েক লক্ষ পরীক্ষার্থী সাফল্যের জন্যই প্রস্তুতি নিচ্ছে। আপনিও সফল হবেন।

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!