Exam based OMR sheetOMR sheet

Primary TET OMR Sheet: ফ্রি তে ডাউনলোড করার সুযোগ

প্রাইমারি টেট পরীক্ষা হবে ১০ ডিসেম্বর। পরীক্ষার্থীদের ১০০% প্রস্তুতির জন্য ‘Santu Sir’ এর ‘WBCS forum” এর উদ্যোগে সবার জন্য ফ্রি তে দেওয়া হল Primary TET OMR Sheet এর Samply Copy। এই প্রতিবেদনে এর শেষ এ দেওয়া লিঙ্ক এ ক্লিক করে ফ্রি তে ডাউনলোড করে নিন Primary TET OMR Sheet

১) এই Primary TET OMR Sheet এর Samply Copy যেহেতু প্রায় একই রকমের রঙ এবং দেখতেও প্রায় একই তাই এই শিটে প্র্যাকটিস করলে পরীক্ষার আগে বাড়িতেই পরীক্ষা হলের OMR Sheet দেখার অভ্যেস তৈরি হয়ে যাবে। ফলে পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা কমবে।

২) অনেকেই প্র্যাকটিসের অভাবে জানা উত্তরও দাগ দিয়ে উঠতে পারেন না। সেই সমস্যা দূর করবে এই Primary TET OMR Sheet। নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে উত্তর OMR Sheet এ দাগ দেওয়া যায় তা এবার বাড়িতেই ঘড়ি ধরে অনুশীলন করুন।

OMR Sheet তো পেলেন। কিন্তু কোন প্র্যাকটিস সেট এ প্র্যাকটিস করবেন ? তার জন্যই এর পরের পোস্ট এই দেওয়া হবে সাজেস্টিভ প্র্যাকটিস সেট। সম্পূর্ণ ফ্রি তে কবে কখন এই প্র্যাকটিস সেট পাবেন তা জানতে পারবেন Santu Sir এর ফেসবুক পেজ এবং WBCS forum এর ফেসবুক পেজ এ।

তাই এখনও যদি এই দুটি ফেসবুক পেজ ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো করুন এই দুটি পেজ।

  1. Santu Sir এর ফেসবুক পেজ Click Here
  2. WBCS forum এর ফেসবুক পেজ Click Here

এছাড়াও ফেসবুক পেজ Followers দের জন্য সম্পূর্ণ ফ্রি তে পরীক্ষার আগে পর্যন্ত নিয়মিত পোস্ট করা হবে সাজেস্টিভ স্পেশাল স্টাডি ম্যাট।

গত বছরের প্রাইমারি টেট এর সাজেশান + স্ট্র্যাটেজি ক্লাস থেকে প্রায় ৭০% প্রশ্ন / টপিক কমন ছিল। তাই এই বছর ও ‘Santu Sir’ এর ‘WBCS forum” এর উদ্যোগে লাস্ট মিনিট সাজেশান প্রকাশ করা হয়েছে।

সাজেশান এর মূল্য ৫০০ টাকা। সাজেশান ক্রয় করলে Free তে পাবেন সাজেস্টিভ অঙ্কের সমাধান এর রেকর্ডিং ক্লাস। ২০১ পাতার সাজেশান পাবেন PDF এ আপনার Whatsapp এ ।

প্রসঙ্গত, WBCS forum নামক অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানটি কেন্দ্র সরকারের MSME তে রেজিস্টার্ড । Santu Sir এই প্রতিষ্ঠানের Brand Unit ।

নিন এবার ডাউনলোড করে নিন Primary TET OMR Sheet এর স্যাম্পল কপি।

এরপর অপেক্ষা করুন। প্রাইমারি টেট পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আসছে বিশেষ প্রস্তুতি পর্ব। তবে তার জন্য অবশ্যই ফলো রাখুন ফেসবুক পেজ।

প্রাইমারি টেট এর অন্যান্য পরীক্ষার্থীদের জন্য এই পোস্ট এবং এই ও এম আর সিট টি লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন !

লাইক ও শেয়ার করুন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!